![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“Ask yourself often, why do I have to think like other people think?”
ইন্টারনেট সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননাকারীর সাজা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমনা। আর এ অপরাধের বিচার হবে সাইবার ক্রাইম ট্রাব্যুনালে। অভিযোগ গঠনের পর থেকে ১৮০ দিনের মধ্যে এ মামলা নিষ্পত্তির বাধ্য-বাধকতা থাকছে নতুন এ আইনে। বঙ্গবন্ধুর অবমাননাকে অজামিনযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রস্তাবিত এই আইনে।
এমন বিধান যুক্ত করে সরকার ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৬’ নামের একটি নতুন আইনের খসড়া তৈরি করেছে। খসড়াটি মন্ত্রিসভায় উত্থাপনের জন্যই ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগে পেশ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
খসড়া আইনের ১৫ নম্বর ধারার ৫ নম্বর উপধারায় বলা হয়েছে যে, ‘কোনো ব্যক্তি যদি ইলেক্ট্রনিক মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনা বা আদালত কর্তৃক মীমাংসিত মুক্তিযুদ্ধবিষয়ক বিষয়াবলি বা জাতির পিতার বিরুদ্ধে যেকোনো প্রকার প্রপাগাণ্ডা, প্রচারণা বা তাহাতে মদদ প্রদান করে তাহা হাইলে উক্ত ব্যক্তি, সত্ত্বা বা বিদেশি নাগরিক ডিজিটাল সন্ত্রাসী কার্যসংঘটনের অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন।’
মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধু অবমাননায় মদদ দেওয়ার বিবরণ দিয়ে খসড়া আইনের ২১ ধারায় বলা হয়েছে যে, ‘যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কম্পিউটার, ইমেইল বা কম্পিউটার নেটওয়ার্ক, রিসোর্স বা সিস্টেম ব্যবহারের মাধ্যমে এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটনে সহায়তা করেন, তাহা হইলে তাহার উক্ত কার্য হইবে একটি অপরাধ। কোনো ব্যক্তি উক্ত অপরাধ সংঘটনে সহায়তা করিবার ক্ষেত্রে মূল অপরাধটির জন্য যে দণ্ড নির্ধারিত রহিয়াছে তিনি সেই দণ্ডেই দণ্ডিত হইবেন।’
মুক্তিযুদ্ধ বা জাতির জনকের অবমাননাকারীর সাজা হবে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যূন তিন বছরের কারাদণ্ড বা অনধিক এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান থাকছে এ আইনে। এ বিষয়ে আইনের ১৬ ধারায় বলা হয়েছে যে, ‘যদি কোনো ব্যক্তি বিদেশি নাগরিক দ্বারা আইনের ১৫ নম্বর ধারার ২,৩,৪ ও ৫ নম্বর উপধারা এর অধীনে কোনো অপরাধ সংঘটন করেন তাহা হইলে তিনি সর্বোচ্চ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অন্যূন তিন বছর কারাদণ্ডে বা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।’
উক্ত অপরাধের বিচার হবে বিদ্যমান সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে। প্রস্তাবিত আইনে এ বিষয়ে ৩৪ ধারায় বলা হয়েছে যে, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ অনুযায়ী গঠিত সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল ও সাইবার আপিল ট্রাইব্যুনালেরবিধান এ আইনেও প্রযোজ্য হইবে।’
মামলা বিচারের বিষয়ে বলা হয়েছে যে, ‘এই আইনের অধীনে মামলার অভিযোগ গঠনের তারিখ হইতে ১৮০ দিনের মধ্যে মামলার বিচার কার্য সমাপ্ত করিবেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হলে তিনি উহার কারণ লিখিতভাবে লিপিবদ্ধ করিয়া সময়সীমা অনধিক আরো ৯০ দিন বৃদ্ধি করিতে পারিবেন।’
এই আইনের অধীন অপরাধসমূহ অজামিনযোগ্য হিসেবে উল্লেখ করে আইনের ৩৬ নম্বর ধারায় বলা হয়েছে যে, ‘আইনের ধারা ১৫ (ইলেক্ট্রনিক মাধ্যমে মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুর অবমাননা) এর অপরাধ আমলযোগ্য ও অজামিনযোগ্য হইবে।’
news link: Click This Link
০৮ ই মে, ২০১৬ ভোর ৪:১৪
মুক্তমনা ব্লগার বলেছেন: ভাই সত্যি বলতে কিঞ্চিত আমিও ভয় পেয়েছি।
২| ০৬ ই মে, ২০১৬ সকাল ৮:৪৫
চাঁদগাজী বলেছেন:
মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ, এটাকে কোন আইন দ্বারা রক্ষা ঠিক হবে না; যারা পারে, মুক্তিযুদ্ধকে সমালোচনা করুক; এতে জীবিত কোন মুক্তিযোদ্ধার আপত্তি থাকার কথা নয়; কারণ, মুক্তিযুদ্ধের বিপক্ষে বলার মতো কেহ কোনকালে জন্ম নেবে না বাংলায়।
০৮ ই মে, ২০১৬ ভোর ৪:১৬
মুক্তমনা ব্লগার বলেছেন: ভাই কেউ যদি সম্মান দিতে না চায়,আইন করে কি সম্মান টোকানো সম্ভব ?
