নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের #১ নম্বর পরিপূর্ণ, সর্ববৃহৎ, সবচেয়ে জনপ্রিয় এক সুবিশাল মোটরসাইকেল কমিউনিটিতে মোটরসাইকেলবিডি.কম এ প্রতিদিন খবর, দাম, রিভিউ, অফার, টিপস এবং শোরুমের ঠিকানা সহ বিস্তারিত বিবরণী জানুন।

মোটরসাইকেলবিডি

মোটরসাইকেলবিডি › বিস্তারিত পোস্টঃ

মোটরসাইকেলবিডি বাংলা ভাষায় মোটরসাইকেল সম্পর্কিত পরিপূর্ন ওয়েবসাইট

১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

মোটরসাইকেল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাহন অনেকেই একে রাস্তার রাজা বলে থাকেন। মোটরসাইকেল কোম্পানিগুলোর বিক্রিকৃত মোটরসাইকেলের সংখ্যা জানলে অবাক না হয়ে পারা যায় না যে বাংলাদেশে দিন দিন মোটর সাইকেলের জনপ্রিয়তা কতোটা বাড়ছে। বাংলাদেশের বিপুল সংখ্যাক মোটরসাইকেল ব্যবহারকারীর কথা মাথায় রেখে বিশ্ববিখ্যাত মোটরসাইকেল কোম্পানিগুলো এখন বাংলাদেশে তাদের কারখানা স্থাপন করেছে। ইতোমধ্যে বাংলাদেশী মোটরসাইকেল কোম্পানি ওয়ালটল, বাংলাদেশে তৈরীকৃত মোটরসাইকেল, বাংলাদেশে বাজার জয় করে দক্ষিন এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে লিডিং মোটরসাইকেল ব্যান্ড হিসেবে নিজেদের অবস্থান পোক্ত করেছে। দেশের মধ্যে বিপুল পরিমান মোটরসাইকেল রাইডার থাকা সত্বেও অত্যান্ত দুঃখের সাথে বলতে হয় যে, হাতে গোনা কয়েকটি নিম্ন মানে সাইট ব্যতিত বাংলা ভাষায় মোটরসাইকেল সম্পর্কে তেমন কোন ভালো মানের ব্লগ নেই যে যেখানে বাংলাদেশি বাইকাররা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।

আমরা ইর্ষান্বিত হই এই দেখে যে, আমাদের প্রতিবেশী দেশ ভারতে প্রচুর ইংরেজি, হিন্দি ও স্থানীয় ভাষার ব্লগ রয়েছে আর যেগুলে অনেক তথ্য সমৃদ্ধ। তাছাড়া বিভিন্ন দেশের ইংরেজি ভাষায় প্রচুর মোটরসাইকেল ব্লগ রয়েছে সেগুলোতে মূলত তাদের দেশে বিদ্যমান মোটরসাইকেলগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা থাকে। ভাষাগত বিভিন্ন সমস্যা এবং বিদেশি সাইটগুলো তাদের স্থানীয় বাইক মার্কেট নিয়ে কাজ করার ফলে এসকল ওয়েবসাইট থেকে বাংলাদেশি বাইকাররা বেশি সুবিধা পায়না। অনেক ক্ষেত্রেই হয়ত আপনি আপনার পছন্দের মোটরসাইকেল সম্পর্কে সঠিক তথ্য জানতে পারেন না বা আপনি যে তথ্যটি জানতে চাচ্ছেন সে তথ্যটি হয়ত সেখানে নেই বা তথ্যটি হয়ত এমনভাবে সেখানে দেয়া আছে যে আপনি বুঝতেই পারেননি। এছাড়াও আর একটি কথা উল্লেখ না করলেই নয় যে আমাদের দেশের অধিকাংশ মানুষের মধ্যেই একটা ইংরেজি ভীতি কাজ করে ফলে একটি বাইক কেনার সময় সে নিজে যাচাই করার চেয়ে পরিচিতজনদের কথার উপর বেশী নির্ভর করে।

