![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“Ask yourself often, why do I have to think like other people think?”
- ছোটকালে কেউ মারা গেছে শুনলে ভয়ে মায়ের কোলে দৌড়ে মুখ লুকাতাম। ধীরে ধীরে লাশের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। বুঝতে পারলাম, মানুষ থেকে লাশের ব্যবধান মাত্র এক সেকেন্ডে।
বাঙলাদেশে'র অনেক গুনী মেধাবী শক্তিশালী মানুষ'দের কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। যখন তারা মারা গেছেন; স্বাভাবিক কিংবা অস্বাভাবিক হোক, তখন প্রত্যেক'কেই স্পর্শ করেছিলাম। মানুষ লাশ ছুতে ভয় পায়, চায় না, এড়িয়ে চলে। এই লাশ'গুলোই শক্তিশালী তলোয়ার হিসেবে নির্বোধ মৌলবাদীদের মস্তিষ্কে আঘাত করে এবং জন্ম দেয় লক্ষাধিক অনন্য'র।
অভিজিৎ রায়'কে জীবিত অবস্থায় কবে শেষ দেখেছিলাম মনে নেই। তবে সর্বশেষ কী অবস্থায় দেখেছিলাম তা স্পষ্ট মনে আছে। আমার চোখের সামনেই অভিজিৎ রায়ের মৃত দেহ'টি ছিল। নিশ্চিতে ঘুমাচ্ছিলেন। নির্বোধেরা মগজ'কে ভয় করে। এই কারণে মৌলবাদীরা অভিজিৎ রায়ের মাথা কুপিয়ে মগজ বের করে ফেলেছিল। বন্যা আহমেদ তিনি তো আগ্নেয়গিরি, আগ্নেয়াস্ত্র, মুমূর্ষু অবস্থাতেও তার মনোবল বিস্মিত হওয়ার মতই ছিল।
১২ বছর পূর্বে একইভাবে হুমায়ুন আজাদ'কে মৌলবাদীরা আক্রমণ করে। বিচার শব্দটি বর্তমাণে কুসংস্কারে পরিণত হয়েছে। তবে বিচার চাইতে হবে। অসাম্প্রদায়িক বাঙলা বিনির্মাণে হুমায়ুন অভিজিৎ চিরস্মরণীয় হয়ে থাকবে।
RESPECT FOR ALL FREE THINKER❤
২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ২:০০
মুক্তমনা ব্লগার বলেছেন: আসলেই
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:১৬
বিজন রয় বলেছেন: দুঃখজনক।