নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাসী, কিন্তু মনের দরজা খুলে রাখাতে বিশ্বাস করি। জীবনে সবথেকে বড় অনুচিত কাজ হল মনের দরজা বন্ধ রাখা। আমি যা জানি সেটাই সত্য, বাকি সব মিথ্যা…এটাই অজ্ঞানতার জন্ম দেয়।

মুক্তমনা ব্লগার

“Ask yourself often, why do I have to think like other people think?”

মুক্তমনা ব্লগার › বিস্তারিত পোস্টঃ

কোথায় চলেছে দেশের সমকামী সম্প্রদায়?

০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৩

যদিও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান রাষ্ট্রের প্রতিটি নাগরিকের আইনের দৃষ্টিতে সমান, সমঅধিকার ও আইনের সমান আশ্রয় লাভের অধিকার ঘোষণা করেছে তারপরও এদেশের সমকামি সম্প্রদায় প্রতিনিয়ত নির্যাতন, অবহেলা ও প্রতিক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে সমকামিতা একটি গুরুতর ফৌজদারী অপরাধ, সমলিঙ্গীয় বিবাহ ও লিঙ্গ পরিবর্তন করা আইনতভাবে অবৈধ এবং পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে সমকামি ব্যক্তির প্রতি বৈষম্যের বিরুদ্ধে কোন আইনগত সুরক্ষা নেই।

সমগ্র বিশ্বের ৭২টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ একটি অন্যতম রাষ্ট্র যেখানে এই একাবিংশ শতাব্দিতেও সমকামিতাকে ফৌজদারী আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গন্য করা হয়েছে। বাংলাদেশের দণ্ডবিধির ৩৭৭ ধারায় কোন ব্যক্তি যদি স্বেচ্ছায় কোন পুরুষ, নারী বা পশু প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যৌন সঙ্গম করে, তবে তাকে আজীবন কারাদণ্ড দেয়া হবে, অথবা বর্ণনা অনুযায়ী নির্দিষ্টকালের কারাদণ্ড প্রদান করা হবে যা দশ বছর পর্যন্ত বর্ধিত হতে পারে, এবং এর সাথে নির্দিষ্ট অঙ্কের আর্থিক জরিমানাও দিতে হবে।

বিশ্বের যে ৭৫ টি রাষ্ট্রে এখনো সমকামিতা ফৌজদারি অপরাধ হিসাবে বিবেচিত হচ্ছে তার অধিকাংশ রাষ্ট্রই এশিয়া ও আফ্রিকা মহাদেশে অবস্থিত। যাদের মধ্যে অর্ধেক এর বেশি আবার কমন ওয়েলথভুক্ত রাষ্ট্র। অন্যদিকে বিশ্বের যে নয়টি রাষ্ট্রে সমলিঙ্গীয় বিবাহ বৈধ এবং সমকামী ব্যক্তির অধিকার অনেক বেশী নিশ্চিত তার অধিকাংশ উত্তর ও দক্ষিন আমেরিকা এবং পশ্চিম ইউরোপে অবস্থিত।

২০০৮ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে সমকামি অধিকারের বিরুদ্ধে যে ৫৯টি রাষ্ট্র অবস্থান গ্রহণ করেছিল বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম রাষ্ট্র। যদিও বাংলাদেশ সরকার ২০১৪ সালের জানুয়ারী মাসে হিজরাদের নারী পুরুষের বাহিরে পৃথক লিঙ্গ হিসাবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে তাদের জীবন মান উন্নয়নের জন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে।

দক্ষিন এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে এপর্যন্ত শুধুমাত্র ভারতে সমকামি সম্প্রদায়ের ব্যক্তি তাদের অধিকার প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিকভাবে আদালতের দ্বারস্থ হয়েছে। ২০০১ সালে কিছু সমকামী সংগঠন দণ্ডবিধির ৩৭৭ ধারাকে ( যা বাংলাদেশে প্রচলিত দণ্ডবিধির ৩৭৭ ধারার অনুরূপ) চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলে ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট যেকোন সাবালক ব্যক্তির গোপনেকৃত স্বেচ্ছায় অব্যনিজ্যিক যৌন সঙ্গমের বিরুদ্ধে বিদ্যমান সকল আইনগত বিধি-বিধান অবৈধ বলে ঘোষণা করে। এত কিছুর পরও কিন্তু ২০১৩ সালে ভারতীয় সুপ্রীম কোর্ট দিল্লি হাইকোর্টের উল্লেখিত রায় বাতিল বলে ঘোষণা করে।

কিছু কিছু সমকামী অধিকারকর্মী ও সংগঠন লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অধিকার আদায়ের জন্য গোপনে এবং সময়ে সমেয়ে খুব অল্প পরিসরে ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করলেও এখনো পর্যন্ত কোন সংগঠন বা ব্যক্তি পর্যায়ে কেউ তাদের আইনগত স্বীকৃতি নিশ্চিত করার জন্য আদালতের দ্বারস্থ হয়নি এবং আদালতের দ্বারস্থ হওয়ার মত কোন উদ্যোগও দৃশ্যমান নয়।

