নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাসী, কিন্তু মনের দরজা খুলে রাখাতে বিশ্বাস করি। জীবনে সবথেকে বড় অনুচিত কাজ হল মনের দরজা বন্ধ রাখা। আমি যা জানি সেটাই সত্য, বাকি সব মিথ্যা…এটাই অজ্ঞানতার জন্ম দেয়।

মুক্তমনা ব্লগার

“Ask yourself often, why do I have to think like other people think?”

মুক্তমনা ব্লগার › বিস্তারিত পোস্টঃ

সত্যি সেলুকাস বড্ড বিচিত্র এই দেশ।

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৬

:এই ছেলে তুমি কে ??
:আমি একজন বাঙালি . . .
:কি কর তুমি?
:জ্বী আমি ধর্ষণ করি,
আমি একজন গর্বিত ধর্ষক ।
:তুমি থাক কোথায় ??
:আমি ছড়িয়ে আছি সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে ,
এখনো সংখ্যায় খানিকটা কম তবু আমরা আমাদের সবোর্চ্চ চেষ্টা দিয়ে মেয়েদের ধর্ষণ করে যাচ্ছি ।
:তোমরা সংখ্যায় কতজন ??
:আমরা সংখ্যায় এক হাজার হব ।
:বাহ মাত্র এই কজন মিলেই পুরো দেশকে ধর্ষণ করে যাচ্ছ ।
তোমাদের তো তাহলে অনেক সাহস এবং ক্ষমতা ।
:কি যে বলেন আঠারো কোটি মানুষের দেশে আমরা তো কিছুই না ।
:কিন্তু দুখের বিষয় কি জানো আজ তোমরাই সফল আর পুরো জাতি তোমাদের কাছে পরাজিত তার একটাই কারণ তোমরা এক এবং ঐক্যবদ্ধ আর আমরা ১৭ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার জনগণ কোটি কোটি ভাগে বিভক্ত।
:আপনারা এমনই বিভক্তিতে থাকেন একদিন আমরা কোটি কোটি বিভক্তি থেকে একটা একটা করে নারী খুঁজে ধর্ষণ করব।
:হুম সেদিনও আমরা তোমাদের ধর্ষণ উপভোগ করব শুধু খেয়াল করে আমার মেয়েকে তোমরা ছেড়ে দিও।
:কিন্তু স্যার সুযোগ পেলে তো আমরা আপনার মেয়েকেই আগে ধর্ষণ করব।

আমাদের দেশে জুনায়েদের মত লেইম একটা কেইসে বিচার হিসেবে ১৪ বছর সশ্রম কারাদন্ড এবং ১ কোটি টাকা জরিমানার সম্ভাবনা থাকে কিন্তু তনুর মত হাজারো মেয়ের ধর্ষণ ও খুনের বিচারের কোনো সম্ভাবনা থাকে না।
সত্যি সেলুকাস বড্ড বিচিত্র এই দেশ তার চেয়েও অধিক বিচিত্র তাদের বিচার।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৪

রাজু বলেছেন: জটিল! জটিল হইচে...
অনেক সুন্দর ভাবে লিখাটিকে পুটিয়ে তোলার জন্য ধন্যবাদ....

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৮

মুক্তমনা ব্লগার বলেছেন: দেশ এখন সর্বোচ্চ ক্রান্তি লগ্নে দাড়িয়ে অনেকেই সেটা বুঝতে পারছে না তার একটাই কারণ অদৃশ্য রিপু এবং জোড়া তালি দিয়ে চলছে ।

২| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৮

রাফা বলেছেন: এটাই বাস্তবতা...

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫১

মুক্তমনা ব্লগার বলেছেন: আমাদের তো এটাই সবচেয়ে বড় দোষ সবকিছুকেই বাস্তবতা বলে মেনে নেই , প্রতিবাদের ভাষা বাস্তবতার আড়ালে হারিয়ে যায় ।

৩| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৫

সাগর মাঝি বলেছেন: রুঁখে দাড়াও বাঙ্গালি। রুঁখে দাও ধর্ষকদের কালো থাবা। এখনো সময় আছে রুঁখে দাড়াও।

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৫

মুক্তমনা ব্লগার বলেছেন: আর বুঝি খুব একটা বেশি সময় নেই প্রত্যেকটা মেয়েই তাদের মান ও ইজ্জত হানির সর্বোচ্চ রিস্কে রয়েছে ।

৪| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৫

বাংলার শয়তান বলেছেন: বিচার আশা করা বলতে গেলে ছেড়েই দিয়েছি।

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৭

মুক্তমনা ব্লগার বলেছেন: চলুন না আরেকটাবার চেষ্টা করি আমাদের মেয়েগুলার নিরাপত্তা নিশ্চিত করি।

৫| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৮

সাগর মাঝি বলেছেন: চলুন না আরেকটাবার চেষ্টা করি আমাদের মেয়েগুলার নিরাপত্তা নিশ্চিত কর।

নিশ্চয় করতেছি এবং ভবিষ্যতে ও করবো।

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩১

মুক্তমনা ব্লগার বলেছেন: আলো আসবেই . . .

৬| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৮

আরণ্যক রাখাল বলেছেন: হ

২৬ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৫

মুক্তমনা ব্লগার বলেছেন: হ

৭| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১০

আবদুল্লাহ সাফি বলেছেন: দারুণ লাগল




৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:১২

মুক্তমনা ব্লগার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.