![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“Ask yourself often, why do I have to think like other people think?”
ব্রাসেলস ও প্যারিসের টেরর এটাকের অন্যতম মূল হোতা মোহাম্মেদ আব্রিনিকে গতকাল বেলজিয়াম পুলিশ ধরেছে ঘটনার ১৮ দিনের মাথায়।
ব্রাসেলস এয়ারপোর্টে বোমা হামলার আগ মুহুর্তে সিসিটিভিতে তিনজনের ছবি প্রকাশ হয়, সাদা কোট আর হ্যাট পড়া লোকটিই ছিল মোহাম্মেদ আব্রিনি। তো বেলজিয়াম পুলিশ কিভাবে ধরলো তাকে?
বোমা হামলার পর এয়ারপোর্ট থেকে বের হলে রাস্তায় সিসিটিভিতে ধরা পড়ে, সে কোনদিকে যাচ্ছিলো সেই অনুযায়ী টাইমিং দেখে প্রত্যেকটা রাস্তার সিসিটিভি থেকে ট্রাক করা হয়। এক সময় সাদা কোট সে ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু তার পরিহিত জুতোটা ঠিকই ধরা পড়ে, এক পর্যায়ে এসে সিসিটিভিতে আর যদিও পাওয়া যায়নি কিন্তু ধারনা করা হয় সে কোথায় আছে। তার বায়োমেট্রিক, ছবি আর আইডি থেকেই তার পরিচয় নিশ্চিৎ করা হয়।
গতকাল সে একটা পেট্রোল শপ থেকে খাবার, জুস কিনতে গিয়ে সিসিটিভিতে এবার গাড়িসহ ধরা পড়ে, সেই অনুযায়ী বেলজিয়াম পুলিশ তাকে ফলো করে এবং অবশেষে ধরে ফেলে।
এখন তার বিচার শুরু হবে আদালতে, তাকে ধরার ফলে দুটো জিনিষ হবে এক, জাস্টিস আর দুই ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না হয় তার দৃষ্টান্ত স্থাপন।
চলে আসি আমাদের গত কিছুদিনের ইস্যু নিয়ে, শুরুতেই তনু হত্যা হয়েছিলো সেনাবাহিনীর নিরাপদ এলাকায় আমরা এখনো কাউকে ধরতে পারিনি, পারবো বলেও মনে হচ্ছে না আর। নাজিমউদ্দীন হত্যা হবার পর হত্যাকারীরা কিন্তু বসে নেই, নেক্সট টার্গেট খুঁজছে আর আমাদের স্বরাস্ট্রমন্ত্রী খতিয়ে দেখছেন তার লেখাগুলি। আরেকটু দূরে যাই, রাজন হত্যার পর রাজনের খুনিকে সোশ্যাল মিডিয়ায় সবাই চিনে ফেলে, তারপরও পুলিশ ৫ লাখ টাকার বিনিময়ে তাকে বিদেশে পাঠাতে সাহায্য করে, ত্বকী হত্যার পর ত্বকীর বাবাই এখন জেলে। আরো বেশি দূরে গেলে সবচেয়ে আলোচিত সাগর রুনির ৪৮ ঘন্টা হিসেব করতে হবে।
যখন দেশে ছিলাম (৭ বছর আগের কথা) তখন পরিচিত একজন সাধারন পুলিশ থেকে দারোগা হওয়ার জন্য ২০ লাখ টাকা ঢাকা হেডঅফিসে ঘুষ দিয়েছিলেন, এই টাকার একেকটা অংশ উপরের লেভেলের একেকজন ভাগ ভাটোয়ারা করে নিবে। আর যে দারোগা হতে যাচ্ছে সে এই ২০ লাখ ১ বছরের মধ্যেই উদ্ধার করবে জনগন, আসামি আর বাধীর কাছ থেকে।
এই কিছুদিন আগেও ঘটে যাওয়া বাংলাদেশ ব্যাঙ্কের কর্মকর্তা রাব্বিকে এইরকম হয়রানি করেছিল এক দারোগা। আমাকে আপনাকে যারা নিরাপত্তা দিবে তারাই হয়ে যায় বড় অপরাধী। আমাদের দেশে এখন এটা খুব স্বাভাবিক, অস্বাভাবিক লাগে এখনো আমরা মানুষ হত্যার বিচার চাই, মানববন্ধন করি।
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১২
মুক্তমনা ব্লগার বলেছেন: ওই ঢেকুর দিতে দিতে জীবন টা শেষের পথে গিয়ে দাড়াবে ।
২| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৭
বিপরীত বাক বলেছেন: ব্যাক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে এদেশের এ জাতির সাধারণ মানুষের মাঝে কোন বিচারবোধ নেই। নিরপেক্ষতা নেই। তাহলে আপনি কিভাবে আশা করেন যে সরকারি বা রাষ্ট্রীয় পর্যায়ে সঠিক বিচার করবে কর্তৃপক্ষ?
সবকিছু তো তৃণমুল থেকেই শুরু হয় নাকি?
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১০
মুক্তমনা ব্লগার বলেছেন: দেশটা হীরক রাজার দেশে পরিনত হয়েছে ।
৩| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৪
শরনার্থী বলেছেন: আপডেটঃ
জার্মান প্রবাসে- 1305
অগ্নি সারথির ব্লগ- 217
ইস্টিশন ব্লগ- 147
প্রবীর বিধানের ব্লগ- 57
ইতুর ব্লগ- 23
অসম ব্যবধান শুরু হয়েছে মোটামুটি। প্রাতিষ্ঠানিক ব্লগের সাথে লড়াই করে যাওয়াটা বেশ দুঃসাধ্য হয়ে উঠছে দিনের পর দিন। আবারো আপনাদের ভোট দেবার অনুরোধ করছি। প্লিজ আপনারা ভোট দিন।
ভোট দিতে যা করতে হবেঃ
প্রথমে https://thebobs.com/bengali/ এই ঠিকানায় যেতে হবে। এরপর আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে বাছাই করুন অংশে ক্লিক করুন। ক্লিক করে ইউজার অ্যাওয়ার্ড বাংলা সিলেক্ট করুন। এরপর মনোনীতদের একজনকে বেছে নিন অংশে ক্লিক করে, অগ্নি সারথির ব্লগ সিলেক্ট করুন। এরপর ভোট দিন বাটনে ক্লিক করে কনফার্মেশন পেয়ে গেলেই আপনি সফল ভাবে আমাকে ভোট প্রদান করে ফেলেছেন। এভাবে ২৪ ঘন্টা পরপর মে ২, ২০১৬ পর্যন্ত ভোট দেয়া যাবে।
৪| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২২
০ভন্ডবাবা বলেছেন: বর্তমানের কেউ স্বাধীন ভাবে কাজ করতে পারছে না। - প্রধান বিচারপতি
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮
মুক্তমনা ব্লগার বলেছেন: যে দেশের প্রধান বিচারপতি স্বাধীন ভাবে কাজ না করতে পারার আক্ষেপ প্রকাশ করে এর চেয়ে দুঃখের আর কি হতে পারে।
৫| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭
মুক্তমনা ব্লগার বলেছেন: hum
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৩
রাজসোহান বলেছেন: এইসব বিচার করে আর কি হবে, দেশের জিডিপি বাড়ছে এই ভেবে একটা ঢেঁকুড় তুলুন।