সাম্প্রতিক সময়ে সমকামী ব্যক্তি ও সমকামি অধিকারকর্মীদের উপর ইসলামী মৌলবাদীদের আক্রমন এবং সরকারের নজরদারী ও আইনগত নিপীড়ন বৃদ্ধি পাওয়ায় সমকামী ব্যক্তি ও সমকামি অধিকারকর্মীরা দিনে দিনে অদৃশ্য থেকে অদৃশ্যতর হয়ে যাচ্ছে। দেশের মোট জনসংখ্যার একটি বৃহৎ অংশের এভাবে অদৃশ্যমান হয়ে যাওয়া গণতান্ত্রিক রাষ্ট্রের মতাদর্শ, লিঙ্গীয় বৈচিত্র ও দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই সরকারের উচিত আদৃশ্যমান হতে যাওয়া সমকামী সম্প্রদায়ের অইনগত স্বীকৃতি প্রদান করে তাদের আইনগত সুরক্ষা প্রদান করা।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩২

সুমাইয়া আলো বলেছেন: আজ এই লেখাটি যদি আপনার বাবা_মা দেখতেন, তাহলে আবশোষ করে বলতেন ওরে মুক্তমনা ব্লগারের মা সেই রাতে আমরা তাড়াতাড়ি কেন শুয়ে গেলাম না। অন্তত মুক্তমনা ব্লগারের জন্ম হতো না।।।

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৬

মুক্তমনা ব্লগার বলেছেন: আহ ছোট্টবালিকা এখনো তোমার বোঝার আছে বাকী।

২| ০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৯

কামের কথা কন!! বলেছেন: একটু খারাপ ভাষায় লিখতে হচ্ছে বলে দুঃখিত!! এই সব বাল ছাল দের নিয়ে না লিখে। আশেপাশে দেখেন অনেক কিছু নিয়ে কাজ করার আছে। দেশে নিউ জেনারেশন এর নৈতিকতা চরম অবনতির দিকে। এভাবে বড় হয়ে গেলে এরাই একদিন দেশে অনৈতিকতা কে আরও অনেক দূরে নিয়ে যাবে। এটা হওয়ার আগে আপনার আশে পাশে দেখেন ২/৪ জন কে নিয়ে ছোট পরিসরে নৈতিকতা চর্চা করা এবং শিখানো যায় এমন কোন সংগঠন করা যায় কিনা। এতে দেশ এবং দশের অনেক উপকার হবে এবং এই ঘাড় হেলান প্রজম্ন কে ঘাড় উঁচু করা প্রজন্ম তে রূপান্তর করার জন্য আপনার অবদান কে সোনার অক্ষরে লিখে রাখবে।

কারন আপনাকে একদিন জিজ্ঞেস করা হবে "বিসাইড আদারস হোয়াট ইউ ডিড ফর ইউর কান্ট্রি এন্ড ফর ইউর সোসাইটি"

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৮

মুক্তমনা ব্লগার বলেছেন: আমাকে একদিন জিজ্ঞেস করা হলে আমি বলব আমি সমকামীদের অধিকার রক্ষায় কলম চালিয়েছি।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৫

তানভীরএফওয়ান বলেছেন: B-) :P Thank you সুমাইয়া আলো apu.

৪| ০৮ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
মুমিন মুমিনারা এত খ্যাপা কেন?
হস্থমৈথুন বা আঙ্গুল ব্যাবহার তো পাপ, এরপরও তো বিয়ে না হওয়া পর্যন্ত ব্যাবহারে কেউ কম যায় না।

সমকামী অধিকার নিয়ে কথা বলা হলে সে সমকামি হয়ে যায় না।
সংবিধানে রাষ্ট্রের প্রতিটি নাগরিক আইনের দৃষ্টিতে সমান। সমঅধিকার ও আইনের আশ্রয় লাভের অধিকার আছে।
শৃষ্টিকর্তার তৈরি মানুষ বেশির ভাগ নিখুত কিন্তু বাকি ৪-৫% কমবেশী খুত থাকে। যেমন
বাহাতি (বাইয়া),
দুইটিকি,
বেটে বামন,
অসম্পুর্ন বা ত্রুটিপুর্ন লিংগ (হিজড়া)
জমজ জোড়া
সমকামি/উভয়কামি
অটিষ্টিক।

শৃষ্টিকর্তার খেয়াল বা প্রাকৃতিক জেনেটিক কারনে এই অসম্পুর্ন বা ত্রুটিপুর্ন মানুষদেরতো আমরা ফেলে দিতে পারিনা।
এদের শান্তিপুর্ন স্বাধীনভাবে বসবাস করার অধিকার আছে। নাগরিক আইনের দৃষ্টিতে সমঅধিকার ও আইনের আশ্রয় লাভের অধিকার আছে।

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫২

মুক্তমনা ব্লগার বলেছেন: ওয়েল সেইড।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৬

শূণ্য পুরাণ বলেছেন: সমকামিতা একটি রোগ,অাপনি এদের সম্প্রদায় বানিয়ে দিলেন!

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫০

মুক্তমনা ব্লগার বলেছেন: ওরা তো অবশ্যই একটা সম্প্রদায়।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৩

সজীব মোহন্ত বলেছেন: বিশ্বের গোঁড়া, দরিদ্র, শিক্ষাদীক্ষায় পিছিয়ে থাকা দেশগুলোতেই সমকামিতা নিষিদ্ধ।

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫০

মুক্তমনা ব্লগার বলেছেন: ট্রু।

৭| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১৬

মশামাছি ভ্যানভ্যান করে বলেছেন: বাংলাদেশের সমকামী সম্প্রদায় জামাতি জারজ আর লেবাসধারী নব্য মুক্তমনাদের হোগার ভিতরে যাচ্ছে। এদের হোগার ছিদ্র নিয়ে তাই এরা খুব দুঃশ্চিন্তার আছে।

১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৫

মুক্তমনা ব্লগার বলেছেন: কুল ডাউন ম্যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.