নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভয় করে যদি যাই হাজত ঘরে

মসিউর রহমান জীবন

্নিজের সম্পরকে বলা ঠিক না, তাই বলবনা

মসিউর রহমান জীবন › বিস্তারিত পোস্টঃ

আওয়ামিলীগ। আপনারা বলছেন, আপনারা ভুল করেছেন। কি ভুল করেছেন, বুঝিয়ে বলবেন কি?

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩০

সময়মত প্রকাশ করতে পারলাম না বলে দুঃখীত।

সম্প্রতি ৫ সিটি কর্পোরেশন নির্বাচনে গোহারা হেরেছে আওয়ামীলীগ। হারের কারণ হিসেবে আওয়ামীলীগ তাদের কিছু ভুলের কথা বলছে। অবাক ব্যাপার, আওয়ামীলীগ ভুল করতে পারে, আমার বিশ্বাস হচ্ছেনা!! যাহোক, যেহেতু আওয়ামীলীগ বলেছে তারা ভুল করেছে অবশ্যই কোন কিন্তু আছে এখানে। তারা দেশবাসীকে সংবাদ সম্মেলন করে কিংবা জাতির উদ্দেশ্যে ভাষন দিয়ে কি ভুল হয়েছে তা পরিষ্কার করে বলছেনা কেনো?



আপনারা কি এমন ভুল করেছেন যে দেশবা্সি আপনাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিল। আপনারাতো ভুলের কথা বলেছেন, কিন্তু কি ভুল করেছেন তা তো বলছেন না।

আপনারা কি বি. ডি. আর. বিদ্রোহে পরিকল্পিতভাবে সেনা হত্যাকান্ডকে ভুল হিসেবে দেখছেন, না কি দেশের প্রতিটি সশস্ত্র বাহিনিতে এরকম পরিকল্পিত হত্যাকান্ড না করতে পারার ভুলের কথা বলছেন?তা না হলে শাকিলপুত্র আপনাদের দিকে অভি্যোগের আঙ্গুল তোলা সত্বেও কেনো আপনারা চুপ করে রইলেন। আপনারাতো চুপ থাকার পাত্র নন!!

আপনারা কি শাওন এম.পি. তার নিজ ড্রাইবার ইব্রহীম হত্যাকান্ডের ব্যাপারটিকে ভুল হিসেবে দেখছেন নাকি ইব্রাহীমের স্ত্রীসহ তার পুরো পরিবারকে খুন না করতে পারার ভুলের কথা বলছেন। তা না হলে আজো কেনো এই হত্যাকান্ডের বিচার করতে পারলেন না?

আপনারা কি ইলিয়াস আলীকে গুম করার ঘটনাকে ভুল বলে ভাবছেন না কি বিরোধীদলের সব বড় নেতাকে গুম না করতে পারার ভুলের কথা বলছেন। তা না হলে আজো কেনো ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারলেন না?

আপনারা কি নরসিংদীর মেয়র লোকমান হত্যার ভুলের কথা বলছেন, না কি তার ভাইসহ পু্রো পরিবারকে হত্যা না করার ভুলের কথা বলছেন যে ভাই পরে মেয়র নির্বাচিত হয়েছেন। তা না হলে এই হত্যাকান্ডের বিচার কেনো আজো আপনারা করতে পারলেন না?

আপনারা কি শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটের ভুলের কথা বলছেন নাকি শেয়ার বাজারকে চিরসমাহিত না করতে পারার ভুলের কথা বলছেন। তা না হলে তদন্ত কমিটির রিপোর্ট অনু্যায়ী চিন্হিত দোষী ব্যক্তিদের কেনো আজো বিচার করতে পারলেন না?

আপনারা কি তাজরীন ফ্যাশানে অগ্নিকান্ডের ঘটনার বিচার না হওয়ার ভুলের কথা বলছেন নাকি আরো শ’খানেক গার্মেন্টসে আগুন না লাগানোর ব্যর্থতার ভুলের কথা বলছেন।

আপনারা কি সাভার গার্মেন্টসে ধ্বসের ভুলের কথা বলছেন নাকি বাংলাদেশে এখন কেনো এই দেশে পোশাক শিল্প খাত টিকে আছে সেই আফসোসের কথা বলছেন। তা না হলে কেনো ঝাকুনিতত্ত্ব উদ্ভাবন করতে গেলেন কেনইবা রানাদের বিচারে এত বিলম্ব করছেন(শুনলাম সংসদীয় কমিটি নাকি রানার যাবজ্জীবন কারাদন্ডের সুপারিশ করেছে। এতোগুলো মানুষকে ডেকে এনে হত্যা করার শাস্তি যাবজ্জীবন কারাদন্ড।ছিঃ,সংসদীয় কমিটি ছিঃ)।

আপনারা কি পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের কথা বলছেন নাকি অন্যান্য খাতে এর ছেয়ে বড় দুর্নীতির ব্যর্থ্যতার কথা বলছেন। তা না হলে কেনো বিদেশে গিয়ে আবুলকে বড় দেশপ্রেমিকের সার্টিফিকেট দিয়ে এলেন।

আপনারা কি হলমার্কের সামান্য কয়টা টাকা দুর্নীতির কথা বলছেন নাকি কেন অসামান্য কয়টি টাকা লুটপাট হলনা সেই ব্যর্থ্যতার কথা বলছেন। তা না হলে হলমারক কেলেংকারীর নায়ক তানভিরকে কেনো নতুন করে ঋণ দেওয়ার কথা ভাবলেন।

আপনারা কি সীমান্তের কাঁটা তারের উপর ফেলাণীর ঝুলন্ত লাশের করুণ কাহিনির কথা বলছেন, নাকি আরো হাজারো ফেলানীর লাশ কেন বি. এস. এফ. ঝুলাতে পারলোনা সে ভুলের কথ বলছেন।তা না হলে এখনো কেনো সীমান্তে হত্যাকান্ড বন্ধ করতে পারলেন না। কেনই বা ভারতের কাছ থেকে আজো আমাদের ন্যায্য হিস্যা আদায় করতে পারলেন না (আপনারা ক্ষমতায় থাকলে নাকি ভারতের সাথে আমে দুধ মেশা সম্পর্ক গড়ে উঠে )?

