নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একজন মানুষ,যে কিনা পৃথিবীর মানুষ গুলোকে হাসতে দেখলেই হাসে,আর কারো কান্না সহ্য করতে পারেন না। তবে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করেন না।
আলহামদুলিল্লাহ! অনেক অপেক্ষার পালা শেষ করে নিজের চাহিদা আর যোগ্যতার সাথে সমতা রেখে অর্ধাঙ্গিনী খুজে নিয়ে বিবাহ করেছি, আজ তার ৭ম দিন।
মনের মত বলেছি এই জন্য যে, যখন বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছে তখনই, একটি ছোট পরিবার, সুযোগ থাকলে একমাত্র জামাই হওয়া তবে ভাইয়ের মত একজন শ্যালক আর সামাজিক ভাবে সম্মানিত কাউকে খুজছিলাম।
৩০ শে সেপ্টেম্বর কিছু যেন একটা মনে করে ফেইসবুকে একটা লেখা লিখেছিলাম। সেখান থেকেই শুরু। লেখাটি চোখে পরে যায় বাংলাদেশে যৌতুক বিরোধী আন্দোলনের অনলাইন প্লাটফর্ম এর উদ্দোক্তা আমানুল্লাহ সরকার রাসেল ভাইয়ের। যদিও তার আগেও এর পেছনে কলকাঠি নেড়েছেন আমারই খুব কাছে বড় ভাই, যিনি এখন সম্পর্কে মামা শ্বশুর। সকল প্রক্রিয়া শেষ করে আল্লাহকে ভরসা করে সামনে এগিয়ে গেলাম। এর মধ্যে আব্বু, আম্মু আর মামীকে পাঠিয়েছিলাম আমার স্ত্রীকে দেখার জন্য।
সবার এক কথায় "আলহামদুলিল্লাহ" বলেছিল সেদিন। আমার মনে আছে। নিজেদের মাঝে বোঝাপড়ার অধ্যায়টা শেষ করে বিয়ের পিড়িতে বসে গেলাম।
জি হাঁ। আমিই একমাত্র জামাই। আর ভাইয়ের মত ছোট একটি শ্যালকও রয়েছে আমার। শ্বশুর মশাই গতরাতে ফোন দিয়ে বলেন, "আব্বা, তুমি কেমন আছে?" বুঝতে পারছেন একমাত্র জামাই হলে যা হয় আর কি। শিক্ষিকা শ্বাশুড়ির তো কোন তুল নাই হয় না।
ছোট পরিবারের চাহিদার চুড়ান্ত ভাবে পূর্ন হল।
এবার আসি বিবাহ প্রক্তিয়া বিয়ে। যেহেতু আমি দেশের বাহিরে আর মাত্র কিছুদিন আগে দেশ থেকে এসেছি তাই আবার দেশে যাওয়ারও সুযোগ নেই। বিবাহ স্কাইপে হবে। দেশের মানুষেরা তাঁদের চুড়ান্ত প্রচেষ্টায় সুন্দর আয়োজন করেছেন। আর তার্কিতে আমিও চেষ্টা করেছি সবাইকে নিয়ে একটি বিবাহের পরিবারহ তৈরি করতে।
বিশ্ববিদ্যালয়ের প্রোফেসর এবং অন্য টিচার, স্থানীয় নানান সংগঠনের দায়িত্বশীল আর তাদের পরিবার, আমার অফিসের অঞ্চল এডিটর এবং কলিগ, আঙ্কারা,ইস্তানবুল থেকে আসা আমার ফ্রেন্ড সার্কেল আর আমার এখানে থাকা বাংলাদেশী কমিউনিটি, যারা আমার জন্য আগের দিন রাত অব্দি দাঁড়িয়ে থেকে রান্না করেছেন, সব আয়োজন করেছেন তারা সহ প্রায় ৬০-৬৫ জন মেহমান হয়েছিলেন। আয়োজনে বাংলাদেশী বিবাহের খাবাদের স্বাদ দিতে চেষ্টা করেছি।
অফিস থেকে বলা হল এটা নিউজ করবে। আমার অনুমতি চাইল। আমি আর না করি নাই। তার্কির জাতীয় টেলিভিশন ,পত্রিকা সহ বেশ অনেক গুলো চ্যানেল এটা কভারেজ দিয়েছে।
Link- Click This Link
এবার আসি মজার একটা বিষয়, মানুষ বিবাহ করে আর তার প্রস্তুতি হিসেবে গাড়ী, শেরওয়ানী আরো কত কি। আমাদের বিবাহে আমার জন্য তেমন কিছু কিন্তু হয় নাই। কিন্তু আমি যথেষ্ট খুশি। আগের দিন আমার নীল পাঞ্জাবীটা খুজছিলাম। কিন্তু কোথাও খুজে পাই নাই। শেষ অব্দি রাশেদ ভাইয়ের পাঞ্জাবী আর একজনের চাদরকে পাগড়ি বানিয়ে বিয়ে সেরে ফেললাম। সবাক যখন বাসা থেকে বিবাহের স্থানে আসছিলাম একা একা এসেছি। পাব্লিক ট্রান্সপোর্ট ব্যবহার করে। আর বাংলাদেশী বাকিরা আগে থেকেই সেখানে আগের রাত থেকে রান্না করছিল। আমার কোন আক্ষেপ নেই তবুও। খুব ভাল আছি। আনন্দে আছি। আলহামদুলিল্লাহ।।
