নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাসী, কিন্তু মনের দরজা খুলে রাখাতে বিশ্বাস করি। জীবনে সবথেকে বড় অনুচিত কাজ হল মনের দরজা বন্ধ রাখা। আমি যা জানি সেটাই সত্য, বাকি সব মিথ্যা…এটাই অজ্ঞানতার জন্ম দেয়।

মুক্তমনা ব্লগার

“Ask yourself often, why do I have to think like other people think?”

মুক্তমনা ব্লগার › বিস্তারিত পোস্টঃ

মাদ্রাসা শিক্ষার নামে জঙ্গী, মৌলবাদী হওয়ার পথ রোধ করা দরকার

২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

বাংলাদেশে এবং ভারত উপমহাদেশে মাদ্রাসাভিত্তিক শিক্ষার ইতিহাস দুই শ’ বছরের বেশি। কালের পরিক্রমায় এখন ভাবার সময় এসেছে যে, এই মাদ্রাসায় ধর্ম শিক্ষার নামে যুগ যুগ ধরে জাতিকে প্রতিদান হিসেবে কি দিয়েছে? মাদ্রাসা শিক্ষার বিষয়ে কতগুলো লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে- প্রথমত ব্রিটিশ আমলে রক্ষণশীল মাদ্রাসা শিক্ষার বিপরীতে নিউ স্কীম মাদ্রাসা গড়ে উঠলে মাদ্রাসা শিক্ষায় ধর্ম শিক্ষার পাশাপাশি ইংরেজী, বাংলা, গণিত, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান বিষয় পাঠ্যবিষয়ের অন্তর্ভুক্ত হয়। লক্ষ্য করলে দেখা যাবে, এই নিউ স্কীম মাদ্রাসা থেকেই বের হয়ে আসা প্রথম প্রজন্মের শিক্ষিত মুসলমান ব্যক্তিরাই প্রধানত শিখা গোষ্ঠী গঠন করে, বুদ্ধির মুক্তি আন্দোলন, নারীর শিক্ষা ও অবগুণ্ঠন মুক্তির আন্দোলনের সূচনা করেন। বিপরীতে রক্ষণশীল মাদ্রাসাগুলো যুগের উপযোগী, যুগের প্রেক্ষিতকে বিবেচনা করে জাতির উন্নয়নে, পুরুষ-নারী, কারও এগিয়ে যাওয়ার পথে সহায়ক নেতৃত্ব দিতে সক্ষম, এমন কোন ব্যক্তি বা গোষ্ঠীর জন্ম দিতে সক্ষম হয়নি। বরং এই প্রাচীনপন্থী মাদ্রাসাগুলো ‘হেফ্জখানা’ তৈরি করে প্রজন্ম থেকে প্রজন্মকে যুগের অনুপযোগী, রক্ষণশীল, অনুদার, ভেদবুদ্ধি দ্বারা চালিত ব্যক্তি ও গোষ্ঠীর জন্ম দিয়ে জাতি ও দেশকে দ্বিধাবিভক্ত, বিভ্রান্ত ও উন্নয়নবিরোধী কর্মতৎপরতার মাধ্যমে সমাজে জঙ্গীত্বের বীজ বপনে সহায়তা করেছে! সবচেয়ে বড় উদাহরণ- ২০১৩-এর বিএনপি-নেত্রী খালেদার উস্কানি গ্রহণ করে মৌলানা শফির হেফাজতে ইসলামের নেতা ও অংশগ্রহণকারী তরুণ-কিশোররা সবাই হাটহাজারীসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী! যদিও ঐদিন তান্ডব চালিয়েছিল শিবির-জামায়াত, বিএনপির সন্ত্রাসী, অর্থাৎ, মাদ্রাসায় শিক্ষা গ্রহণরত শিশু, কিশোর, তরুণদের শিক্ষার দ্বারা নিজস্ব বুদ্ধি ও যুক্তিবোধ অর্জনের ক্ষেত্রে তাদের পঙ্গু করে রাখা হয়। দরিদ্রের সন্তানদের মাদ্রাসা শিক্ষার নামে জঙ্গী, মৌলবাদী হওয়ার পথ রোধ করা দরকার বৈষম্য এ পথেই রোধ করা সম্ভব হবে।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০২

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: এটা কি বললেন? এখন আপনার বিরুদ্ধে 'ইসলামবিদ্বেষী', 'কাফের', 'নাস্তিক' ইত্যাদী খেতাব জুটবে।

২| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমাদের দেশে ১৬-১৭ মিডিয়ামের শিক্ষা ব্যবস্থা।

একমুখী শিক্ষা প্রনয়নে সরকারকে আরো বেশি মনোযোগী হতে হবে।

৩| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৪

শিখণ্ডী বলেছেন: আমাদের দেশের দানশীল-মহানরা(?) মাদ্রাসা প্রতিষ্ঠা করে, কিন্তু মাদ্রাসায় পাশ করে কিভাবে জীবন চালাবে তার ব্যবস্থা করে না। পরিনামে এরা জীবিকার জন্য নতুন মাদ্রাসা গড়তে ওয়াজ, নসিহত শুরু করে, অনেকটা এমএলএম কোম্পানির মত--নিজে ঠকেছো আরো দশ জনকে ঠকিয়ে সেটা উসুল করো।

৪| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আইএস তৈরির কারখানা নর্থসাউথ নিয়ে আপনার কি মন্তব্য?

৫| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

মরুসিংহ বলেছেন: মাদ্রাসা শিক্ষা নিয়া এরকম ঢালাও লেখা বহু আছে যেগুলা হুজুগে বাঙালীর মতোই হুজুগের লেখা। মাদ্রাসা শিক্ষা নিয়া যদি এতই লেখার ইচ্ছা থাকে তাইলে একটা রিসার্চ শুরু কইরা দেন। কিছু তথ্যপ্রমাণ দিয়া লেখেন। আমরাও একটু উপকৃত হই। ভাইজান কি প্রাচীন পন্থী কোন মাদ্রাসার কোন ক্লাসের একটা সিলেবাস ফুল কইতে পারবেন?? নাকি গুগোল মাইরাই বুইঝা গেসেন মাদ্রাসা খ্রাপ।

৬| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: হেতেরে কেউ ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট শিটটা দেখাইয়া দেন।

৭| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১১

পবন সরকার বলেছেন: মুক্তমনা ব্লগার ভাই, মাদ্রাসার বর্তমান অবস্থা যাই হোক শুরুতে কিন্তু জঙ্গী ছিল না। ব্রিটিশ আমলে কেন মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো এবিষয়ে যদি আপনি অতীতের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন অনেক কিছু সত্য ঘটনা পেয়ে যাবেন। সেই সময়ে মুসলমানরা শিক্ষায় হিন্দুদের চেয়ে অনেক পিছিয়ে ছিল। কেন পিছিয়ে ছিল সেসব কাহিনী নাইবা বললাম। তবে হিন্দুদের শিক্ষার জন্য ভারতবর্ষে প্রচুর টোল ছিল কিন্তু মুসলমানদের শিক্ষার কোন ব্যবস্থা ছিল না। পিছিয়ে পড়া মুসলমানদের এগিয়ে নেয়ার জন্যই কিছু মুসলিম নেতৃবৃন্দের সহায়তায় এই মাদ্রাসার জন্ম হয় এবং ব্রিটিশ সরকারের কাছে অনুমতি নিয়ে উপমাহাদেশের সব চেয়ে পুরানো কলিকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। হিন্দু মুসলমানের মধ্যে শিক্ষার বৈষম্য দূরীকরণের জন্যই এই মাদ্রাসার জন্ম। শুধু তাই নয় মুসলমানরা যাতে শিক্ষায় এগিয়ে যেতে না পারে তার জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে না হতে পারে তার জন্য বাঘা বাঘা হিন্দু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধীতা করে ব্রিটীশ সরকারের কাছে লিখিত অভিযোগ নামাও জমা দিয়েছিল।
তবে জঙ্গীবাদ আমিও সমর্থন করি না, বর্তমানে মাদ্রাসাকে আরও আধুনিকীকরণ করা দরকার। যাতে গরীব, ধনী সব শ্রেণীর লোক স্কুল কলেজের পাশাপাশি মাদ্রাসায় পড়ার আগ্রহ প্রকাশ করে।

৮| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৩

রাতুল_শাহ বলেছেন: মাদ্রাসা নিয়ে মাঠ পর্যায়ের বিশ্লেষণ দিলে ভালো গুরুত্ব পাওয়া যেত। তাত্ত্বিক ধারণা ঢালাওভাবে দোষারোপ করাটাও কেমন!
মাদ্রাসায় কারা পড়ে?
কেন পড়ে?
দেশে কি স্কুল কলেজের স্বল্পতা।

কত ধরনের মাদ্রাসা আছে?
কি ধরনের শিক্ষা দেয়?

