নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাসী, কিন্তু মনের দরজা খুলে রাখাতে বিশ্বাস করি। জীবনে সবথেকে বড় অনুচিত কাজ হল মনের দরজা বন্ধ রাখা। আমি যা জানি সেটাই সত্য, বাকি সব মিথ্যা…এটাই অজ্ঞানতার জন্ম দেয়।

মুক্তমনা ব্লগার

“Ask yourself often, why do I have to think like other people think?”

মুক্তমনা ব্লগার › বিস্তারিত পোস্টঃ

আর কত চাপাতির বলি চায় এ জাতি।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৯

হিজরা ও সমকামীদের নিয়ে প্রকাশিত ম্যাগাজিন 'রূপবান' সম্পাদক জুলহাস মান্নানকে কলাবাগানে দুর্বৃত্তদের আক্রমনে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা, সাথে নিহত হয় তার বন্ধু তনয়। প্রত্যক্ষদর্শীরা জানায় হত্যাকান্ডে অংশগ্রহণ করেছে পাঁচজন।

মানুষ মারার যে খেলা শুরু হয়েছে, এর শেষ কোথায়?
http://www.bbc.com/news/world-asia-36128729

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: জানি না মশাই।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫১

মুক্তমনা ব্লগার বলেছেন: দেশের সরকার হল একটা বাড়া বেজায়গায় খাঁড়া আর জায়গা মত থাকে ফোতায়য়া।

২| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আচ্ছা।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৩

সাগর মাঝি বলেছেন: কোপা শামসু কোপা,

কুপিয়ে কুপিয়ে শেষ করে দেয় বিশ্বাসঘাতক এই জাতিকে।

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

মুক্তমনা ব্লগার বলেছেন: জনৈক ব্যাক্তি বলিয়াছিলেন খেলা হবে।
খেলা তো শুরু হয়ে গেছে অনেক আগেই ভায়া,ঘরে বাইরে সব জায়গায় শুধু রক্ত নিয়ে খেলা।
এতখানি খানি রক্ত নিয়ে খেলাটা যদি বিচ্ছিন্ন ঘটনা হয়,তাহলে সামনে যে আরো অনেক অনেক রক্ত ঝড়বে তা হবে দেশের জন্য অবিচ্ছিন্ন এবং খুব স্বাভাবিক ঘটনা।
স্টে সেইফ।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৫

বিপরীত বাক বলেছেন: সাগর মাঝি বলেছেন: কোপা শামসু কোপা,

কুপিয়ে কুপিয়ে শেষ করে দেয় বিশ্বাসঘাতক এই জাতিকে।

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

মুক্তমনা ব্লগার বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.