নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাসী, কিন্তু মনের দরজা খুলে রাখাতে বিশ্বাস করি। জীবনে সবথেকে বড় অনুচিত কাজ হল মনের দরজা বন্ধ রাখা। আমি যা জানি সেটাই সত্য, বাকি সব মিথ্যা…এটাই অজ্ঞানতার জন্ম দেয়।

মুক্তমনা ব্লগার

“Ask yourself often, why do I have to think like other people think?”

মুক্তমনা ব্লগার › বিস্তারিত পোস্টঃ

পরীক্ষার জন্য জীবন নয়,জীবনের জন্য পরীক্ষা

১১ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

জীবনটা তো আপেক্ষিক...
কারো কাছে বড়..
আবার কারো কাছে ছোট....
এ দুনিয়ায় মানুষ বেঁচে থাকার জন্য মৃত্যুর সাথে পাঞ্জা লাগে।
আর কেউ কেউ..মৃত্যুর জন্য বেঁচে থাকার সাথে যুদ্ধ করে!
তাও এমন কিছু কারণে,যেগুলোর মুল্য কখনোই তাদের জীবনের চেয়ে বেশি না..

প্রতি বছর প্রত্যেক বোর্ড পরীক্ষার পর অনেক ছেলেমেয়ে আত্মহত্যা করে।
কিন্তু কেন ???
কারণ আমাদের সমাজ শিখিয়ে দেয়,
"বোর্ড পরীক্ষাই জীবনের সব"
আর আমরা বলি দোষ তাদের??
পরীক্ষার জন্য জীবন নয়,জীবনের জন্য পরীক্ষা...
কেউ জানে না কে কতক্ষণ এ পৃথিবীতে আছে...
আর জীবন যখন শেষ হবে,তখন গোল্ডেন কি-প্লাটিনাম এনে দিলেও তার মুল্য হবে শূন্য!
আর বেঁচে থাকলে,তোমার কাছে সবসময় সুযোগ আসবে সফল হওয়ার।
নিজের হাতে নিজেকে পরাজিত করো না...
বাঁচো নিজের জন্য।।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৬ রাত ৮:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর আমরা বলি দোষ তাদের??
পরীক্ষার জন্য জীবন নয়,জীবনের জন্য পরীক্ষা...
কেউ জানে না কে কতক্ষণ এ পৃথিবীতে আছে...
আর জীবন যখন শেষ হবে,তখন গোল্ডেন কি-প্লাটিনাম এনে দিলেও তার মুল্য হবে শূন্য!
আর বেঁচে থাকলে,তোমার কাছে সবসময় সুযোগ আসবে সফল হওয়ার।
নিজের হাতে নিজেকে পরাজিত করো না...
বাঁচো নিজের জন্য।।।

দারুন বলেছেন।

++++++++++++

১৩ ই মে, ২০১৬ রাত ৩:২২

মুক্তমনা ব্লগার বলেছেন: ধন্যবাদ ভাই

২| ১১ ই মে, ২০১৬ রাত ৮:১১

সোজোন বাদিয়া বলেছেন: সময়োপযোগী পোস্ট, প্রশংসা রইলো।

১৩ ই মে, ২০১৬ রাত ৩:২৩

মুক্তমনা ব্লগার বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.