![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“Ask yourself often, why do I have to think like other people think?”
অনন্ত বিজয় দাশ
(৬ অক্টোবর,১৯৮২ - ১২ মে,২০১৫)
বিজ্ঞান ও বিজ্ঞানমনস্কতার ছোটকাগজ 'যুক্তি'র সম্পাদক। মানবতা এবং যুক্তিবাদ প্রতিষ্ঠায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০৬ সালে মুক্তমনা র্যাশনালিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ : (১) পার্থিব, (সহলেখক সৈকত চৌধুরী), শুদ্ধস্বর, ঢাকা, ২০১১। (২) ডারউইন : একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা, (সম্পাদিত), অবসর, ঢাকা, ২০১১। (৩) সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞান ও বিপ্লব : লিসেঙ্কো অধ্যায়, শুদ্ধস্বর, ঢাকা, ২০১২। (৪) জীববিবর্তন সাধারণ পাঠ (মূল: ফ্রান্সিসকো জে. আয়াল, অনুবাদ: অনন্ত বিজয় দাশ ও সিদ্ধার্থ ধর), চৈতন্য প্রকাশন, সিলেট, ২০১৪
০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:২৬
মুক্তমনা ব্লগার বলেছেন: বিজয় দা আমাদের শক্তি ও সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।
২| ০৮ ই মে, ২০১৬ ভোর ৬:৩৫
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: অনন্ত তুমি বেঁচে থাকো মানুষের হৃদয়ে অনন্তকাল।
০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:২৮
মুক্তমনা ব্লগার বলেছেন: বিজয় দা অবশ্যই বেচে থাকবেন আমাদের মনে,আর উনি যেখানে আছেন ভালই আছেন
৩| ০৮ ই মে, ২০১৬ সকাল ৭:২৪
অবনি মণি বলেছেন: ভাইয়াকে অনেক দেখেছি! যেদিন মারা যান একই হাস্পাতালে আমিও এক রোগী নিয়ে ছিলাম।
০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:৩০
মুক্তমনা ব্লগার বলেছেন: কি নিদারুন অবস্থায় তাকে দেখেছেন অবশ্যই অনেক কষ্ট পেয়েছেন জানি কিন্তু আমি তো শেষ দেখাটাও দেখতে পারিনি ।
৪| ১১ ই মে, ২০১৬ রাত ৮:৪৭
সোজোন বাদিয়া বলেছেন: তাঁকে স্মরণ করা এবং তাঁর রচনাগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ।
১৩ ই মে, ২০১৬ রাত ৩:৪২
মুক্তমনা ব্লগার বলেছেন: দাদাকে মাত্র এক বছরে অনেকেই ভুলে গেছে,খুব খারাপ লাগে উনার জন্য ।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৬ ভোর ৫:১৫
সাগর মাঝি বলেছেন: বেঁচে আছো তুমি হৃদয়ে হৃদয়ে!!!
থাকবে যুগ যুগ যুগান্তরে.......!!!!!