| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Mr. Tuhin
আমার ব্লগ সাইট - www.MrTuhin.Net [email protected] Facebook.com/TuhinMiah24
FaceBook আমাদের খুব পরিচিত একটি নাম। আমরা কম বেশী সবাই
এর প্রতি আসক্ত। যা ২০০৪ সালের ফেব্রয়ারির ৪ তারিখে প্রতিষ্টিত মার্কিন যুক্তরাষ্ট্রে। যে কেউ এটির সদস্য হতে পারে। এটির মালিক ফেসবুক ইনক। এর প্রতিষ্টাতা মার্ক জাকারবার্গ।
আমরা কম বেশী সবাই ফেসবুক ব্যবহার করি। কেউ সময় কাটানোর জন্য, কেউবা বিনোদনের জন্য ,কেউবা শিক্ষা লাভের জন্য, আবার কেউবা সেলিব্রেটি হওয়ার জন্য।
আমরা বাঙ্গালীরা বিনোদন প্রিয় তাই বেশীর ভাগ সময় বিনোদনের মধ্য দিয়ে কাটিয়ে দেই । আমরা সময়ের মূল্য দিতে জানি না। আমরা আমাদের মূল্যবান সময় বিনোদনের মধ্য দিয়ে ব্যয় করি। কিন্তু আমরা যদি ফেসবুককে শুধু মাত্র বিনোদনের কাজে ব্যবহার না করে শিক্ষার জন্য ব্যবহার করতাম তাহলে আজ আমরা শিক্ষার দিক দিয়ে হয়তোবা অনেক উন্নত হইতাম।
আমরা বাঙ্গালীরা এতই ভীতু প্রকৃতির যে, ফেসবুকে নিজের নামটা লিখতে পযর্ন্ত ভয় পাই। বেশীরভাগ সময়, আমরা ফেসবুকে নিজের নামের আগে Angle,অচেনা,অজানা বিভিন্ন ধরনের টাইটেল যুক্ত করি। কেউবা নিজের নামের ধারের কাছেই যায় না। নাম দেই চাঁদের বুড়ি,অচেনা পথিক ইত্যাদি। কিন্তু কেন আমরা এই নাম গুলো ব্যবহার করি। যদি আমার পরিচয় আমি গোপন রাখি তাহলে কেন আমি ফেসবুক ব্যবহার করি।
কারন ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম এটা আমাদের মাথায় রাখতে হবে।
সমাজের মানুষের সাথে অনলাইনে যোগাযোগ করার জন্য আমরা সাধারণত ফেসবুক ব্যবহার করে থাকি। আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের পোষ্ট করে থাকি। কিন্তু বেশির ভাগ সময় আমরা অন্যের পোষ্ট কপি করে আমাদের টাইমলাইনে পোষ্ট করি। কিন্তু কেন? আমরা কি নিজেরা কোন একটা বিষয়ের উপর লিখে পোষ্ট করতে পারি না। কেনবা অন্যের পোষ্ট কপি করতে হবে। এটা শুধু মাত্র আমাদের অলসতা বৈ-অন্য কিছু নয়।
আমরা বিভিন্ন সময় বাজে ধরনের পোষ্ট করে থাকি,এই পোষ্ট গুলো যদি বাবা,মা,বড় ভাই-বোন,বা শ্বশুর বাড়ির লোকজন দেখে তখন তুমি কি রকম লজ্জিত হবে একবার ভেবে দেখেছ।
আমরা ফেসবুকে নিজের নাম ব্যবহার করব। কোন পুতুল বা ফুলের ছবি না দিয়ে নিজের একটা ছবি দিব। করণ এখান থেকেই হয়তোবা কারো সুপারিশে চাকরির অফার পেতে পারি। তোমার আজাইরা মার্কা নাম বা ছবি দেখে তারা তোমার সাথে যোগাযোগ নাও করতে পারে। ফেসবুকে মেইল আইডি অ্যাক্টিভ করে রাখব। অবশ্যই মেইল আইডি নিজের নামে খুলতে হবে। আমাদের নাম ছাড়া অন্য কোন শদ্ব ব্যবহার করা যাবে না।
©somewhere in net ltd.