মোটরসাইকেলবিডি (MotorcycleBD) এই বিপুল সংখ্যাক মানুষের চাহিদার কথা মাথায় রেখে তাদের বাংলা ব্লগের যাত্রা শুরু করল। বাংলাদেশের সকল বাইকপ্রেমী ও যারা নতুন বাইক কিনতে যাচ্ছে তাদের সকলকে একটি প্লাটফর্মে নিয়ে আসার লক্ষ্যেই মূলত আমাদের মোটরসাইকেলবিডি.কম ওয়েবসাইট তৈরী করা হয়েছে।

মোটরসাইকেলবিডির লক্ষ্য:

মোটরসাইকেলবিডি কোন ধরনে মোটরসাইকেল কেনা বা বেচার সাথে যুক্ত নয়। এটি প্রতিষ্ঠা করা হয়েছে মুলত এদেশের বাইকপ্রেমীদের নিয়ে একটি সুন্দর কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে যেখানে সবাই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবে এবং বাইক বিষয়ক যেকোন সমস্যার সমাধান এখানে পাবে। আমরা দেশি বা বিদেশি কোন ব্লগ কে অনুসরন করিনা সম্পুর্ন বাংলা ধারায় বাংলাদেশি মোটরসাইকেল প্রেমীদের কথা মাথায় রেখে বাংলাদেশি ইউনিক একটি মোটরসাইকেল রিসোর্স তৈরীর লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সাইটে পাওয়া যায় বিভিন্ন পেশার বাইপ্রেমীদের তাদের বাইক সম্পর্কে লেখা চমৎকার চমৎকার সব রিভিউ। মোটরসাইকেলবিডি কখনোই চায়না তাদের প্রচেষ্ঠ গুটিকয়েক মানুষের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকুক। মোটরসাইকেলবিডির মূল লক্ষই হল সাধারন বাইকপ্রেমী মানুষদের কিছুটা হলেও তথ্য দিয়ে সাহায্য করা।

আমাদের মূল পাঠক:

মোটরসাইকেলবিডির মূল লক্ষ্য, উদ্দেশ্য সবতো জানা হল কিন্তু এদের মূল পাঠক কারা। এই সাইটটি কি যাদের মোটরসাইকেল আছে তাদের জন্য তৈরি করা হয়েছে নাকি যারা মোটরসাইকেল কিনবে বলে ভাবতেছে তাদের জন্য বানানো হয়েছে । এই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার করতে চাই যে যে এই সাইটটি শুধু ইনকামের কথা মাথায় রেখে তৈরি করা হয়নি। এটি সমগ্র বাংলাদেশের সকল বাইকারদের একটি মিলনমেলা যেখানে যে কেউ মোটরসাইকেল সম্পর্কে তাদের চিন্তাভাবনা সকলের সাথে শেয়ার করতে পারবে, মোটরসাইকেল সম্পর্কে তাদের মতামত জানাতে পারবে, কেউ কোন বাইক সম্পর্কে জানতে চাইলে সে সম্পর্কে জানতে পারবে। তাই আমাদের মূল টার্গেটেড পাঠক হল যাদের বাইক আছে, যারা বাইক কিনতে চাচ্ছেন বা বাইক সম্পর্কে যানতে চাচ্ছেন। মোদ্দা কথা হল আমাদের আমাদের মূল পাঠক হচ্ছে বাংলাদেশের বাইক লাভারগণ।



