নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

মি. বিকেল

আমি মোঃ মেহেদি হাসান, কলম নাম মি. বিকেল।

মি. বিকেল › বিস্তারিত পোস্টঃ

কিছু মানুষের কিছু কথা

০১ লা এপ্রিল, ২০২১ রাত ১০:২৩




কিছু মানুষের রাগ থাকতে নেই, কাজ থাকতে পারে

কিছু মানুষের দোষারোপ বন্ধ করা উচিত, যাতে অন্যরা তাকে দোষারোপ করার একটু সুযোগ পায়

কিছু মানুষের একটু বেহায়া হওয়া উচিত, নাহলে সম্পর্ক টিকবে কি করে?

তাদের একটু মেনে নেওয়া উচিত, সব সহ্য করা উচিত
কারণ মাথা তুলতেই তা যেন কাটা না পড়ে

কিছু মানুষের চুপচাপ থাকা ভালো, জমানা হামলা-মামলার কি না! তাই জন্যে

কিছু মানুষের কষ্ট চেপে রাখাটাই ভালো, বাকি মানুষ যাতে ঘৃণা আর অবজ্ঞার জিরো টলারেন্স দেখাতে পারে

অন্তত কিছু মানুষের দায়িত্ব নেওয়া উচিত, সারাবেলা ঘুম ঘোরে যাতে অন্য আত্মারা ঘুমাতে পারে

কিছু মানুষের শেষ অবধি লড়াই করা উচিত, তাদের টাকা সরবরাহ করা উচিত
ধন্যবাদ-হীন এই কাজে বেজার না হওয়ায় ভালো, পাছে কেউ এসে দায়িত্বজ্ঞান দেওয়া শুরু করে

কিছু মানুষের স্রেফ দর্শক হওয়া উচিত, নাট্যমঞ্চে উঠার সুযোগ অন্যদের দিয়ে

তাদের অভিযোগ না থাকাই ভালো, একে তো কেউ কারো কথা আজ আর মন দিয়ে কেউ শোনেন না
অন্যদের একটু অযথা হলেও সত্যি অভিযোগগুলো করতে দেওয়া উচিত

এই কিছু মানুষের দল যখন বিপদে পড়ে তখন আপদ বাড়ানো উচিত
এদের নামে কুৎসা রটনা করা উচিত

কিছু মানুষ অল্প কিছুতেই ভোলা হয়ে যাবে, সমস্যা নেই মহাজন তারা সবাইকে মাফ করে দেবে

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: সাধারণ মানুষের কথা অনেক মূল্যবান।

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৪

মি. বিকেল বলেছেন: নিশ্চয়

২| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেক অংশেই ঠিক

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৫

মি. বিকেল বলেছেন: ক্ষুদ্র চেষ্টা, ভয়েসলেসদের একটু ভয়েস দেবার।

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.