![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একজন মানুষ,যে কিনা পৃথিবীর মানুষ গুলোকে হাসতে দেখলেই হাসে,আর কারো কান্না সহ্য করতে পারেন না। তবে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করেন না।
দেশে গিয়েছিলাম। পরিবার মেয়ে দেখবে। অনেক প্রস্তাব আসতে শুরু করল। পরিবারের একান্ত ইচ্ছে মেয়ে বরিশাল অঞ্চলের হবে। একটি প্রস্তাব এলো। পরিবারের চাহিদার সাথে মিলে যাচ্ছিল। কন্যা প্রাচ্যের অক্সফোর্ডে খুব ভাল একটি বিষয়ের ছাত্রী।
আমাদের বায়োডাটা আদান প্রদান হল। মেয়ে দেখার আগে অব্দি তার রেজাল্ট এবং পারিবারিক অবস্থান সব মিলে বেশ ভাল ছিল। তারাও আমাদের বায়োডাটা দেখে, "আপ্নারা চাইলে মেয়ে দেখতে আসতে পারেন" বলে আমাদের দাওয়াত দিল। মেয়েকে দেখতে তাদের ঢাকার বাসায় আমাদের পক্ষ থেকে তিনজন মানুষ গেলেন।
ফিরে এসে তাদের অভিমত; মেয়ে পর্দা করে না তবে খুব মেধাবী। পরিবার ভাল। মেয়ের মা জানতে চেয়েছে যে, ছেলের ঢাকাতে বাড়ী আছে কিনা? মেয়ে কালো তবে মুখমন্ডল বেশ উজ্জল আর এমন মেধাবীদের কালোও বিয়ে করা যায়। ইত্যাদি। এককথায় পজিটিভ হিসেবে নেয়া যায়।
আমাকে মেয়ের ছবি পাঠানো হল। আর আমার কিছু ছবিও মেয়ের কাছে পৌছে গেল শুরুতে পরিবার আর পরে ডিজিটাল মাধ্যম হয়ে।
আমি তখন চট্টগ্রামে। ছবি দেখে এবং যেহেতু ছেলে হিসেবে ঢাকায় আমার বাড়ি নেই তাই আমি অনেক কিছু ভাবতে ভাবতে পরিবারকে ফাইনাল কিছু জানালাম না। প্রশ্ন করা হলে, "ভেবে দেখি' উত্তর দিয়ে এড়িয়ে যেতাম।
আসলে মেয়ে কালো কিংবা অনেক রূপসী এটা আমার কাছে বড় কোন কারন হওয়া থেকেও তার আউটফিট নিয়ে চিন্তা করছিলাম। (সবার প্রতি সম্মান রাখি। তবে নিজে জন্য নিজের চাহিদা মত খুজে নেওয়াও আমার অধিকার)।
আমি বরিশাল গেলাম। চট্টগ্রাম থেকে ঢাকা আর এরপর বরিশাল গেলাম। সাথে আবু তারেক আর সাঈদ। ৫ দিন পর ভোলায় আইউবুর রহমানদের বাড়ি হয়ে ফিরে এলাম আবার ঢাকায়। সেপ্টেম্বর মাসের ৭ তারিখ সকালে গিয়ে তারেকের বাসায় উঠলাম। পান্থপথ এলাকায়। দুপুরে বের হয়েছি। একুশে টিভির নিচে এক বড় ভাইয়ের সাথে দেখা করে আবার চট্টগ্রাম চলে যাব। হাতে আমার ছোট লাগেজটি।
আমি আর তারেক পাশাপাশি হাটছিলাম। বসুন্ধরা সিটির ঠিক সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ মনে হল হাজারো অচেনা মানুষের মাঝে আমার পাশ থেকে একটি মেয়ে হেটে গেল। যাকে আমি দেখেছি কোথাও। বামহাত দিয়ে; খাট ঘরনের, মাথায় একঝাক কোকড়ানো সোনালী চুলওয়ালা একজন যুবকের হাতে হাত দিয়ে হাটছিলেন। ছেলেটিকে পরে দেখেছিলাম। আর মেয়েটিই যেহেতু আমার আগের দেখা ছিল তাই আর চিনতে সমস্যা হয় নাই। কালো একটি থ্রী-পিছ পরিধান করেছে। সেই সাথে একটি টিপ ছিল কপালে। টিপের রং-টা আসলে রোদে কারনে বুঝা যাচ্ছিল না।
আমি ২/৩ কদম সামনে গিয়েই থমকে দাড়ালাম। মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখি; মেয়েটি তার বাম হাত দিয়ে ছেলেটির ডান হাত ধরে আছে। মেয়েটি দাঁড়িয়ে গেছে আর ছেলেটি একটু সামনে থেকে যেন টানছিল, এমনই দেখতে লাগছিল। মেয়েটি মাথা ঘুরিয়ে দাড়িয়েই ছিল। আমি তাকাতেই একটা মুচকি হাসি দিল। আমিও দিলাম। মাথা ঘুরিয়ে ফিরে এলাম। আর পেছনে ফিরে তাকাই নাই। বাসায় এসে সেই মেধাবী রমনীর প্রস্তাব খানা চুড়ান্ত ভাবে 'না' করে দিলাম।।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
