নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তোল পৃথিবী তোমার জন্য ভাল কিছু নিয়ে অপেক্ষা করছে।তবে ঠিক ততটুকুই তোমাকে সে দিবে যতটুকু তুমি নিজেকে গড়েছ।

পথিক৬৫

আমি খুব সাধারন একজন মানুষ,যে কিনা পৃথিবীর মানুষ গুলোকে হাসতে দেখলেই হাসে,আর কারো কান্না সহ্য করতে পারেন না। তবে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করেন না।

পথিক৬৫ › বিস্তারিত পোস্টঃ

"মিথ্যে বলুন, সেটাকে শক্ত কন্ঠে বলুন, মানুষ অবশ্যই মেনে নিবে" (হিটলারের ইতিহাস থেকে বাংলাদেশের বর্তমান)

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

ইতিহাস থেকে জানা যায়, হিটলার তার শক্তি এবং জনগনের মাঝে প্রভাব বিস্তার করার জন্য ইতিহাসে প্রথম প্রোপাগান্ডা মন্ত্রনালয় নামে একটি মন্ত্রনালয় খুলেছিলেন।

সেই মন্ত্রনালয়ে ১৯৩৩ সাল থেকে ১৯৪৫ সাল অব্দি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডাঃ পল জোসেফ গয়েবেলস কোন কোন ইতিহাসবিদ এর মতে তিনি হিটলারের ডান হাত ছিলেন।

এই সময়ে তিনি প্রপাগান্ডার মন্ত্রনালয়ের কাজের বাহিরে দেশের সব মিডিয়াও নিজ হাতে কন্টোল করতেন।
ডাঃ পল জোসেফ গয়েবেলস, হিটলারের পতনের পরে (কারো মতে হিটলারের সময়েই) একটি সাক্ষাতকার দিয়েছিলেন। সেখানে তিনি কিভাবে এই মন্ত্রনালয় পরিচালনা করে হিটলারকে হিটলার বানিয়েছিলেন, মানুষের মাঝে প্রভাব বিস্তার করেছলেন এবং ইতিহাসে আর কেহ সেটা করতে চাইলে কিভাবে করা দরকার সেই বিষয় তুলে ধরেছিলেন।
তিনি বলেছিলেন;
১। আপনি মিথ্যে বলুন। অবশ্যই আপনার এই মিথ্যে বিশ্বাসী করেন এমন মানুষ পাবেন। যদি নাও পেয়ে থাকেন তাহলেও মিথ্যেটি বলতেই থাকেন। একটি জিনিষ আপনি যত বারবার বলবেন তত বেশি মানুষ তত-ই শক্ত করে বিশ্বাস করবে।
২। একজন মানুষকে যদিও মিথ্যেও হয়, সেই কথাটি তাকে বার বার বলুন। একটা সময় সেই মানুষ কথাটি কোথায় থেকে এসেছে সেটি ভুলে যাবে আর এটাই সত্য এবং এটি তার নিজের মনে করে নেয়।
৩। আপনার বলা মিথ্যা যত বড় হব তার প্রতাপ তত-ই বেশী এবং মানুষের পক্ষে সেই মিথ্যেটি বিশ্বাস করা তত-ই সহজ হয়।
৪। আপনার জনগনকে সর্বদা কিছু একটা নিয়ে ব্যস্ত রাখুন। তাঁদের কখনও নরম আর পেছনের কিছু ভাবতে সময় দিবেন না।
৫। মানুষ সর্বদা ছোট মিথ্যের থেকে বড় মিথ্যেকে বেশী বিশ্বাস করে, তাই আপনার মিথ্যে বলার বিষয়বস্তু বাড়িয়ে ফেলুন। এবং নিজের ভুল মেনে নিবেন না। নিজে ভুল করেছেন এটাও কাউকে বুঝতে দিবেন না।
৬। কখনও আপনার প্রতিপক্ষ আপনার থেকে বড় বা ভাল কিছু করেছে এই জাতীয় বিষয় মেনে নিবেন-ই না। নিজের ভুল তাঁদের বুঝতে দিবেন না যাতে তারা আপনার বিরুদ্ধে কোন প্রমান দিতে পারে।
৭। কখনও নিজের দোষ এবং অপরাধ মেনে নিবেন না। আপনার প্রতিপক্ষদের থেকে একজনকে বেছে নিন। আপনার সকল অপরাধের জন্য তাকে দোষারোপ করুন।
৮। আপনার আইন আপনার সরকারকে যেন বদ্ধ না করে, আইন যেন আপনার সরকারের সাহায্যে কাজ করে সেভাবে আইন তৈরি করুন।

৯। তিনি বলেছিলেন; আমাকে একটি রুহ ছাড়া, যার কোন মায়া থাকবে না এমন একটি মিডিয়া দেয়া হোক। আমি, জ্ঞানহীন একটি জাতী উপহার দেব।
১০। আপনার কন্ঠকে শক্তিশালী করুন। যেন আপনার বলা মিথ্যে মানুষ আপনার কন্ঠে থাকা প্রভাবের কারনে নিজের মনে করে মেনে নেয়।
এবং সর্বশেষ,
১১। আপনার আশে পাশে সর্বদা এক ধরনের আর্মি পালন করুন। যারা লিঙ্গহীন আর আপনার লিঙ্গ দিয়ে আনন্দ পেতে তারা পছন্দ করে।
ডাঃ পল জোসেফ গয়েবেলস, তার এই কর্মের জন্য নিজেকে কখনও ছোটও মনে করেন নাই। উনি মনে করতেন মিথ্যে বলা একটি আর্ট এবং যাদু। একটি যোগ্যতা। যা আপনাকে ক্ষমতায় তুলে দিবে।।

ধন্যবাদ।।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

হাবিব বলেছেন: লাইক দিলাম

২| ১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

কালো_পালকের_কলম বলেছেন: ইতিহাস...

৩| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: ভাবছি, ঈশ্বরের কাছে একটা চিঠি লিখব।

৪| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গোয়েবলসের কথা আংশিক সত্য।

৫| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বর্তমান সরকারও এই পলিসির কিছু কিছু অনুসরণ করে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.