![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“Ask yourself often, why do I have to think like other people think?”
মুক্তমনা কী?
মুক্তমনা মূলত: মুক্তচিন্তক, যুক্তিবাদী এবং মানবতাবাদীদের দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত আন্তর্জালিক আলোচনা চক্র । মুক্তমনা বর্তমান সমাজে বিদ্যমান অদৃষ্টবাদ, ভাববাদ আর বিশ্বাসনির্ভর লাগাতার প্রকাশনা আর প্রচারণার বিপরীতে একটি বিজ্ঞানমনস্ক এবং যুক্তিবাদী ধারা প্রবর্তনে বদ্ধপরিকর। মুক্তমনার আত্মপ্রকাশ তাই শতাব্দী প্রাচীন ভাববাদী দর্শনের বিপরীতে, আজন্ম লালিত ধর্মীয় ও সামাজিক নিবর্তনমূলক সকল অপসংস্কৃতির বিরুদ্ধে। ২০০১ সালের ২৬শে মে তারিখে আলোচনাচক্রের মাধ্যমে আত্মপ্রকাশের পর থেকেই মুক্তমনা মানব মনের বৌদ্ধিক বিকাশকল্পে যুক্তি-বুদ্ধি ও বৈজ্ঞানিক চিন্তাচেতনার গুরুত্ববৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মুক্তমনা ওয়েবসাইটটি অন্তর্জালে ছড়িয়ে থাকা অসংখ্য ফ্রিথিঙ্কার, মানবতাবাদী, নাস্তিক, অজ্ঞেয়বাদী, সংশয়বাদী এবং যুক্তিবাদীর পদচারণায় ধন্য, এবং বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যতম সফল প্রগতিশীল এবং মুক্তবুদ্ধির চর্চাকারী সাইট হিসেবে সুপ্রতিষ্ঠিত।
মুক্তমনা কারা?
‘মুক্তমনা’ শব্দটি ইংরেজি ‘ফ্রি থিঙ্কার’ শব্দটির আভিধানিক বাংলা পরিভাষা।
1. free-think-er n. A person who forms opinions about religion on the basis of reason, independently of tradition, authority, or established belief. Freethinkers include atheists, agnostics and rationalists.
2. freethinker n. One who has rejected authority and dogma, especially in his religious thinking, in favour of rational inquiry and speculation. -The American Heritage Dictionary
মুক্তমনাদের আস্থা মুক্তবুদ্ধিতে – অন্ধবিশ্বাসে নয়। কোন আপ্তবাক্য বংশ-পরম্পরায় প্রচলিত হয়ে এসেছে বলেই সেটাকে অবলীলায় বিশ্বাস করতে হবে এমন যুক্তি মুক্তমনারা মানেন না। তাঁরা মুক্তমনে প্রতিটি ধারনাকে যাচাই-বাছাই করতে চান। তারা বিজ্ঞানমনস্ক সংশয়ী দৃষ্টিকোণ থেকে প্রতিটি মিথ এবং অতিকথাকে বিশ্লেষণ করার পরে সিদ্ধান্তে পৌঁছান।
নাস্তিক (atheist), অজ্ঞেয়বাদী (agnostic), সংশয়বাদী (skeptic), মানবতাবাদীদের (humanist) সাধারণভাবে ‘মুক্তমনা সদস্য’ হিসেবে গণ্য করা হয়। প্রশ্ন উঠতে পারে – ধার্মিকেরা কি তাহলে মুক্তমনা হতে পারেন না? কোন ধার্মিক যদি মুক্তমনে তাঁর ধর্মবিশ্বাসকে বিশ্লেষণ করতে পারেন, তবে তাঁর নিজেকে মুক্তমনা বলতে আপত্তি থাকার কথা নয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তাঁরা তা না করে নিজের ধর্মটিকেই আরাধ্য মনে করেন, কোন কিছু চিন্তা না করেই নিজের ধর্মগ্রন্থকে ‘ঈশ্বর-প্রেরিত’ বলে ভেবে নেন। স্রেফ ঘটনাচক্রে পৈত্রিক-সূত্রে পাওয়া যে ধর্মটিকে ‘নিজের’ বলে মনে করেন সেটাকেই ঈশ্বরের মনোনীত একমাত্র ধর্ম বলে বিশ্বাস করেন। আমাদের মতে কোন ব্যক্তি শুধুমাত্র শোনা কথার ভিত্তিতে বাইবেল, কোরান বা বেদকে অন্ধভাবে অনুসরণ করে, বা নবী-রসুল-পয়গম্বর-মেসীয়তে বিশ্বাস করে নিজেকে কখনোই ‘ফ্রি থিঙ্কার’ বা মুক্তমনা বলে দাবি করতে পারেন না। মুক্তমনাদের আস্থা তাই বিশ্বাসে নয়, বরং যুক্তিতে।
