নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাসী, কিন্তু মনের দরজা খুলে রাখাতে বিশ্বাস করি। জীবনে সবথেকে বড় অনুচিত কাজ হল মনের দরজা বন্ধ রাখা। আমি যা জানি সেটাই সত্য, বাকি সব মিথ্যা…এটাই অজ্ঞানতার জন্ম দেয়।

মুক্তমনা ব্লগার

“Ask yourself often, why do I have to think like other people think?”

মুক্তমনা ব্লগার › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টিভঙ্গি বদলান দুনিয়া বদলে যাবে :)

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৫

১ম ঘটনা:
শার্ট প্যান্ট পরা একটু আল্ট্রা মর্ডান মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষন করে রাস্তায় ফেলে দিল কিছু বোখাটে ছেলে।

জনৈক ব্যাক্তি- ঐরকম ল্যাঙ্গটা হয়ে রাস্তায় ঘুরলে তো ধর্ষন হবেই।

২য় ঘটনা: সালওয়ার কামীজ পরা এক মেয়েকে তার আপন দুলাভাই ধর্ষন করল

জনৈক ব্যাক্তি: দুলাভাই এর সামনে বুকে ওড়না রাখেনা এরকম তো হবেই।

৩য় ঘটনা: ওড়না সহ সালওয়ার কামিজ পরা এক মেয়েকে ধর্ষন করল এক ছেলে যে কিনা অনেকদিন ধরেই মেয়েটাকে উত্যক্ত করতো
জনৈক ব্যাক্তি: রাস্তায় বের হবে হিজাব ছাড়া এরকম তো হতেই পারে হিজাব করলে হতো না।

৪র্থ ঘটনা: হিজাব পরা এক মেয়েকে রাতে সেনানিবাসে ধর্ষন করে মেরে ফেলল কিছু নাম না জানা জন্তুরা।
জনৈক ব্যাক্তি:হিজাব পরলে হবে? বোরখা পরতে হবে।এখন তো হিজাব ফ্যাশন হয়ে গেছে।বোরখা পরে নেকাব দিতে হবে।আর মেয়ে মানুষ এতো রাতে রাস্তায় ঘুরবে আর রেপ হবে না?

৫ম ঘটনা: কওমী মাদ্রাসার বোরখা আর নেকাব সব কিছু পড়া এক মেয়ের ধর্ষন হলো।
জনৈক ব্যাক্তি: এখানেও মেয়ের কোন দোষ আছে।তদন্ত করলে পাওয়া যাবে।বোরখা টাইট শরীর বোঝা যায় তাই রেপ হয়েছে।

আর কি হলে এই মানুষগুলা বুঝবে যে ধর্ষণের সাথে সেই মেয়ের ড্রেসআপের বিন্দু মাত্র সম্পর্ক নেই।

দৃষ্টিভঙ্গি বদলান দুনিয়া বদলে যাবে :)

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৫

অদৃশ্য প্রতিভা বলেছেন: অস্থির লিখেছেন ।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩২

মুক্তমনা ব্লগার বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৮

সে্‌নসেটিভ শিমুল বলেছেন: Jokhon nijer jabe tokhon jawar betha bujbe ..

onner katle rokto mapa jay , nijer katle betha buja jay .

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৫

মুক্তমনা ব্লগার বলেছেন: আমরা মুক্তমনারা সাধারণ মানুষের চেয়ে একটু বেশি অনুভব করি তো তাই আমাদের জীবন দিয়ে তার ক্ষতি পোষাতে হয় ।
ভালো থাকবেন আমরা কারো ব্যাথা বুঝি না এই ধারণা নিয়ে বেচে থাকুন ।

৩| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:০২

সাগর মাঝি বলেছেন: মন চায় ওদের চোখগুলো আঙ্গুল দিয়ে খুঁচা মেরে চিরদিনের জন্য অন্ধ করে দেই। মূর্খদের আর কি করে বুঝাবো।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৫

মুক্তমনা ব্লগার বলেছেন: যারা বলে ধর্ষণের জন্য মেয়ের পোশাক দায়ী তাদের আসলে নিজেদের মগজের আবর্জনার দিকে তাকানো উচিত।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩০

সাগর মাঝি বলেছেন: লেখক বলেছেন....... যারা বলে ধর্ষণের জন্য মেয়ের পোশাক দায়ী তাদের আসলে নিজেদের মগজের আবর্জনার দিকে তাকানো উচিত।

***আমি আপনার কথার সাথে সহমত প্রকাশ করিতেছি।

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৪

মুক্তমনা ব্লগার বলেছেন: ধন্যবাদ দাদা।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৫

সাগর মাঝি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.