পথিক৬৫ বলেছেন: ধন্যবাদ।।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯
ওমেরা বলেছেন: আপনার ভাগ্য ভাল যা বাঁচা বেঁচেছেন।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
পথিক৬৫ বলেছেন: কাউকে ঠকাই নাই আজ অব্দি। তাই ভয় নাই।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: পড়লাম।।। কিন্তু তারা ঢাকায় বাড়ি আছে কি না এটা কেন জানতে চায়/?
ঢাকায় নিজ বাড়ি থাকা বুঝি কোন কোঠার মতো। বিয়ে করতে ১৫% অগ্রাধিকার এর মতো নাকি?
আমার মনে হচ্ছে তেমনি। সম্পদ থাকলে কোন কিছু ব্যাপার না।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫
পথিক৬৫ বলেছেন: বুঝেন নাই ব্যাপার টা। এটা কোটার থেকেও অনেক ভয়ংকর।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬
মিঠু পারভেজ বলেছেন: মেয়ে আপনাকে চেনেনি ??
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
পথিক৬৫ বলেছেন: পড়ে বুঝলেন না? সেও যে দাঁড়িয়ে গিয়েছিল। হাঁসি দিয়ে চলে গিয়েছিল।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯
রাজীব নুর বলেছেন: বাহ !!
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
সোনালী ঈগল২৭৪ বলেছেন: ভালোই করেছেন
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পরিবারের এমন ইচ্ছা হলো কেন যে
বরিশালের মেয়ের সাথে আপনার
বিয়ে দিবে? কারণ জানতে চাই!
আপনার বাড়ি কি চট্রগ্রাম জেলায় ?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮
পথিক৬৫ বলেছেন: না। আমার বাড়ী বরিশালের কোন এক জেলাতে। আব্বুর চাকরীর সুবাধে চট্টগ্রামে থাকি।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩
মিঃ আতিক বলেছেন:
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০২
তারেক_মাহমুদ বলেছেন: কথায় আছে লাভ ম্যারেজে মানুষ নিজের বান্ধবীকে বিয়ে করে আর এরেঞ্জড ম্যারেজে অন্যের বান্ধবীকে বিয়ে করে এটাই সত্যি।
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮
পথিক৬৫ বলেছেন: হা হা হা।
১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬
চাঁদগাজী বলেছেন:
তুরস্কের মেয়েরা কেমন?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮
পথিক৬৫ বলেছেন: আছে। ভালা র খারাপ মিলে। সাধারনত একজন থাকে সবার। তবে বেশ ভালও আছে এদের মাঝে। তবে বেশী সিগারেট খায়।
১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২২
পদ্মপুকুর বলেছেন: যদিও আপনি যে চিন্তাতে 'ভেবে দেখি' উত্তর দিয়ে এড়িয়ে যেতেন, আমিও সেই চিন্তার অনুসারী। কিন্তু এই লেখাটাতে ওই নাম না দেওয়া মেয়েটাকে দোষী করার একটা চেষ্টা রয়েছে মনে হলো। ওইটা ভালো লাগেনি।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০
পথিক৬৫ বলেছেন: তাকে দোষী করা হয় নাই। ভেবে দেখি এর অনেক কারন ছিল। তার কেউ থাকতেই পারে এটাও সত্য। তবে এ অবস্থাতে আবার বিয়ের আয়োজন করাটা কতটা ঠিক সেটা ভেবে দেখা উচিত। যাই হোক শেষ অব্দি আমরা ২ জন মুচকি হাঁসি হেসেই বিদায় নিয়েছিলাম।।
১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮
পাঠক০০৭ বলেছেন: বাইচা গেছেন দেখি। তা ভাই, আপনার প্রোফাইল ছবিটা সম্পর্কে যদি বিস্তারিত বলতেন।
১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২
পথিক৬৫ বলেছেন: আপনি কি ধারনা পেয়েছেন সেটা আগে বললে বুঝতে এবং বুঝাতে ভাল হত।
১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কবেকার ঘটনা?
