নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাসী, কিন্তু মনের দরজা খুলে রাখাতে বিশ্বাস করি। জীবনে সবথেকে বড় অনুচিত কাজ হল মনের দরজা বন্ধ রাখা। আমি যা জানি সেটাই সত্য, বাকি সব মিথ্যা…এটাই অজ্ঞানতার জন্ম দেয়।

মুক্তমনা ব্লগার

“Ask yourself often, why do I have to think like other people think?”

মুক্তমনা ব্লগার › বিস্তারিত পোস্টঃ

আমরা তোমাকে ভুলবো না

০৮ ই মে, ২০১৬ ভোর ৪:৪৩

অনন্ত বিজয় দাশ
(৬ অক্টোবর,১৯৮২ - ১২ মে,২০১৫)

বিজ্ঞান ও বিজ্ঞানমনস্কতার ছোটকাগজ 'যুক্তি'র সম্পাদক। মানবতা এবং যুক্তিবাদ প্রতিষ্ঠায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০৬ সালে মুক্তমনা র‌্যাশনালিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ : (১) পার্থিব, (সহলেখক সৈকত চৌধুরী), শুদ্ধস্বর, ঢাকা, ২০১১। (২) ডারউইন : একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা, (সম্পাদিত), অবসর, ঢাকা, ২০১১। (৩) সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞান ও বিপ্লব : লিসেঙ্কো অধ্যায়, শুদ্ধস্বর, ঢাকা, ২০১২। (৪) জীববিবর্তন সাধারণ পাঠ (মূল: ফ্রান্সিসকো জে. আয়াল, অনুবাদ: অনন্ত বিজয় দাশ ও সিদ্ধার্থ ধর), চৈতন্য প্রকাশন, সিলেট, ২০১৪

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৬ ভোর ৫:১৫

সাগর মাঝি বলেছেন: বেঁচে আছো তুমি হৃদয়ে হৃদয়ে!!!

থাকবে যুগ যুগ যুগান্তরে.......!!!!!

০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:২৬

মুক্তমনা ব্লগার বলেছেন: বিজয় দা আমাদের শক্তি ও সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।

২| ০৮ ই মে, ২০১৬ ভোর ৬:৩৫

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: অনন্ত তুমি বেঁচে থাকো মানুষের হৃদয়ে অনন্তকাল।

০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:২৮

মুক্তমনা ব্লগার বলেছেন: বিজয় দা অবশ্যই বেচে থাকবেন আমাদের মনে,আর উনি যেখানে আছেন ভালই আছেন

৩| ০৮ ই মে, ২০১৬ সকাল ৭:২৪

অবনি মণি বলেছেন: ভাইয়াকে অনেক দেখেছি! যেদিন মারা যান একই হাস্পাতালে আমিও এক রোগী নিয়ে ছিলাম।

০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:৩০

মুক্তমনা ব্লগার বলেছেন: কি নিদারুন অবস্থায় তাকে দেখেছেন অবশ্যই অনেক কষ্ট পেয়েছেন জানি কিন্তু আমি তো শেষ দেখাটাও দেখতে পারিনি ।

৪| ১১ ই মে, ২০১৬ রাত ৮:৪৭

সোজোন বাদিয়া বলেছেন: তাঁকে স্মরণ করা এবং তাঁর রচনাগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ।

১৩ ই মে, ২০১৬ রাত ৩:৪২

মুক্তমনা ব্লগার বলেছেন: দাদাকে মাত্র এক বছরে অনেকেই ভুলে গেছে,খুব খারাপ লাগে উনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.