নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

Sometimes in this lifetime, we meet a special soul, who fills our very essence, to almost overflow, we drink the cup of friendship, it tastes like ruby wine, and you know within your heart, this meeting was Divine.

মুগ্ধ আহমেদ

Sometimes in this lifetime, we meet a special soul, who fills our very essence, to almost overflow, we drink the cup of friendship, it tastes like ruby wine, and you know within your heart, this meeting was Divine.....

মুগ্ধ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ঈদ মোবারাক

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৮

কোরবানির ঈদ কাছাকাছি এলেই অন্যরকম এক উত্তেজনা কাজ করে।এর কতগুলো কারন আছে... ছোটবেলা থেকেই শহরে মানুষ... যান্ত্রিক কোলাহল আর ব্যস্তময় জীবনের যাঁতাকলে পিষ্ট হয়ে অপেক্ষা করি একটু শান্তির সময়...কোলাহল মুক্ত,শান্ত নিবিড় একটি ছুটি...যা কিনা শুধু গ্রামেই পাওয়া যায়...রোজার’র ঈদ এর সময় কোন নিশ্চয়তা থাকেনা যে গ্রামে যাওয়া হবে কিনা...কিন্তু কোরবানির ঈদ মানেই একটি নিশ্চয়তা সবাই মিলে গ্রামের বাড়িতে গিয়া কোরবানি দেয়া... দাদি-ফুফু সহ অনেক আত্মীয়-স্বজন গ্রামে থাকার সুবাদে গ্রামে কুরবানি দেয়া হয়...



বরাবরের মত এবারো বিশ্ববিদ্যালয় ছুটির সাথে সাথে আর “ঢাকা” না গিয়া গ্রামের বাড়িতে চলে এলাম সুন্দর মুহূর্ত গুলো কাটানোর জন্য...



ঈদ কাছাকাছি এলে আমি সাথে এক ফুফাত ভাই আরিফ(যে কিনা গ্রামে আমার নিত্যসঙ্গী,বন্ধু)দুজন মিলে কুরবানির হাটে যাই গরুর বাজার যাচাই করতে...এবং ঈদ এর ঠিক একদিন আগে দেখে শুনে গরু কেনা হয়..বার ঈদ এর ৫ দিন আগে হাটে গেলাম গরু দেখতে... আগে থেকেই শুনে আসছি এবার গরুর দাম কম হবে(কারণটা অবশ্য সবার ই জানা)...

যাই হোক গেলাম হাটে...প্রচুর জমজমাট হাট...ওই যে বলেনা “বিরাট গরু ছাগলের হাট!”(ইত্যাদি তে একবার নাতি নানা কে ভুল ধরিয়া দিছিল যে “নানা,গরু ছাগলের বিরাট হাট হইব,বিরাট গরু ছাগলের হাট না... ”) তো সেই গরু ছাগলের বিরাট হাট এ গিয়া বরাবরের মতই খুব সতর্ক থাকি যেন কোনও অঘটন না ঘটে... এত সতর্কতার পরেও বিভিন্ন বার কেন যেন আমার সাথেই কিছু না কিছু অঘটন ঘটে...। যেমন এবার গরু দেখছিলাম,পছন্দ হওয়াই দামাদামি হচ্ছিল..এমন সময় কোথা থেকে যেন একটা গরু ঠিক আমার পাশ দিয়াই ক্রস করছিল...।সাথে থাকা ভাই বিষয়টা খেয়াল করতেই আমাকে সাবধান করল.. আমি তরি ঘড়ি করে সরতে গেলাম পিছন দিকে...কিন্তু ওদিকে যে একটা পুকুর আছে আমার আর খেয়াল না থাকায় ঠিক ওটার মাঝেই পরতে যাচ্ছিলাম নিয়ন্ত্রণ হারিয়ে।

কি ভাবছেন পুকুরে আমি হাবুদুবু খাচ্ছি???না... শেষ মুহূর্তে একজন অতিমাত্রায় হৃদয়বান লোক আমার হাত ধরেছিল বলেই হয়ত এ যাত্রায় পানি খাওয়া থেকে বাঁচলাম...সেই সাথে অতীতের সকল নিয়ম ভংগ করে এবার ঈদ এর ৫ দিন আগে কোরবানির গরু কিনে ফেললাম...। আমাদের বাবা-চাচা ক্যান যে আমার আর আমার ওই ভাইটার উপর এতটা ভরসা করল!!! এখন কেনা সেই ষাঁড় টা ৫ দিন ধরে রাখাতাই তো ধুম!!!!!! ত্যাগ এ ক্ষেত্রেও কম নয়...



ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন...কুরবানির ঈদ এর আগাম শুভেচ্ছা সকল কে...।“আগাম “ঈদ মোবারাক”...!!!!!!!!”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.