![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“Ask yourself often, why do I have to think like other people think?”
জহির রায়হান (১৯ আগস্ট ১৯৩৫ – ৩০ জানুয়ারি ১৯৭২) একজন বাংলাদেশি উপন্যাসিক, লেখক এবং চলচ্চিত্র নির্মাতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নির্মিত প্রামণ্যচিত্র “স্টপ জেনোসাইড” নির্মানের কারণেই তিনি সম্ভবত সর্বাধিক পরিচিত। জহির রায়হান ১৯৫২ সালের ভাষা আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। ভাষা আন্দোলন তার মাঝে এত গভীর প্রভাব বিস্তার করেছিল যে তিনি বাস্তব অভিজ্ঞতা নির্ভর করে “জীবন থেকে নেয়া” কিংবদন্তীতুল্য চলচ্চিত্র নির্মাণ করেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং মহান মুক্তিযুদ্ধের উপর “স্টপ জেনোসাইড” নামের একটি প্রামাণ্যচিত্র তৈরি করেন। পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক এবং পরে নিহত জহির রায়হানের আপন ভাই বিখ্যাত কথাসাহিত্যিক শহিদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে জহির রায়হান রহস্যজনকভাবে নিজেই নিখোঁজ হয়ে যান ১৯৭২ সালের ৩০ জানুয়ারি। পরে অবশ্য প্রমাণ মেলে কিছু সশস্ত্র বিহারী চক্রান্তকারী এবং ছদ্মবেশি পাকিস্তানি সৈনিক জহির রায়হানকে নির্মমভাবে হত্যা করেছে।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ফজলুল হক নামের একজন চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক জহির রায়হানের বিরুদ্ধে অভিযোগ করে রাষ্ট্রপতি মুজিবের কাছে একটা চিঠি লেখে। ফজলুল হক অভিযোগ করে জহির রায়হান তার “স্টপ জেনোসাইড” প্রামাণ্যচিত্রে শেখ মুজিব, আওয়ামীলীগ এবং ছয় দফা দাবীকে অবজ্ঞা করেছেন। ফজলুল হক আরও অভিযোগ করে জহির রায়হান তার প্রামাণ্যচিত্রে ভ্লাদিমির ইলিচ ইলিয়ানোভ লেনিনের ছবি ব্যবহার করেছেন। ফজলুল হক মুজিবনগর সরকারকে জহির রায়হানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করে। কিন্তু ফলাফল ঘটে ঠিক উল্টো, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ জহির রায়হানের প্রামাণ্যচিত্রের উচ্ছসিত প্রশংসা করেন। স্টপ জেনোসাইড ১৯৭২ সালে তাসখন্দ চলচ্চিত্র উৎসবে পুরষ্কার জিতে নেয়। প্রামাণ্যচিত্রটি ১৯৭৫ সালে দিল্লির চলচ্চিত্র উৎসবে SIDLOC পুরষ্কার লাভ করে। জহির রায়হানের বিরুদ্ধে চিঠিটি ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল’ সংগ্রহশালায় সংরক্ষিত আছে যার তথ্যসূত্র নিচে দেয়া হলোঃ Memo No. PS/SEC/III/110, Dated 10th Sept., 1971
বরাবর
প্রধানমন্ত্রী,
বাংলাদেশ সরকার
বিষয়ঃ জনাব ফজলুল হকের চিঠি, জহির রায়হান নির্মিত প্রামাণ্যচিত্রের প্রদর্শনী প্রসঙ্গে।
এখানে বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক ফজলুল হকের চিঠির সংযুক্তি সন্বিবেশিত হয়েছে। চিঠিটি নিজেই এই চিঠি লেখার প্রসঙ্গ ব্যাখ্যা করছে। আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি জনাব ফজলুল হক যেসব অভিযোগ দায়ের করেছে সেগুলো খতিয়ে দেখা হোক এবং গুরুত্ব বিবেচনা করে দেশের সর্বোচ্চ স্বার্থে সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ করা হইল।
এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিয়ে প্রামাণ্যচিত্রটির প্রদর্শনী বাতিল করে আমাকে জানানো হোক।
(সৈয়দ নজরুল ইসলাম)
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
সংযুক্তিঃ চিঠির একটা অনুলিপি।