আপনার মোটর সাইকেলের মবিল চেন্জ করবেন, টায়ার লিক হয়ে গেছে অথবা অন্য কোন যন্ত্রাংশ যেমন ইঞ্জিন, ব্রেক ইত্যাদি পরিবর্তন করতে হবে। আপনি ডিসিশন নিতে পারছেন না কোন কোম্পানির মবিল ভালো হবে টায়ার বা টিউব কোন কোম্পানির কিনবেন। ভালো মানের যন্ত্রাংশ কোথা থেকে কিনবেন। এই সকল কনফিউশনের সমাধান নিতে আপনাকে কোন অভিজ্ঞ বাইকার কে জিজ্ঞাসা করতে হবে , তবে তাদের কাছ থেকেউ সঠিক পরামর্শ পান কিনা সন্দেহ আছে। আর এর জন্য আমাদের আছে সহজ সমাধান আপনি মোটরসাইকেলবিডি এর ওয়েব সাইটে ডুকলেই পাচ্ছেন আপনার বাইক সমন্ধে সকল সমাধান। এখানে মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ যেমন ইঞ্জিন, ব্রেক এগুলো কিভাবে কাজ করে তার সচিত্র বর্ণনা রয়েছে।

কেন মোটরসাইকেলবিডি অন্য সব সাধারন সাইট থেকে আলাদা?

আমরা কেন বার বার বলছি যে মোটরসাইকেলবিডি অন্য সকল গড় পত্যা সাইট থেকে গুণ এবং মানের দিক দিয়ে আলাদা? সাইটটিতে আসলে নতুন কি আছে? যা অন্যান্য মোটরসাইকেল ভিত্তিক সাইটগুলোতে নেই? অন্যদের সাথে এর পার্থক্যটা আসলে কোথায় ? মোটরসাইকেলবিডি সম্পূর্ণ বাংলাদেশ ভিত্তিক একটি ওয়েবসাইট তাই স্বাভাবিকভাবেই এতে বাংলাদেশের মোটরসাইকেল বিষয়ক আলোচনা বেশি প্রাধান্য পাবে। যেমন আপনি হয়ত একটি মোটরসাইকেল টিভিএস এ্যাপাচি'র দাম জানতে চান তাহলে আপনি সহজেই এখান থেকে বাংলাদেশে টিভিএস এ্যাপাচি'র বর্তমান দাম কত সাথে আনুসাংগিক খরচ কত পড়বে এবং বাংলাদেশে কোন শোরুম বা ডিলার টিভিএস অনুমোদিত সবকিছুই একসাথে জানতে পারবেন। যাদের স্টান্ট বাইকিং এর প্রতি আগ্রহ রয়েছে তারা মোটরসাইকেলবিডি ওয়েব সাইট থেকে অনেক গুরুত্বপূর্ণ সকল তথ্য পাবেন। মোটরসাইকেলবিডি-র স্টান্ট বাইক রাইটারদের বর্ণনা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে দেশের সেরা স্টান্ট বাইকাররা আমাদের সাথে যুক্ত রয়েছেন।

আশাকরি উপরোক্ত আলোচনার মাধ্যমে আপনাদেরকে মোটরসাইকেলবিডি'র লক্ষ্য ও উদ্দেশ্য বুঝাতে সক্ষম হয়েছি। আপনি যদি সত্যিকারের বাইক প্রেমী হণ তাহলে মোটরসাইকেলবিডি সাইটে একবার ঘুরে আসবেন আশাকরি মোটরসাইকেলবিডি ওয়েবসাইটে আপনার প্রথম যাত্রা শেষ যাত্রা হবেনা । আপনাকে বারবার সাইট ভিজিট করতে ইচ্ছা করবে। আমরা নির্দিষ্ট কোন গণ্ডির মধ্যে না থেকে, মোটরসাইকেলবিডি-কে সকল মোটরসাইকেলপ্রেমীকে নিয়ে একটি পরিপূর্ন বাইকার কমিউনিটি পরিণত করতে চাই।



ওয়েবসাইটঃ https://www.motorcyclebd.com
বাংলা ওয়েবসাইটঃ https://bangla.motorcyclebd.com
ফেসবুক পেইজঃ https://www.facebook.com/MotorBikesBD

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.