![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষয়: "ক্যামেরার সামনে সেই মেয়েটি"
উত্স: হাসনাত আব্দুল হাইয়ের লেখা "ক্যামেরার সামনে সেই মেয়েটি" গল্পটি কুখ্যাত শাহবাগ আন্দোলনের পটভূমিতে রচিত । উল্লেখিত গল্পটি নাস্তিকবাদীদের মুখপত্র দৈনিক প্রথম আলোর বিশেষ ক্রোড়পত্র "নববর্ষ সংখ্যা" থেকে চয়ন করা হয়েছে।
বিষয়বস্তু: আলোচ্য গল্পটিতে লেখক অত্যন্ত সুন্দর ও স্বার্থকভাবে উপযুক্ত উপমার সাহায্যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দেশের ইতিহাসের কলঙ্কিত অধ্যায় কুখ্যাত শাহবাগ আন্দোলনের পর্দার আড়ালের বাস্তব প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন ।
ব্যাখ্যা: আলোচ্য গল্পে সীমা ছদ্মনামে স্লোগান কন্যা খ্যাত একটি মেয়ে পরিস্থিতির সর্বশেষ বাস্তবতাকে মেনে নিয়ে একজন সেলিব্রিটির কাছে নিজের জীবনের সকল গোপন বিষয় অকপটে প্রকাশ করে দিয়ে নিজের অসহায়ত্ব তুলে ধরে আশ্রয় চেয়েছে । গল্পটিতে সংলাপের বিভিন্ন অংশের ধারাবাহিকতায় আমরা জানতে পেরেছি যে জমির চাচা নামে ক্ষমতাসীন দলের একজন রাজনীতিবিদ গ্রাম থেকে সীমা ছদ্মনামের মেয়েটিকে কলেজে ভর্তি, হোস্টেলে সিট প্রদান ইত্যাদির লোভ দেখিয়ে শহরে নিয়ে আসে।
শহরে এনে মেয়েটিকে রাজনৈতিক কাজের পাশাপাশি নিজের মণোরঞ্জন এমনকি দৈহিক প্রয়োজন পূরণেও শয্যাসঙ্গিনী হিসাবে ব্যবহার করতে থাকে জমির চাচা। এতেও মেয়েটির খুব একটা আপত্তি ছিলনা, কারণ রাজার শয্যাসঙ্গিনী হিসাবে ব্যবহৃত হলেও রাণী হিসাবে প্রাপ্তিও কিন্তু কম ছিল না ।
বিলাসবহুল হোটেলে থাকা, বিলাসবহুল রেস্টুরেন্টে খাওয়াসহ রাজকীয় সব সুযোগসুবিধার বিনিময়ে কেবলমাত্র নিজের দেহটা দান করতে মেয়েটার আপত্তি থাকার কথাও নয় ।
সর্বশেষ প্রাপ্তি হিসাবে দেশব্যাপী স্লোগানকন্যা হিসাবে পরিচিতি পাওয়া এবং টিভি ক্যামেরার সামনে নিজেকে প্রদর্শন করার সুযোগটাও কিন্তু চাট্টিখানি কথা নয়, দেহ বিনিময় করাটাতো সে তুলনায় নিতান্তই নগন্য ব্যাপার, এ আর এমন কি, রক্তমাংসে গড়া দেহইতো, টাকাপয়সা সোনাকড়িতো নয় ।
যাইহোক, শাহবাগ মঞ্চে মঞ্চস্থ হচ্ছিল রাজনৈতিক নাটক, নাটক দেখার জন্য শাহবাগ মোড়ে দর্শনার্থীদের ভিড়ও জমেছিল বেশ, এর মধ্যে তুখোড় স্লোগান দিয়ে নাটকের মঞ্চটি বেশ মাতিয়ে রেখেছিল সীমা নামের সেই মেয়েটা ।
সবকিছু চলছিল ঠিকঠাকমতো, এর মধ্যে ঝামেলা বাঁধালো মঞ্চের আশপাশের ছেলেগুলো, জমির চাচার সাথে মেয়েটির ভাগ চাইল তারাও, জমির চাচার সাথে এতদিন আপত্তি না থাকলেও এতগুলো ছেলের আবদারে এবার আঁতকে উঠলো মেয়েটা, একটা দেহ কয়জনকে দেওয়া যায়, শত হলেও রক্তমাংসের দেহতো, লোহার তো নয় । কিন্তু নিরুপায় মেয়েটি, পরিশেষে সবকিছু হারিয়ে সেলিব্রেটির কাছে করুণ কন্ঠে আকুতি, আপনাকে দেওয়ার মত আমার আর কিছুই নেই । তাই শেষ আশ্রয়ের জন্য এসেছে সেলিব্রেটির কাছে ।
মন্তব্য: শাহবাগ আন্দোলনের পটভূমিতে রচিত হাসনাত আব্দুল হাইয়ের আলোচ্য গল্পটিতে শাহবাগ আন্দোলনের পর্দার আড়ালের যে বস্তব প্রতিচ্ছবি ফুটে উঠেছে তার পরিপ্রেক্ষিতে বলা যায় এতদিন ধরে হুজুর মোল্লাদের পক্ষ থেকে শাহবাগ আন্দোলনের বিরুদ্ধে বেহায়নাপনা ও অশ্লীলতার যে অভিযোগ আনা হয়েছে এবং সরকার বিরোধীরা যে এটাকে সরকারের একটি সাজানো নাটক বলে অভিহিত করেছে তা নিতান্ত অমূলক নয় । অতএব সচেতন দেশবাসীকে সরকার পরিচালিত এ নাটক এবং নাটকের বিভিন্ন দৃশ্যে নির্লজ্জ বেহায়াপনা ও অশ্লীলতার যে চিত্র ফুটে উঠেছে তার বিরুদ্ধে হেফাজতে ইসলামের ব্যানারে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো সময়ের দাবি ।
২| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০
মহাজগতিক ভাবুক রাজীব বলেছেন: "হাওয়া ভবনের মেয়েটি"
প্রথম আলোতে চাপা হওয়া হাই এর শাহবাগ কে কটাক্ষ করে লেখাটির প্রতিবাদ জানানোয় সুশীল ছাগু রা ম্যাতকার করেছিল উহা রছনার শিল্পগুন বলে ।
তাদের জন্যই শিল্পগুনের অনন্য পুলক প্রাপ্ত আরেকটি রচনা লিও'র "হাওয়া ভবনের মেয়েটি" !
Click This Link
৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪
প্রভাষ প্রদৌত বলেছেন: ছাগুর বাচ্চা ছাগু শাহবাগের ঘটনা যে সত্য তা প্রমাণ করতে পারবি ??????????
এক চটি লেখক হাসনাত বুড়া চটি লিখল আর তা নিয়ে তোরা ছাগুর দল লাফালাফি শুরু করে দিলি ???????????
শোন শাহবাগে মেয়েরা নিজ ইচ্ছায় এসেছিল , শাহবাগে স্লোগান সবাই নিজ ইচ্ছায় দিয়েছে , ওখানে স্লোগান দেয়ার জন্য কাউকে কোনো টাকা দেয়া হয়নি , যার ইচ্ছা হয়েছে তারা মাইক নিয়ে কথা বলেছে , এ জন্য হাসনাত বুড়ার চটি সম্পূর্ণ ভিত্তিহীন ।
পাকিস্তান গিয়ে তোর বাবাদের ( তোর একটা বাবা থাকা অসম্ভব ) খুঁজে বের কর শালা হারামাজাদা ছাগুর বাচ্চা।
কারণ যারা রাজাকার বাচাঁনোর জন্য ইসলাম নিয়ে ভন্ডামি করে তাদের একটা বাপ থাকা একেবারেই অসম্ভব ।
ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড । পারলে কথা গুলো মিথ্যা প্রমাণ কর তারপর কথা বলতে আয় মূর্খ।
৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬
কলাবাগান১ বলেছেন: @মহাজগতিক ভাবুক রাজীব
লিন্ক কাজ করে নাই.......। এরকম স্যাটায়ার জীবনে খুব কমই পড়েছি...........
৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: মানুষের মনগড়া কাহিনী যেটা কিনা বাস্তব নয়, যে গল্প মনের মাধুরী মিশিয়ে লেখা সেই গল্পকে এখন রেফারেন্স হিসেবে উল্লেখ করা হবে নাকি? মানুষের মন বেশি ছোট করতে হয় না, কিন্তু আমাদের দেশের কতিপয় মানুষের মন সত্যিকার ভাবে ছোট হয়ে যাচ্ছে..........এই লেখার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: ঘটনাটা আমি এক ব্লগারের ব্লগ থেকে পড়েছিলাম কিন্তু এই ঘটনার সাথে ঐ ঘটনাটার অনেক অমিল আছে, মিথ্যা কথা বলার জায়গা কি ব্লগেই নাকি? যদি নাস্তিকতার জন্য শাস্তি চাওয়া হয় আমার ত মনে হয় যারা মিথ্যা কথা বলে তাদের জন্যও ব্ল্যাসফেমি আইন করে শাস্তি দেওয়া দরকার, কারন মিথ্যার স্থান ইসলামে কখনই ছিল না এবং এখনও নাই।
৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২
এই আমি সেই আমি বলেছেন: আব্দুল জামাতের বিশ্বব্যাপী মিলিয়ন ডলার জালে আটকানো নতুন বোয়াল ।
৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৩
মুখতার বাবলু বলেছেন: @ কলাবাগান১, মরুভূমির উটের মত বালির মাঝে মাথা গুঁজে রাখলে কিছুই দেখা যায় না । এতদিন যখন নয়াদিগন্ত, আমার দেশ, ইনকিলাব বলছিল তখন বলছিলেন এগুলো বিএনপি জামাতের মুখপত্র । এথন প্রথম আলোতে যখন আরো পরিষ্কারভাবে তাদের মুখোশ উন্মোচন করল তখন তাদের বিরুদ্ধে মামলা করলেন না কেন ? অস্বীকার করতে পারবেন শাহবাগে নারী পুরুষ একসাথে রাত কাটাই নাই?
৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৬
মুখতার বাবলু বলেছেন: @ All, কথা হল প্রথম আলোতে যদি মিথ্যা লেখে তাহলে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে প্রমাণ করা উচিত এটা মিথ্যা ।
১০| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬
এই আমি সেই আমি বলেছেন: ্মুখতার বাবলু আপনি তো দেখছি মাহমুদ কারিগরের যোগ্য চেলা ।" অস্বীকার করতে পারবেন শাহবাগে নারী পুরুষ একসাথে রাত কাটাই নাই?" এটার অর্থ কি ? অবশ্যই লক্ষ লক্ষ নারী পুরুষ রাত কাটিয়েছেন , কিন্তু আপনি এটার কদর্য অর্থ করে আপনি যে মাহমুদ কারিগরের সমগোত্রীয় জীব তার প্রমান দিলেন । মাহমুদ এই সমস্ত এসাইনমেন্টের জন্য কোটি কোটি টাকা পাচ্ছে জামাতের কাছ থেকে । আপনি কেন বিনা পয়সায় বেগার খেটে মিথ্যার বেসাতি করছেন ?
আদালতে মামলা করার জন্য আপনি উপদেশ দিচ্ছেন কিন্তু আপনি কি দেখেননি প্রথম আলো এবং লেখক উভয়ে তাদের ভুল স্বীকার করে লেখাটি প্রত্যাহার করে ক্ষমা চেয়েছে ?
তারপরও সবার ভেবে উচিত আব্দুল ক্ষমা চেয়েছে , তাকে কি ক্ষমা করা যায় ?
১১| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৯
মুখতার বাবলু বলেছেন: Click This Link
১২| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০
মুখতার বাবলু বলেছেন: প্রথম আলো একই সময়ে একই স্টাইলে শাহবাগ আন্দোলন নিয়ে দুটি গল্প কি ভূলক্রমে ছাপিয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে বাণিজ্যিক উদ্দ্যেশ্যে আমার দেশ পত্রিকার পাঠক ধরার উদ্দ্যেশ্যে ছেপেছে সেটি জানার জন্যই উপরের লিংকটি দিলাম । ভূল স্বীকার করলেই কি সব মিটিয়ে যায় ? অনলাইন ও ইপেপার থেকে মুছে ফেললেও হাজার হাজার প্রিন্টেড কপি থেকে কি তা মুছে ফেলতে পারবে ? বস্তুত তারা এটি জেনেশুনে সচেতনভাবেই দিয়েছে, আবার সরকারের তোপ থেকে রক্ষা পাওয়ার জন্য ক্ষমাপ্রার্থনার নাটকও মঞ্চস্থ করেছে ।
১৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩
এই আমি সেই আমি বলেছেন: প্রিন্টেড কপি মুছে যাবে কেন? কিন্তু এইগুলি যে ভুল লেখক , প্রকাশক দুজনেই স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন ।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮
কলাবাগান১ বলেছেন: আপনার এই লিখার জন্য লজ্জা হওয়া উচিত..............।
"আমি মুখতার বাবলু। বাঁধভাঙ্গা উচ্ছাসে স্বপ্নগুলো ছড়িয়ে দিতে চাই নীল আকাশের প্রান্তরে।"
শাহবাগের কোথায় আপনি নির্লজ্জ বেহায়াপনা ও অশ্লীলতা দেখেছেন নাকি স্বপ্নে দেখেছেন........ চেষ্টা তো কম করেন নাই.... নাইট ক্লাবের ছবিকে শাবাগের বলে চালানোর চেষ্টা তো আপনার মত বুদ্ধিপ্রতিবন্ধিরাই করেছিলেন... ধিক আপনাকে!!!!!!