আমাদের ভূমিকা কি?

বিভিন্ন দিক বিবেচনার আছে।

৯| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪১

কাউয়ার জাত বলেছেন: আপনার পরিচয়:
আপনি অজয় রায়ের ছেলে, অভিজিৎ রায়ের ভাই।
আপনার বাবা আজীবন দিল্লীর পেইড দালালীর ঠিকাদারি করেছে। আপনিও কি দাদাবাবুদের থেকে এই এজেন্ডা পেয়েছেন নাকি?

১০| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪২

কাউয়ার জাত বলেছেন:
কাউয়ার জাত বলেছেন:
আপনার পরিচয়:
আপনি অজয় রায়ের ছেলে, অভিজিৎ রায়ের ভাই।
আপনার বাবা আজীবন দিল্লীর পেইড দালালীর ঠিকাদারি করেছে। আপনিও কি দাদাবাবুদের থেকে এই এজেন্ডা পেয়েছেন নাকি?

১১| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

কাউয়ার জাত বলেছেন:

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: এটা কি বললেন? এখন আপনার বিরুদ্ধে 'ইসলামবিদ্বেষী', 'কাফের', 'নাস্তিক' ইত্যাদী খেতাব জুটবে

অজয় রায়, অভিজিৎ-কুভিজিত রায়ের পুরা পরিবারটাই উপরোক্ত খেতাবের উপযুক্ত। তো আপনার সমস্যা কি?

১২| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

আবু তালেব শেখ বলেছেন: হলি আর্টিজান কিংবা সব জংগি অভিযানে কত জন মাদ্রাসা ছাত্র ছিল? আপনার মাথায় ইসলাম বিদ্যেষি ঢুকছে তারফলাফল লেখায় পরিফুস্টিত।
মাদ্রাসা যদি জংগি তৈরির কারখানা হতো তাহলে মাননিয় প্রধান মন্ত্রি কখনো মাদ্রাসা শিক্ষা ব্যবস্হা কে এতো গুরুত্ব দিতেন না। বর্তমান সরকার কঠোর হাতে জংগি দমন করছে ।

১৩| ২১ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:০৭

সালান বলেছেন: হলি আর্টিজান কিংবা সব জংগি অভিযানে কত জন মাদ্রাসা ছাত্র ছিল? আপনার মাথায় ইসলাম বিদ্যেষি ঢুকছে তারফলাফল লেখায় পরিফুস্টিত।

১৪| ২১ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: LOL
এইতো সেদিন শিক্ষামন্ত্রী স্বীকার করেছেন, মাদ্রাসার কেউ দুর্নীতি করতে পারতো না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মাদ্রাসা জঙ্গি উৎপাদন করে না। আপনি কে আবার?

১৫| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩

টারজান০০০০৭ বলেছেন:
লক্ষ্যটা মাদ্রাসা নহে , লক্ষ্যটা ইসলাম ! মাদ্রাসা হইলো ইসলামের দুর্গ, কেন্দ্র ! তাই মাদ্রাসা নিয়া পাঁঠাদের বিচি দোলানো, অপপ্রচার চলিবেই ! গরু যেমন সকালে খাইয়া দুপুরে বইসা জাবর কাটে, ব্লগের পাঁঠারা তেমন বাসি টপিক জাবর কাটিয়া পুলক অনুভব করিতেছে ! আফসোস ! এতবার বিচি হারাইয়াও ইহাদের সুমতি হইলো না !

১৬| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:২৮

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: মাদ্রাসা নাকি ইসলামের দূর্গ?
ইসলামের দূর্গ হলে শিক্ষক-ছাত্রের প্রেমলীলা চলতো ওখানে? নাকি এসব খবর পাওয়া যেত?
মাদ্রাসা নাকি ইসলামের দূর্গ?
ইসলামের দূর্গ হলে শিক্ষক-ছাত্রের প্রেমলীলা চলতো ওখানে? নাকি এসব খবর পাওয়া যেত?

মাদ্রাসা হচ্ছে ভন্ডামির কারখানা। আর সেটার পৃষ্ঠপোষকেরা পায়ুপ্রেমী ধর্মব্যবসায়ী। সেগুলোর সাথে প্রকৃত ইসলামের কোনও সম্পর্ক নেই। বরং বিকৃত ইসলামের শিক্ষা দিয়ে চরমপন্থী তৈরী করা হয় সেখানে। এবং বাকিটা সবাই জানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.