৩| ০৬ ই মে, ২০১৬ সকাল ৮:৪৭
মানবী বলেছেন: পোস্ট পড়ে মতামত হলো...
দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে... বাংলাদেশ অতি দ্রুত উত্তর কোরিয়ার হবার পথে ছুটে চলেছে।
পোস্টের জন্য ধন্যবাদ।
০৮ ই মে, ২০১৬ ভোর ৪:১৭
মুক্তমনা ব্লগার বলেছেন: উত্তর কোরিয়াও ভালো আছে আমাদের চেয়ে ।
৪| ০৬ ই মে, ২০১৬ সকাল ১০:৪৩
ফ্রিটক বলেছেন: একেই কি বলে বাক স্বাধীনতা,? দেশে আজ বিচারের অভাবে মানুষের জীবনের নিরাপত্তা নেই। আর তারা রইছে মুজিবকে নিয়ে। আজকের বাংলাদেশ যা তা ছিল মুজিবএর অপ্রত্যাশিত বাংলাদেশ। আমরা এমন স্বাধীনতা চাইনি।
।
০৮ ই মে, ২০১৬ ভোর ৪:১৮
মুক্তমনা ব্লগার বলেছেন: মুজিব বেচে থাকলে এইসব দেখে লজ্জায় হাজারবার মরে যেত ।
৫| ০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:১৩
আবদিয়াৎ বলেছেন: আইন করে কেউ কোনোদিন সন্মান আদায় করতে পারে না । শাসকগোষ্ঠী জানে তারা নিজেরা চোর-ডাকাত তারা যে সন্মান পাবে না তাই এই আইন করে জোর করে সন্মান পাওয়ার ব্যাবস্হা !!!
০৮ ই মে, ২০১৬ ভোর ৪:১৯
মুক্তমনা ব্লগার বলেছেন: আইন করে সম্মান আদায়ের চেয়ে সম্মান না নেওয়াটাই উত্তম ।
৬| ০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:২১
আবুলের বাপ এগেইন বলেছেন: এখানে মুক্তমনারা নীরব।কারন বিদেশী এসাইলাম নাই।
০৮ ই মে, ২০১৬ ভোর ৪:২০
মুক্তমনা ব্লগার বলেছেন: মুক্তমনারা নিরব নয় তারা ক্লান্ত ।
৭| ০৬ ই মে, ২০১৬ রাত ১১:০৭
রাঙা মীয়া বলেছেন: মানবী বলেছেন: পোস্ট পড়ে মতামত হলো...
দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে... বাংলাদেশ অতি দ্রুত উত্তর কোরিয়ার হবার পথে ছুটে চলেছে।
প্রচন্ড সহমত এই না হলে গনতন্ত্রের বিশ্বরেকর্ডধারী .......
০৮ ই মে, ২০১৬ ভোর ৪:২২
মুক্তমনা ব্লগার বলেছেন: আমিও সহমত আপনাদের সাথে।
৮| ১১ ই মে, ২০১৬ রাত ৮:৫৩
সোজোন বাদিয়া বলেছেন: আমার মতামত 'জাতির পিতা হতে চাও?' Click This Link কবিতাটিতে জানালাম ।
১৩ ই মে, ২০১৬ রাত ৩:৪৮
মুক্তমনা ব্লগার বলেছেন: ভাই আপনার লেখাতে লাইক ও কমেন্টের পর থেকে পুলিশ আমায় খুঁজছে ।
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৬ ভোর ৬:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভয় পাইলুম এবং সতর্ক হইলুম