নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একজন মানুষ,যে কিনা পৃথিবীর মানুষ গুলোকে হাসতে দেখলেই হাসে,আর কারো কান্না সহ্য করতে পারেন না। তবে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করেন না।
তুরস্ক একটি শীতপ্রধান দেশ। বছরের প্রায় ৮ থেকে ৯ মাস এখানে শীত থাকে। বাকি সময়টাই মূলত তার্কিসদের কাছে হেমন্ত কিংবা বসন্ত। শীতের এই সময়ে পাহাড়ী দেশ তুরস্কে তাপমাত্র কখনও কখনও কিছু শহরে -৪০ এর থেকেও বেশী দেখা যায়। সব থেকে বেশী শীট অনুভব হয় দেশটির পূর্বের শহর এরজুরুমে। এখানে -৪০ এর থেকেও বেশী শীত পড়ে। তবে শীতের সময় তুষার প্রায় সব শহরেই হয়ে থাকে। এস্কেশেহীর, রাজধানী আনকারা, ইস্তানবুল সহ তার্কির ৮১ টি শহরের ৭৫ ভাগ শহরে শীতের দিনে বরফ পড়ে। এদেশের মানুষও তাই নিজের জন্য শীত কিংবা বরফ থেকে রক্ষা পেতে উপযুক্ত পোষাক তৈরি করে থাকেন। ঘর গুলোও বিশেষ প্রযুক্তির মাধ্যমে তৈরি এবং ভেতরে হিটার এর ব্যবহার করা। যার ফলে বাহিরের শীত ভেতরে খুব কমই অনুভুত হয়।।
আজকের বরফের দৃশ্য দেখুন এই লিংকে।
ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪
কালীদাস বলেছেন: শব্দটা তুষারপাত বলেই জানতাম।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫০
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
মাত্র ৪৪ সেকেন্ড!