![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“Ask yourself often, why do I have to think like other people think?”
এবার চুরির অভিযোগে এক কিশোরকে বিবস্ত্র করে নির্মমভাবে পিটিয়েছে এক দোকান মালিক। ঘটনার সময় মোবাইল ফোনে নির্যাতনের ভিডিও ধারণ করা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়ায় তোড়পাড় সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার (১ এপ্রিল) জুমার নামেজের পর ফেনী শহরের কালিপাল দশমী ঘাট এলাকার ফারুক স্যানিটারি দোকানে নির্মম এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রচারের পর মঙ্গলবার (৫ এপ্রিল) ঘটনাটি জানাজানি হয়।
স্থানীয়রা জানায়, ১ এপ্রিল জুমার নামাজের পর ফারুক স্যানিটারি দোকানের মালিক ফারুক ও তার সহযোগীরা ওই কিশোরটিকে চুরির অভিযোগে প্রথমে বিবস্ত্র করে। এরপর তার ওপর নির্যাতন চালানো হয়। দোকান মালিক লাঠি ও রড দিয়ে তাকে নির্মমভাবে পেটায়। এতে কিশোরটি গুরুতর আহত হয়।
ঘটনার সময় সবার অজান্তে কে বা কারা মোবাইল ফোনে নির্যাতনের ভিডিও ধারণ করে। পরে তা ফেসবুকে ছেড়ে দেয়।
তবে পুলিশ বা স্থানীয় কেউ এখনও নির্যাতিত কিশোরটির খোঁজ পায়নি।
এ ব্যাপারে দোকান মালিক ফারুক জানান, শুক্রবার নামাজ পড়তে গেলে টোকাই কিশোরটি চুরি করতে তার দোকানে প্রবেশ করে। এসময় স্থানীয় লোকজন কিশোরটিকে আটকে রেখে তাকে খবর দেয়। স্থানীয় লোকেরাই কিশোরটিকে হালকা মারধর করে ছেড়ে দিয়েছে বলে দাবি করেন ফারুক।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. শাহীনুজ্জমান জানান, আমরা ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি।
এর আগে সিলেটের শিশু রাজন এবং খুলনার রাকিবকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। সেই মামলার রায় দিয়েছেন স্থানীয় আদালত। অপরাধীদের সর্বোচ্চ সাজা দেয়া হয়েছে। তবে রায় কার্যকরের আগে আইনি প্রক্রিয়া কবে শেষ হবে তার কোনো সময়সীমা নেই।
এই হলো আমাদের মানবতা চুরির দায়ে একজন মানুষ হয় বিবস্ত্র এবং অসহনীয় নির্যাতনের শিকার।
আসলে আমাদের সমাজ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের মানবতা কতটুক বিবস্ত্র ও নাজুক অবস্থায় অবস্থান করছে ।
চুরির দায়ে যদি একজনকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন করা হয় তাহলে ধর্ষণের দায়ে কেন নয় ??
রেস্ট ইন পিস মানবতা।
সূত্র: Banglamail24.com
০৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:১৩
মুক্তমনা ব্লগার বলেছেন: সরি মানবতা বলে কিছু নেই সবই বর্বরতা।
২| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৮
রাশেদ রাহাত বলেছেন: আমার বাসায় আদরের বিড়ালটি ও আমার প্রতি ভালোই বিলবতা দেখায়। কিন্তু আপসোস আজ জীব জগতের শেষ্ঠ্ মানুষের মানবতা আজ হাটুর তলায়।
০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৯
মুক্তমনা ব্লগার বলেছেন: একদিন হাটুর তলার এই মানবতার জয় হবে এই আশা করে বেচে আছি।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫০
বিজন রয় বলেছেন: শাস্তি দেয়া হোক।
০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০
মুক্তমনা ব্লগার বলেছেন: কাদের ??
৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭
রাশেদ রাহাত বলেছেন: লেখক ভাই।আগামি 10 প্রজন্ম পার হবে। কিন্তু আপনার আমার আশা পূরণী নয়।
০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৪
মুক্তমনা ব্লগার বলেছেন: কোনো প্রবলেম নেই এই আশাই নিয়ে মরে যাব।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৮
রাশেদ রাহাত বলেছেন: আপনার যাত্রা শুভ হোক।
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৮
মুক্তমনা ব্লগার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:০৫
আরব বেদুঈন বলেছেন: মানবতা ?