০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
মুক্তমনা ব্লগার বলেছেন: আমাদের দেশে তাকালেই আপনি মুক্তমনাদের দেখতে পাবেন ।রাজীব,দীপন,অভিজিৎ,বাবু এরা সবাই তো মুক্ত চিন্তার জন্য খুন হয়েছে।
২| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
রাজসোহান বলেছেন: পোষ্টে প্লাস। তবে ধার্মিকরা মুক্তমনা হতে পারেনা। নির্মোহভাবে ধর্ম বিশ্লেষণ করতে গেলে তার নিজের ধর্মের ওপরই বিশ্বাস টলাতে হয়। অনেকটা দ্বিমুখী টানাপোড়েন সৃষ্টি হয় তখন।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৮
মুক্তমনা ব্লগার বলেছেন: হুম একদম ঠিক ধরেছেন আপনি।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭
ফেরদাউসুর রহমান বলেছেন: রাজীব, দীপন, অভিজিৎ, বাবুরা মোটেও মুক্তমনা ছিলনা। আপনার এই সঙ্গা অনুযায়ী।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৮
মুক্তমনা ব্লগার বলেছেন: তারা তাদের জায়গা থেকে সবাই মুক্তমনা ।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৮
ফেরদাউসুর রহমান বলেছেন: তাহলে আপনাকে সকলে মুক্তমনা বলতে হবে। কারণ সবাই সবার জায়গা থেকে মুক্তমনা।।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৯
ফেরদাউসুর রহমান বলেছেন: তাহলে আপনাকে সকলকে মুক্তমনা বলতে হবে। কারণ সবাই সবার জায়গা থেকে মুক্তমনা।।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪০
মুক্তমনা ব্লগার বলেছেন: বিশ্বাসে মিলে বস্তু,তর্কে সোজা খুন।
এই হল বাকি মুক্তমনাদের চিন্তা ।
৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৯
ফেরদাউসুর রহমান বলেছেন: সমাজে ফিতনা তৈরী করা হত্যার চেয়ে জঘন্য।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৪
মুক্তমনা ব্লগার বলেছেন: এসব ফতোয়া দিয়ে দিয়ে তো মানুষকে আরো ভয়ঙ্কর ও আরো বিপদগামী করে তুলছেন।
৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৮
ফেরদাউসুর রহমান বলেছেন: জ্বি । যেমন আপনি বিপদগামী হয়েছেন।
০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৮
মুক্তমনা ব্লগার বলেছেন: হুম আমরা সুস্থ বিপদগামী,চাপাতির ধারকে আর ভয় পাই না দাবায়ে রাখা যাবে না আমাদের।
৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৫
ফেরদাউসুর রহমান বলেছেন: দাবায়ে থাকছেন কেন ??? জেগে উঠেন ???
০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৬
মুক্তমনা ব্লগার বলেছেন: আমরা জেগেই আছি শুধু পার্থক্য হল আমরা কলমে কথা বলি আর আপনারা চাপাতিতে ।
৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫২
ফেরদাউসুর রহমান বলেছেন:
অস্ত্র টা কার হাতে।
০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
মুক্তমনা ব্লগার বলেছেন: ঐ চাপাতি কখনো কারো প্রাণ নেই নিই এবং নিতে জানেও না।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
ফেরদাউসুর রহমান বলেছেন: যে মুক্তমনার সঙ্গা দিয়েছেন সেটা বাংলাদেশ তো দূরের কথা । সারা বিশ্বে এমন আছে বলে মনে হয় না।