আপনারা কি বিশ্বজিতের হত্যার ভুলের কথা বলছেন না কি বিশ্বজিতকে কেনো আরো নির্মমভাবে খুন করা গেলোনা সেই ভুলের কথা বলছেন। তা না হলে এখনো কেনো এই হত্যার বিচার করছেন না যেখানে খুনীরা স্পষ্টই প্রমানীত?

আপনারা কি আন্দোলনরত শিক্ষকদের উপর চোখে পিপার স্প্রে নিক্ষেপের ভুলের কথা বলছেন নাকি শিক্ষকদের চোখ উপড়ে না ফেলতে পারার কথা বলছেন।

আপনারা কি সাংবাদিক মাহমুদুর রহমানকে নির্যাতন ও সাগর রুনীর হত্যাকান্ডের ভুলের কথা বলছেন না কি সাগর রুনীর ছেলে মেঘকেও খুন না করতে পারা ও মাহমুদুর রহমানকেও গুম করতে না পারার ব্যর্থ্যতার কথা বলছেন। তা না হলে কেনো সাংবাদিকসহ সচেতন মানুষের এত মিটিং, মিছিল, আল্টীমেটামের পরও প্রকৃ্ত খুনীদের বিচারের মুখোমুখি করছেন না?

আপনারা কি ইমরান এইচ সরকারের( কেউ বলে ইমরান এইড্স সরকার আবার কেউ বলে রাজাকারের নাতি, এতে আমার নেই মাতামাতি)গণজাগরন মঞ্চের পালে হাওয়া দেওয়ার ভুলের কথা বলছেন নাকি গণজাগরন মঞ্চকে আগামী নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে না যেতে পারার ব্যর্থ্যতার কথা বলছেন(যদিও হেফাযতকে হ্টানোর দিন আপনারা অতি কৌশলে গণজাগরন মঞ্চকেও হটিয়ে দিলেন। সত্যি, আপনাদের তারিফ না করে পারা যায় না)?

আপনারা কি হেফাজতে ইসলামের ইবাদতরত ও ঘুমন্ত কর্মীদের উপর নারকীয় গণহত্যার ভুলের কথা বলছেন, না কি এদেশে এখনো কেনো ইসলাম টিকে আছে সেই ক্ষোভের কথা বলছেন?

আপনারা কি সোনারছেলেদের(ছাত্রলীগ,যুবলীগ)হলদখল,ধর্ষণ,দেহব্যবসা,চাঁদাবাজি,টেন্ডারবাজির ভুলের কথা বলছেন না কি তাদের হাতে দেশের সর্বময় ক্ষমতা তুলে না দিতে পারার হতাশার কথা বলছেন?

আপনারা কি আমারদেশ পত্রিকা, দিগন্ত টিভিসহ অন্যান্য চামচামিবিমুখ পত্রিকা ও টিভি চ্যানেল বন্ধের ভুলের কথা বলছেন না কি অবশিষ্ট যে গুটিকয়েক চামচামিবিমুখ পত্রিকা বন্ধ করতে না পারার গ্লানির কথা বলছেন। তা না হলে আমারদেশ পত্রিকা প্রকাশে আইনী কোন জটিলতা না থাকা সত্বেও কেন তা প্রকাশ করতে দিচ্ছেন না?

নাকি আপনারা কুইক রেন্টাল দুর্নীতি,মিরসরাই ট্রাজেডী, ডেসটিনি ও বিভিন্ন এমএলএম কোম্পানির দুর্নীতি, বদ্দারহাট ফ্লাইওভার ধ্ব্‌স, ছাত্রলীগ ও গোপালগঞ্জ থেকে পুলিশে গোপন নিয়ো্‌গ, ১০ টাকায় চালের পরিবর্তে ১০ টাকায় ডিম, টিপাইমুখ বাঁধ, স্কাইপ স্কান্ডে্‌ল, সাঈদীর তথাকথিত রায়ের দিন দেশব্যাপী গণহত্যা সহ আসঙ্খ্য ভুলের কথা বলছেন? কিন্তু তা কেনো হবে!! বাকশালী শাসনে বিশ্বাসে আপনারা আওয়ামীলীগেরতো এটা ন্যায্য অধিকার!!!!

আমি এখনো বুঝতে পারছিনা আপনারা কোন ভুলের কথা বলছেন? আপনারা কি আপনাদের অতীতের ভুল গুলোকে আরো বড় ভুলে রুপদানে ব্যর্থ্যতার ভুলের কথা বলছেন? আমি বুজতে পারছিনাতো। আমার মনে হয় দেশবাসি ও বুঝতে পারছেনা। দয়া করে বুজিয়ে বলবেন কি? তা না হলে সিটি কর্পোরেশন নির্বাচনের মত আগামী সংসদ নির্বাচনেও দেশবাসি আপনাদের বুঝিয়ে দিবে!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.