১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪১
পথিক৬৫ বলেছেন: বিয়ের একমাত্র লক্ষ্য বাসর না। তাই না ভাই?
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১
করুণাধারা বলেছেন: বিবাহিত জীবন যেন সুখের হয়- দোয়া রইল আপনার জন্য।
১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪১
পথিক৬৫ বলেছেন: আমিন। ধন্যবাদ
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪
অপ্সরা বলেছেন: বাহ ভাইয়া!~
বিয়ের পাগড়ি একদম রাজকীয়!!!!
১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪১
পথিক৬৫ বলেছেন: হাঁ হাঁ হাঁ।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯
আর্কিওপটেরিক্স বলেছেন: ভাবী কই???????
বিয়ের ভিডিওতেও তো বোঝা গেল না.....
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভকামনা।
অভিনন্দন নতুন জীবনের-
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩
ঢাবিয়ান বলেছেন: আগে একসময় টেলিফোন বিয়ের খুব প্রচলন ছিল। একজন টেকনোলজির উন্নয়নের কারনে স্কাইপ সহ আরো বিভিন্ন আ্যপএ হচ্ছে। সুন্দর অভিজ্ঞতা। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য।
৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনাদের মঙ্গল করুন।
৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮
আরোগ্য বলেছেন: অভিনন্দন। আপনাদের পথচলা সহজ হোক।
৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯
নয়া পাঠক বলেছেন: অভিনন্দন আপনাকে। দোয়া করি এক লম্বা সুখী সুন্দর দাম্পত্য জীবনের। আল্লাহ আপনাদের আজীবন সুখে রাখুন, আমিন।
১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন, আপনারা সুখী হোন।
১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুভকামনা আপনার দু'জনের জন্য
১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
গরল বলেছেন: আপনি কাবিন নামায় সাইন না করা পর্যন্ত আপনাদের বিয়ে রেজিষ্টার্ড হবে না, মানে লিগাল না। যাই হোক অভিনন্দন রইল।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
পথিক৬৫ বলেছেন: ধর্ম মতে বিয়ে বৈধ হতে কোন কাগজই লাগে না। তবে দেশের জন্য লাগে। আর সেখানে আমার আবেদন এর প্রেক্ষিতে আমার পক্ষ থেকে আমার উকিল সাইন করেছেন। তাই অফিসিয়ালও কোন সমস্যা নেই।
১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
নতুন জীবনের জন্য শুভ কামনা ।
তবে ফাদে নিজে থেকে পরছেন । এবার আর ছাড় নাই ।
অভিনন্দন ।
১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৫
রাজীব নুর বলেছেন: গ্রেট নিউজ।
জীবন হোক আনন্দময়।
১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভকামনা আপনার দু'জনের জন্য
১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য।
...............................................................................
