নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবের ঘড়ে থাকি আমি ভবেই বসবাস

শুন্য হয়ে ঘুরিফিরি থাকি পরবাস

মোতিমহল

ভবের ঘড়ে থাকি আমি ভবেই বসবাস শুন্য হয়ে ঘুরিফিরি থাকি পরবাস

মোতিমহল › বিস্তারিত পোস্টঃ

ঈদ অশ্রু

২৮ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৭

রোজায় দিনে উপোষ থেকে রাত্রিতে ভুরিভোজ

সিয়াম সাধনায় কি যে অর্জন সেই দিকে নেই খোঁজ

অবশেষে রোজা শেষে এলো খুশির ঈদ

কেনাকাটায় ব্যস্ত সবাই নেইকো চোখে নিদ

পাশের বাড়ির সিনথিয়ারা বড়লোকের মেয়ে

ঈদের জামা-কাপড় পেয়ে নাচে হেসে গেয়ে

বড় লোকের বড় মেয়ে বড় বেশি টাকা

স্বল্প শুধু হৃদয়খানি ইট পাথরে ঢাকা

সেই বাড়িতে বাস করে বুয়ার মেয়ে বুজু

হালকা পাতলা শুকনো দেহে নেইতো সাজুগুজু

বড় বড় ডাগর চোখে দেখে সবার সাজ

দুঃখ ভরাক্রান্ত মনে কপালে তার ভাঁজ

বুজুর মায়ের তিনটা কাজ পরের বাড়ির বুয়া

জন্ম থেকেই জীবন নিয়ে খেলছে শুধু জুয়া

বুজুর বাজান অনেক আগেই নদীতে গেছে মরে

তখন থেকেই বুজু আছে বিবি সাহেবার ঘড়ে

বুজুর মা ব্যস্ত ভীষণ তিন বাড়িতেই কাজ

বিবি সাহেবা বলে দিছেন আসতে সকাল-সাঁঝ

ঈদের দিনে বুজুর মা পোলাও-কোর্মা করে

অশ্রুসিক্ত নয়নে তার বুজুকে মনে পড়ে

বাসা ভর্তি মানুষজন হঠাৎ করেই ফাঁকা

সিনথিয়াদের সবাই নাকি ঘুরতে গেছে ঢাকা

শুন্য ঘরে ছোট্ট বুজু বারান্দাতে দাঁড়ায়

রাস্তা ভর্তি ছেলেমেয়ে আনন্দেতে হারায়

অবশেষে রাত্রি নামে বুজুর মা আসে

ক্লান্ত দেহে বুজুর গায়ে আদর দিয়ে মাখে।

(জামাল সৈয়দ)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.