স্যার,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে, বিষয়টা গভীর উদ্বেগের এবং আমার জানামতে জাতীয় গুরুত্বপূর্ণ। জহির রায়হানের পরিচালনায় আমরা একটা প্রামাণ্যচিত্রের “স্টপ জেনোসাইড” প্রদর্শনী দেখলাম আজ কলকাতার এক ঘরোয়া আয়োজনে।
প্রামাণ্যচিত্রটির নির্মানে আর্থের যোগান দিয়েছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার এসোসিয়েশন এবং প্রযোজিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী সমিতি এবং বাংলাদেশ লিবারেশন কাউন্সিল অফ ইন্টেলিজেনশিয়ালের যৌথ উদ্যোগে। প্রামাণ্যচিত্রটি ভারত সরকারের কাছে বিক্রি হতে পারে যাতে ভারত তার নিজ দেশে এবং পৃথিবীর অন্যান্য দেশে প্রদর্শনীর ব্যবস্থা করতে পারে।
প্রামাণ্যচিত্রটি শুরু হয়েছে ভ্লাদিমির ইলিচ লেনিনের একটা ছবি এবং তার বক্তব্যের মধ্য দিয়ে যেখানে ইন্ডিয়াতে বাংলাদেশের উদ্বাস্তু এবং আমাদের মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ ক্যাম্প নিয়ে তেমন কিছুই প্রদর্শিত হয় নি। আমার ধারণা এই প্রামাণ্যচিত্রের গুরুতর সমস্যা হলো এখানে আমাদের প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য বা তার কোন ছবি নেই বা আওয়ামীলীগ সম্পর্কে একটি শব্দও উল্লেখ করা হয়নি বা আমাদের ছয়দফা দাবী নিয়েও কিছু বলা হয়নি।
আমি মনে করি যদি এই প্রামাণ্যচিত্র ভারতে বা বহির্বিশ্বে প্রচার হয় তাহলে দর্শকের মনে হতে পারে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হচ্ছে অন্যকোন উদ্দেশ্যে যেটা আমরা নিজেরাও বিশ্বাস করি না। যদি এই প্রামাণ্যচিত্রটি ভারতের কোন পরিচালক নির্মাণ করতেন তাহলে হয়ত আমরা মন্তব্য করা থেকে বিরত থাকতে পারতাম কিন্তু যেহেতু এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আমাদের বাংলাদেশের একজন পরিচালক সেহেতু আমরা চুপচাপ বসে থাকতে পারি না। আমি নিজে ব্যক্তিগতভাবে এই প্রামাণ্যচিত্রের বিরোধীতা করছি এবং আপনার কাছে বিনীত অনুরোধ ভারতীয় সরকারের মাধ্যমে জনসাধারণ দেখে ফেলার আগেই প্রামাণ্যচিত্রটি বন্ধে অতিসত্ত্বর ব্যবস্থা গ্রহণ করুন।
তা যদি না করা হয় তাহলে আমি একাই প্রামাণ্যচিত্রটি প্রচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করব।
গভীর বিনয়াবনত,
ফজলুল হক
বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক
প্রযত্নে, জনাব বিনয় রায়, ১১৪/এ পার্ক স্ট্রিট
কলকাতা-১৭
রাষ্ট্রপতি
বাংলাদেশ সরকার
মুজিবনগর
২| ১৬ ই মে, ২০১৮ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: কেহ বিশ্বাস করে, কেহ করে না। যে বিশ্বাস করে সেও সত্য-মিথ্যা যাচাই করে না, যে অবিশ্বাস করে সেও না। বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নটা নির্ভর করে মানুষের খুশির উপর। ধর্মান্ধতা নিপাত যাক, মুক্তচিন্তা মুক্তি পাক।
এই কথা গুলি ভালো লেগেছে।
৩| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:৫৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: ফজলুল হকের চিঠিতে চামচামি'র আভাস পাওয়া যাচ্ছে।
জহির রায়হান হত্যা সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৮ রাত ৩:১১
সোহানী বলেছেন: তো এ ফজলুল হকটা কে? তার উল্লেখযোগ্য চলচিত্র কি কি? জহির রায়হানের মতো দেশ বরেণ্য ব্যাক্তিত্বর বিরুদ্ধে এ ধরনের চিঠি লিখা বা তার হুমকির পিছনে কারন কি?.................
এমন একজন দেশ বরেণ্য ব্যাক্তিকে ওরা হত্য করলো তার উপর স্বাধীন দেশের মাটিতে তা সত্যিই বিস্বয়কর। আজো তার বিচার হলো না.............. হায়রে দেশ!!!!!!