তবে এটা নাকি "দিল্লীকা লাড্ডু, যেখাবে সে পস্তাবে,
যে নাখাবে সেও পস্তাবে ।
...............................................................................
১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫০
নতুন বলেছেন: অভিনন্দন... নতুন জীবন সুখী হউক এই কামনা করি।
১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩৯
কেএসরথি বলেছেন: খুবই ইন্টারেস্টিং!
১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৪
নীল-দর্পণ বলেছেন: আপনার পোস্টে ঢুকেই দৃষ্টি আটকেছে যেখানে সেটা হল শাল দিয়ে বানানো পাগড়ি! মনে মনে ভেবেছিলাম দেশের বাইরের কোন বিয়ে হ্য়ত। পড়তে পড়তে বুঝলাম আসলেই। ভাল লেগেছে বরের সাজ।
সুখী হোন আপনারা। অর্ধাঙ্গ আর অর্ধাঙ্গী মিলে পূর্ণাঙ্গ হোক। শুভকামনা রইল ।
২০| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩১
পদ্মপুকুর বলেছেন: আমিও একমাত্র জামাই হওয়াকে প্রেফার করেছিলাম, কিন্তু একমাত্র জামাই হওয়ার পেইন যে কি, খুব শীঘ্রই টের পাবেন বস!! যো ভি খায়েগা, ও ভি পস্তায়েগা...
২১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০১
মোস্তফা সোহেল বলেছেন: ফোনে বিয়ে করলে দেশে এসে তাদের আবার নতুন করে বিয়ে দিতে আমি দেখেছি।
২২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২০
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার সুখী দাম্পত্য জীবনের কামনা করি।
সঙ্গে পরিবারের সকলের জন্য শুভকামনা রইল।
১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫১
পথিক৬৫ বলেছেন: অনেক ধন্যবাদ।।
২৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬
ল বলেছেন: Congrats
২৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩
হাসান রাজু বলেছেন: কি আয়জন সেটা বড় ব্যাপার না। আল্লাহ আপনাদের জন্য সামনে কি আয়জন রেখেছেন। আর আপনারা আসছে দিনগুলো কতটা মঙ্গলময় করে তুলবেন সেটা আসল কথা। সুখ, সমৃদ্ধি আর মঙ্গল কামনা করছি।
২৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৩
আল আমিন সেতু বলেছেন: খুবই রোমাঞ্চকর বিবাহের আদ্যোপান্ত।আশা এবং আশীর্বাদ রইল,জীবন যেন এমন রোমাঞ্চকর ও মঙ্গলময় হয়।আল্লাহ কবুল করুন।আমীন।
২৬| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৭
দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: নতুন জীবনের জন্যে অনেক অনেক শুভকামনা রইল।
২৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৬
সৈয়দ ইসলাম বলেছেন: দাম্পত্য জীবন সুখি হোক।
আচ্ছা, আপনি ডেক্সটপের দিকে দৃষ্টি দিলেন না কেন?
আপনার জন্য কেউ দু'আর মধ্যে দুর্নীতি করছে কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু আপনার ছিল।
মিষ্টি কই মিয়া
২৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৪
অদ্বিতীয়া আমি বলেছেন: নতুন জীবনের জন্য অনেক শুভকামনা ! ভাল লেগেছে আপনার সাধারণ কিন্তু আনন্দময় আয়োজন ।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩
ডার্ক ম্যান বলেছেন: ভাবীর ছবি তো দিলেন না ।
বিয়ে হইল কিন্তু বাসর হইল না এই শিরোনামটা বেশ ভাল জমত