নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Reyel man

Monir khan ১৮৮২

Reyel man

Monir khan ১৮৮২ › বিস্তারিত পোস্টঃ

মেঘ ঢেকেছে মন

১৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৫

এক জীবনে অনেক প্রশ্নই এড়িয়ে যাওয়া হয়. . অনেক কথাই না বলা রয়ে যায়. . অনেক বিদায়ের আগেই জানান দেয়া থাকে না. . অনেক আবেগই অপ্রকাশ্য থেকে যায়. . অনেক মেসেজই আনসিন থেকে যায়. . অনেকবারই কাউকে ডাকতে গিয়ে মুখ দিয়ে কথা বেরোয় না. . অনেক কিছুই ফেরত দেয়া হয় না আর. . আবার সব ফেরত দিলেও কী জানি হয়ত কিছু রয়ে যায়. . অনেক বারই মোবাইলের স্ক্রিনে কারো নাম দেখে দীর্ঘশ্বাস লুকোনো যায় না. . অমুক গানের সুর শুনে অনেক কথাই মনে পড়ে একা একা হাসি/কান্না পায়. . কারো হাতে লেখা দলাপাকানো চিরকুট কিংবা সাধারণ একটা দুইটাকার চকলেটের খোসা কিংবা কারো একটা চুলের ক্লিপ বারবার ময়লার ঝুড়িটায় ফেলতে গিয়েও ফেলা হয় না. . চলতে,ফিরতে ট্রেনে-বাসে-রাস ্তায় প্রায়ই কিছু চেহারা পরিচিত মনে হয়,খুব মিল থাকে কারো সাথে,একটু পরপরই আড়চোখে দেখে নেয়া হয় 'এই সে নয় তো!'. . মন খারাপ করা মেঘলা দিনে না চাইলেও প্রায়ই চুপকথারা এসে গাল ভিজিয়ে দিয়ে যায়. . এমন হাজারো অনেক কিছু আমাদের 'একান্ত আপন কিছু'. .এই সমস্ত কথা,সব আবেগ,সব স্মৃতি মনের মধ্যে তাদের জায়গাটা ঠিক আলাদা করে রাখবে,আমরা আগলে রাখব তাদেরকে. . সেখানে তাদের রাজ্য, আর কারো আনাগোনা নেই সেখানে. . উদাস চেহারা দেখে চারপাশের প্রশ্ন যখন নাড়িয়ে দিবে,তখন খুব স্বাভাবিক মুখ করে আমরা বলব, "কই,কিছু ভাবছি না তো. ."/"ধুর!কিছু হয়নিতো. .এমনি. ."/"হ্যাঁ,ভাল আছি তো,আমায় দেখে বুঝি মনে হচ্ছে খারাপ আছি?" বাইরের জগতে খোলসে ঢাকা শামুক হয়ে থাকব, আবার মনে মনে হয়ত ঠিকই অঞ্জন দত্তের মত গাইব, 'একদিন বৃষ্টিতে বিকেলে মনে পড়ে যাবে সব কথা, কথা দিয়ে কথাটা না রাখার ফেলে আসা চেনা চেনা ব্যথা. .' যা ই ঘটুক,শুধু আমার আমি টা জানবে সবটা. .তার সাথেই মনে মনে সব বোঝাপড়া চলবে. . আর কেউ নয়,কখখনো নয়,কোনদিন নয়. . আমার ভেতরের এই আমি টাকে ভালবাসতে হয়. .যত কষ্টই হোক,একে সব ঝড় থেকে বাঁচিয়ে রাখতে হয়. .বাইরের জগতে প্রকাশ করা ঠিক নয় যে,আমি দুর্বল। আমার আমি'র সাথে লুকোচুরি খেলা যাবে না. .ফাঁকি দেয়া যাবে না. . 'শেষের কবিতা'র লাবণ্যের মত মনে জোর নিয়ে বলতে হবে, "মোর লাগি করিও না শোক- আমার রয়েছে কর্ম,রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শুন্যেরে করিব পূর্,এই ব্রত বহিব সদাই।" -অর্পিতা তিথি ঢেকেছে মন