আপনি না বিদেশ ছিলেন??
শেষমেষ কোথায় বিয়ে করলেন??
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫
পথিক৬৫ বলেছেন: এটি এই মাসের ৭ তারিখের ঘটনা। আমি রাশিয়া বিশ্বকাপ শেষ করে ২ মাস এর জন্য দেশে গিয়েছিলাম। বিয়ে শেষ অব্দি করা হয় নাই। হা হা হা। হাতে সময় কম আর আমাদের সমাজের ২ দিক থেকেই চাহিদা বেশী। তাই আমরা অনেক কিছু চাইলেই করতে পারি না।
১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অবশেষে কি হলো?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬
পথিক৬৫ বলেছেন: ২১ তারিখ ফ্লাইট ধরে আবার দেশ ত্যাগ করলাম।
১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩
আরোগ্য বলেছেন: ভাগ্যিস, বিয়ের আগে জানা গেছে নইলে তো কড়া ধরা।
১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
পথিক৬৫ বলেছেন: এগুলো তো আজকাল হয়েই চলছে।
১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো করেছেন অনেক। বেঁচে গেছেন।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
পথিক৬৫ বলেছেন: বেঁচে আছি। আলহামদুলিল্লাহ
২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১
ঢাবিয়ান বলেছেন: ছবিটা কার? অনুমতি নেয়া আছে?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
পথিক৬৫ বলেছেন: এটি একটি মডেলের ছবি। ইন্টারনেট থেকে নেয়া শুরু মাত্র লেখাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ঠিক ই বলেছেন ভাই।। আপনার কথা হেব্বি লাগিচে।।
২২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এরকম ঘটনা আমাদের সমাজে হু হু করে বাড়ছে। বিয়ের আগে অনেকে হয়তো জানতে পারে না। তাদের ক্ষেত্রে ছেলে মেয়ে কেউই সুখী হয় না।
২৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
কলাবাগান১ বলেছেন: পর্দা না করা মেয়েরা এমনই হয়!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! বুঝলাম
২৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
খায়রুল আহসান বলেছেন: সব পড়ে মনে হলো, ভালই করেছেন।
প্রবাসে ভাল থাকুন, শুভেচ্ছা!
২৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৩
হাফ হাতা শার্ট বলেছেন: মুসকি হাসির ব্যাপারটা দারুন ছিল।চোখে চোখে কথা হয়েছে
মেয়েটির বয়ফ্রেন্ড নিশ্চয়ই বুঝতে পারে নি
২৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তারমানে বিয়ে হলেও আপনি বিদেশ চলে যেতেন। বউকে রেখেই!!!
বউকে সাথে রাখতে না পারলে বিয়া করবেন না মিয়া। বয়স তো কমই। বাইরে থাকেন, আপনারও দু-একটা লুতুপুতু কেউ নাই.....
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৫
পথিক৬৫ বলেছেন: না । আমি বিয়ে করে তাকে আমার কাছেই নিয়ে আসতাম। যতটা সময় লাগে সব রেডি হতে সেটাই দুরত্ব।
২৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মানীর মান আল্লাহ রাখে! যে মেয়ের বিয়ের কথা চলছে সে এখনো বয়ফ্রেন্ডের হাত ধরে হাঁটছে। তার পরিবারের আবার ঢাকায় বাড়ি থাকার ডিমান্ড। হায়রে সমাজ...
২৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৮
কাওসার চৌধুরী বলেছেন:
বিয়েটা না হওয়াতে ভালই হলো। না হলে পরবর্তীতে নতুন কোন ঝামেলায় পড়তে হত। এখন ছেলে মেয়ে সবাই অনেকটা খোলামেলা ভাবে মিশছে। বেশিরভাগ রিলেশন শুধু প্রেমে সীমাবদ্ধ নয়, তার চেয়ে অনেক অনেক গভীর। এজন্য বিয়ে সাদীর সময় ছেলে-মেয়ে উভয়কেই আরো সতর্কতা অবলম্বন করা বাঞ্ছনীয়। আপনার জন্য শুভ কামনা রইলো।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৫
পথিক৬৫ বলেছেন: ধন্যবাদ
২৯| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১২:০৮
পাঠক০০৭ বলেছেন: মানে বাংলাদেশকে ফাঁসি দেয়া হচ্ছে?!! এই টাইপের কিছু??
০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩
পথিক৬৫ বলেছেন: ভাল করে দেখেন। উল্টো কিছু পাবেন।
৩০| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫২
সৈয়দ ইসলাম বলেছেন:
ভাই,
আপনি মানুষ চিনতে ভুল করলেন। মেয়েটা ঢাকার অলিগলি চেনে; আপনারই সুবিধা হত
একটা কঠিন কথা বলে ফেলি, খোঁজতে চাচ্ছেন স্মার্ট মেয়ে, আবার মেয়ের বয়ফ্রেন্ড হলে অসুবিধা!
আচ্ছা, ঐ ধমে কি শাদি মোবারক করেছিলেন?
০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৬
পথিক৬৫ বলেছেন: স্মার্ট ও পর্দানশীল হয়।
৩১| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বরিশালের মেয়ে বিয়ে না করে ভালোই করেছেন।
অনেক দিন চট্রগ্রামে আছেন ওখানকার কাউকে
বিয়ে করে সুখে ঘর সংসার করেন। সমস্যা হবেনা।
০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৭
পথিক৬৫ বলেছেন: হা হা হা।
৩২| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩২
হাসান রাজু বলেছেন: বুদ্ধিমতি মেয়েরা কোঁকড়ানো আর সোনালি চুলের অগোছালো ছেলেদের সাথে প্রেম করে। আর চুলে তেল দেয়া এবং নিয়মিত সরিষার তেল গায়ে মেখে গোসল করা পরিপাটি মানুষটিকে বিয়ে করে। মজার ব্যাপার হল ওরা খুব সংসারী হয়।
৩৩| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: এই যুগে সিঙ্গেল ছেলেমেয়ে খুব কম আছে। আর যারা আছে তারাও কোন না কোনভাবে প্রেম, ভালোবাসার টাচে আছে।
যাইহোক, দেখবার কারণে আপনি সিদ্ধান্ত নিতে পেরেছেন।
৩৪| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমরা অন্যের দোষ যেভাবে খুঁজি নিজের বেলায় কি চোখ খোলে দেখি!
মেয়েটি তার বন্ধু নিয়ে ঘুরবে তা তার স্বাধীনতার একটি অংশ।
০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৭
পথিক৬৫ বলেছেন: আমরা কেউ বলি নাই এটা তার পরাধীনতা। তবে তাকেই বিয়ে করুক। অন্য ছেলেকে বিয়ে করার জন্য আবার পারিবারিক ভাবে উদ্দ্যোগী হওয়া কোন স্বাধীনতার ব্যাখা দিবেন এখানে? আপনয়ার কথার প্রেক্ষিতে কঠিন কথা বলে ফেললাম। দুঃখিত।
৩৫| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৫
প্রামানিক বলেছেন: আহা করেছেন কি! বর্তমান যুগে এটা কিছু না। তবে মানসিক প্রশান্তির একটি ব্যপার আছে, সেই দিক থেকে আপনি ঠিক আছেন। কারণ এটা দেখার পরও যদি আপনি বিয়ে করতেন তাহলে আপনার মনে খুঁতখুঁত করতো এবং আপনি দাম্পত্য জীবনে অশান্তিতে ভুগতেন।
৩৬| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাই প্রত্যেকটি পরিবারি চায় তাদের মেয়েটি একটি ভাল বর পাউক, যেনো সারা জীবন সুখে থাকতে পারে। এমন কি যে ওনেক পরিবারি জানে তাদের ছেলে মেয়েরা কি করছে। ভাবে বিয়ের পর এস ভুলে যাবে ঘর সংসারী হয়ে নতুন জীবন যাপনে অভ্যস্ত হবে।
০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:১৫
পথিক৬৫ বলেছেন: হয়তো। তবে আসলে সেটা সবসময় কত টুকু হয় সেটা দেখার বিষয়।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫
সনেট কবি বলেছেন: পড়লাম