![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“Ask yourself often, why do I have to think like other people think?”
মুক্তমনা লেখকদের হত্যার মিছিল চলছে অপ্রতিরোধ্য গতিতে । সরকার বিভ্রান্ত-যাদের হত্যা করা হচ্ছে, তারা নাস্তিক না আস্তিক। জঙ্গীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সরকারের উপর নাস্তিকতার ছাপ পড়ে কিনা-তাদের ভোট ব্যাংকে টান পড়ে কিনা। একাত্তুরে আমরাতো একটি সেক্যুলার বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম। কিন্ত আজ আমাদের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম, শুরুতে বিশমিল্লাহ-সাথে আবার ধর্মনিরপেক্ষতা ! কি গোঁজামিল ! একাত্তুরের একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি আজ বাকরুদ্ধ, ক্ষুদ্ধ, যারপরনাই শোকাহত। যারা আজ খুন হলেন, তাদের সবাইকে লেখালেখির সূত্রে আমি চিনি। তাদের প্রকাশিত বইয়ের আমি একজন পাঠক। আমি ভাবতে পারি না-সভ্যতার এ যুগে লেখার জন্য-লেখা প্রকাশের জন্য, কাউকে খুন করা হবে-খুন করে কেউ পার পেয়ে যাবে। কোথায় যাচ্ছে আমাদের একাত্তুরের যুদ্ধ-বিজয়ী বাংলাদেশ। এ তো আমার স্বপ্নের দেশ নয়। এ বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করি নি। মুক্তিযুদ্ধে চেতনায় বিশ্বাসী প্রিয় জনগণ, আমরা কি এখনো সবকিছু মেনে নেওয়ার নিষ্পৃহতায় ভুগতে থাকব? কিছু প্রাপ্তির আশায় মোসাহেবী-তোষামোদী করব? আমরা কি রুখে দাঁড়াব না? আমাদের প্রিয় মাতৃভূমিকে কতিপয় ধর্মান্ধ-মুর্খ-মৌলবাদী-অন্ধকারের জীব জঙ্গীদের হাতে ছেড়ে দিয়ে মুখে কুলূপ এঁটে নিরাপদে ঘরে বসে থাকব?
২৬ শে মে, ২০১৬ রাত ২:৫১
মুক্তমনা ব্লগার বলেছেন: না দাদা নতুন করে কেউ নয়,আগের ঘটনা গুলো খুব তাড়া করে তাই দুলাইন লেখা ।
২| ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
আহম্মেদ জাবেদ বলেছেন: মৌলবাদিরা মুক্তমনাদের উপর ক্ষেপল কেনো?????
২৬ শে মে, ২০১৬ রাত ২:৫৬
মুক্তমনা ব্লগার বলেছেন: খুব সুন্দর প্রশ্ন,
আপনি হয়ত মনে মনে ঠিক করে রেখেছেন নাস্তিক বলেই তাদের মারা হচ্ছে,আসলে ব্যাপারটা কিন্তু তা না।
মৌলবাদীরা আরো আগে থেকেই আমাদের ভুখন্ডে একটিভ ছিল তখন সরকারের কোনো সাপোর্ট ছিল না তবে ইদানিং কালে মুক্তমনা হত্যায় সরকার নিরব সমর্থন দিয়ে যাচ্ছেন কারণ সরকার যে গদিতে বসে আছে তা খুব নড়বড়ে ।
তাদের মারার পেছনে সরকারের হাত থাকাটাও অস্বাভাবিক কিছু না কজ মুক্তমনারা দেশের কথা ভাবতে চায় দেশের জন্য কিছু করতে চায় বাট আমাদের সরকার সেটা চায় না।
৩| ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
সোজোন বাদিয়া বলেছেন: জাতিটা কত বছর ৫০, ১০০, ২০০, নাকি ৪০০ বছর পিছিয়ে গেল? জানিনা। আমার ধারণা ৪০০ বছর আগেও এ মাটিতে মতামত প্রকাশের এবং প্রচারের অনেক বেশি স্বাধীনতা ছিল।
২৬ শে মে, ২০১৬ রাত ২:৫৭
মুক্তমনা ব্লগার বলেছেন: ভাই যে সেকুলার বাংলাদেশ গড়ার জন্য স্বাধীনতা হয়েছিল তা আজ কলুষিত এবং খুনের রাজনীতির কাছে পরাজিত ইভেন আমরাও অসহায়।
৪| ২৫ শে মে, ২০১৬ রাত ৮:০৬
প্রামানিক বলেছেন: সমস্যাই বটে।
২৬ শে মে, ২০১৬ রাত ২:৫৮
মুক্তমনা ব্লগার বলেছেন: শুধু সমস্যা নয় এ এক মারাত্মক সমস্যা দাদা।
৫| ২৬ শে মে, ২০১৬ রাত ৩:১৯
মোস্তফা ভাই বলেছেন: মুক্তমনারা বন্দুকের লাইসেন্স নিতে পারেন। কুপাতে এলেই অন্ডকোষে গুলি।
২৬ শে মে, ২০১৬ বিকাল ৫:৩১
মুক্তমনা ব্লগার বলেছেন: লাইসেন্স থাকলেও সরকার তখন আমাদের পিছেই লাগবে।
কারণ আমরা উগ্রবাদী নই...
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:৩৯
বিজন রয় বলেছেন: নতুন কেউ হলো নাকি?