এক জীবনে অনেক প্রশ্নই এড়িয়ে যাওয়া হয়. . অনেক কথাই না বলা রয়ে যায়. . অনেক বিদায়ের আগেই জানান দেয়া থাকে না. . অনেক আবেগই অপ্রকাশ্য থেকে যায়. . অনেক মেসেজই আনসিন থেকে যায়. . অনেকবারই কাউকে ডাকতে গিয়ে মুখ দিয়ে কথা বেরোয় না. . অনেক কিছুই ফেরত দেয়া হয় না আর. . আবার সব ফেরত দিলেও কী জানি হয়ত কিছু রয়ে যায়. . অনেক বারই মোবাইলের স্ক্রিনে কারো নাম দেখে দীর্ঘশ্বাস লুকোনো যায় না. . অমুক গানের সুর শুনে অনেক কথাই মনে পড়ে একা একা হাসি/কান্না পায়. . কারো হাতে লেখা দলাপাকানো চিরকুট কিংবা সাধারণ একটা দুইটাকার চকলেটের খোসা কিংবা কারো একটা চুলের ক্লিপ বারবার ময়লার ঝুড়িটায় ফেলতে গিয়েও ফেলা হয় না. . চলতে,ফিরতে ট্রেনে-বাসে-রাস ্তায় প্রায়ই কিছু চেহারা পরিচিত মনে হয়,খুব মিল থাকে কারো সাথে,একটু পরপরই আড়চোখে দেখে নেয়া হয় 'এই সে নয় তো!'. . মন খারাপ করা মেঘলা দিনে না চাইলেও প্রায়ই চুপকথারা এসে গাল ভিজিয়ে দিয়ে যায়. . এমন হাজারো অনেক কিছু আমাদের 'একান্ত আপন কিছু'. .এই সমস্ত কথা,সব আবেগ,সব স্মৃতি মনের মধ্যে তাদের জায়গাটা ঠিক আলাদা করে রাখবে,আমরা আগলে রাখব তাদেরকে. . সেখানে তাদের রাজ্য, আর কারো আনাগোনা নেই সেখানে. . উদাস চেহারা দেখে চারপাশের প্রশ্ন যখন নাড়িয়ে দিবে,তখন খুব স্বাভাবিক মুখ করে আমরা বলব, "কই,কিছু ভাবছি না তো. ."/"ধুর!কিছু হয়নিতো. .এমনি. ."/"হ্যাঁ,ভাল আছি তো,আমায় দেখে বুঝি মনে হচ্ছে খারাপ আছি?" বাইরের জগতে খোলসে ঢাকা শামুক হয়ে থাকব, আবার মনে মনে হয়ত ঠিকই অঞ্জন দত্তের মত গাইব, 'একদিন বৃষ্টিতে বিকেলে মনে পড়ে যাবে সব কথা, কথা দিয়ে কথাটা না রাখার ফেলে আসা চেনা চেনা ব্যথা. .' যা ই ঘটুক,শুধু আমার আমি টা জানবে সবটা. .তার সাথেই মনে মনে সব বোঝাপড়া চলবে. . আর কেউ নয়,কখখনো নয়,কোনদিন নয়. . আমার ভেতরের এই আমি টাকে ভালবাসতে হয়. .যত কষ্টই হোক,একে সব ঝড় থেকে বাঁচিয়ে রাখতে হয়. .বাইরের জগতে প্রকাশ করা ঠিক নয় যে,আমি দুর্বল। আমার আমি'র সাথে লুকোচুরি খেলা যাবে না. .ফাঁকি দেয়া যাবে না. . 'শেষের কবিতা'র লাবণ্যের মত মনে জোর নিয়ে বলতে হবে, "মোর লাগি করিও না শোক- আমার রয়েছে কর্ম,রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শুন্যেরে করিব পূর্,এই ব্রত বহিব সদাই।" -অর্পিতা তিথি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.