নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাসী, কিন্তু মনের দরজা খুলে রাখাতে বিশ্বাস করি। জীবনে সবথেকে বড় অনুচিত কাজ হল মনের দরজা বন্ধ রাখা। আমি যা জানি সেটাই সত্য, বাকি সব মিথ্যা…এটাই অজ্ঞানতার জন্ম দেয়।

মুক্তমনা ব্লগার

“Ask yourself often, why do I have to think like other people think?”

মুক্তমনা ব্লগার › বিস্তারিত পোস্টঃ

এই মুহুর্তে আপনার পরিচয় কোনটা ???

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪

মুক্তমনা,ধর্ষক,নাস্তিক এই তিনটা এখন জাতীয় ইস্যু হয়ে দাড়িয়েছে ।ধর্ষণের বিরুদ্ধে সবার মতামত খুব প্রতিবাদী এবং ক্লিয়ার ব্যাপারটা এপ্রেশিয়েট করার মত ।
কিন্তু মুক্তমনা ও নাস্তিক এই দুইটা ব্যাপারে কিছু কিছু মানুষের কনসেপ্ট ক্লিয়ার না।
আর সে সকল কনফিউজিং ও বিপদগামী মানুষরাই খুব ভয়ঙ্কর যাদের মাথায় শুধু রক্তের নেশা ।
এ নেশা শুধু জীবন নেয়ার শিক্ষা দেয়, জীবন বাঁচানোর শিক্ষা দিতে জানে না।
এই মুহুর্তে আপনার পরিচয় কোনটা ???

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৩

এন.এ.আনসারী বলেছেন: গর্ব করে বলতে পারি আমি মুক্তমনাও না আবার নাস্তিকও না। আমি একজন মানুষ।
মুক্তমনা আর নাস্তিক এজন্য এজন্য না, কারন এই শব্দের অপব্যবহার করছেন আপনারা, যে মুক্তমনার প্রকৃত অর্থ হলো মানবপ্রেমন কিন্তু আপনারা সেই মানবের মনে আর বিশ্বাসে আঘাতের নাম দিয়েছেন মুক্তমনা। তাই গব্য করে বলছি "May name is Abnsari but i m not a Muktomona"

০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

মুক্তমনা ব্লগার বলেছেন: আপনি যেটা না সেটা বলে লাভ কি ?
আপনি আনসারী আপনি একজন আস্তিক এইটা বললেই তো আনসার শেষ।
আর আমরা যাই করি না কেন এট লিস্ট চাপাতি দিয়ে মানুষের জীবন নেই না,কলম দিয়ে কথা বলি আমরা।

২| ০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১২

খন্দকার আঃ মোমিন বলেছেন: একজন ধর্ষক ধর্ষণ করে এক জনকে কিংবা কয়েকজনকে আর একজন নাস্তিক ধর্ষণ করে পুরা জাতীকে তাই তার বেপারে যে জাতি আদা ধোয়া কান্না করবে তাত আপনিও বুজতে পারেন ।

০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২১

মুক্তমনা ব্লগার বলেছেন: কি লজিক রে বাবা !
উগ্রবাদ মৌলবাদকে তো এইভাবেই স্বাগতম জানাচ্ছেন নাস্তিকদেরকে নেগেটিভ প্রেসেন্ট করে ।
আপনারাই পরোক্ষ অর্থে খুনি কিন্তু ...

৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০

খন্দকার আঃ মোমিন বলেছেন: দেশে তো কত রকমের খুন ই হচ্ছে কই তা নিয়ে তো আপনাদের কন কথা দেখিনা খালি এই মরহুম বিজ্ঞানী নিয়াই তো খালি সময় শেষ করলেন । আজকে যদি দেখতাম এই নাস্তিক গুলা মতিঝীল হত্যা কান্ড কিংবা বিশ্বজিৎ হত্যা কান্ড নিয়া কিছু একটা বলেছে , তা হলে ও তাদের মুক্ত ভাবতে পারতাম , কিন্তু আখন সকল নাস্তিক কে ই দেখতেছি কন একটা সিগন্যালের অপেক্ষায় থাকে ।

২৬ শে মে, ২০১৬ বিকাল ৫:৪২

মুক্তমনা ব্লগার বলেছেন: আপনি কি সিগন্যালের কথা মিন করেছেন?
কেন মুক্তমনারা তনু,রেজাউল স্যার,জুলহাসদের হত্যাকাণ্ড নিয়ে লিখেছিল তখন আপনি দেখেন না??

৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

রাজসোহান বলেছেন: আমি মানুষ। মানুষ ছাড়া অন্য কোন পরিচয় স্যুট করেনা /:)

২৬ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৩

মুক্তমনা ব্লগার বলেছেন: সবাই যদি আমাদের ও মানুষ ভেবে জাজ করত...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.