নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বছর হলো ; তবুও নিঃসঙ্গ বৃক্ষের মতো নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতোই একা পড়ে আছি আজও। একাই আছি এই দীর্ঘশ্বাসের মতো! তোমারও কি শুধু দীর্ঘশ্বাস,গ্রীলে বিষন্ন গোধূলী?

অবনি মণি

যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।

অবনি মণি › বিস্তারিত পোস্টঃ

এই আমার জীবন

০১ লা মে, ২০১৪ বিকাল ৫:১৭

আমি একটা বাস্তববাদী মেয়ে ।কর্মে বিশ্বাস করি আবেগে নয় ।কিছুটা যে আবেগ নেই তাও না ।যেখানে আবেগ কাজ করে সেখানেই প্রয়োগ করার চেষ্টা করি ।



যাদের ভালোবাসি তাদের প্রতি অনেক অভিযোগ ,অনুযোগ থাকে তবে যারা এসব কে মূল্যায়ন করে ।



বদ্ মেজাজ আর জেদ এর কারণে জীবনে অনেক মূল্যবান সম্পদ হারিয়েছি ।চেষ্টা করছি ত্যাগ করার কিন্তু এখনো হচ্ছেনা ।কিছু আবেগী ভালোবাসা আমাকে আরো জেদি বানিয়ে দেয় ।পরিবারের সদস্যরা এসবকে স্বাভাবিকভাবে নিলেও পৃথিবী নিবেনা এটাই স্বাভাবিক ।



জীবনে অনেক শারিরীক এবং মানসিক ধকল সহ্য করে আমি কেবল এই পর্যায়ে ।আমার গন্তব্যে পৌছাতে আরো দীর্ঘ সময়ের প্রয়োজন এবং আশা করি আল্লাহ আমাকে সাহায্য করলে সেই গন্তব্যে পৌছাতে সক্ষম হবো ।



অনেক হতাশাপূর্ণ জীবন যাপন করলেও ব্যর্থতা আমাকে কখনো গ্রাস করেনি , আশা করি করবেও না ।যদি নিজেকে ব্যর্থ মনে করতাম তবে হয়তো আজ ১ মে ২০১৪ পর্যন্ত আমার বেঁচে থাকা হতোনা ।



আমার পৃথিবী সত্যিই অনেক বড় আর আমি চাই আত্মসম্মান আর মানবতাবোধের সাথে সেইগুলো নিয়েই বেঁচে থাকতে ।



কিছু সম্বলহীন স্বজনদের কিছুটা সহযোগীতা করার প্রবল আকাঙ্কা নিয়ে জীবনে বড় হবার স্বপ্ন দেখছি । আশা করি আমিই পারবো ।



কিছু সম্পদশালী মানুষদের ত্যাগ করতে চাই যারা সম্পদের অহংকারে মানবিকতা টুকুও হারিয়ে ফেলেছে ।



ভালো থাকুক সব শ্রেণীর মানুষ ।অক্ষত থাকুক তাদের মূল্যবোধ ,জাগ্রত থাকুক তাদের মানবতাবোধ ,অক্ষুণ্ণ থাকুক তাদের মনুষ্যত্ব ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৪ ভোর ৫:০৮

ভোদাই বাঙালী বলেছেন: আপনার কথা গুলো শুনে মনে হচ্ছে আপনি কনো একটা লক্ষের দিকে এগিয়ে যাচ্ছেন । যদি লক্ষ্য থাকে অটুট তাহলে আপনি অব্যশই আপনি আপনার
টার্গেট এ পৌঁছতে পারবেন । আর জীবন সংগ্রামের প্রত্যেকটা অধ্যায় সাথে সংগ্রাম
করাটাই হচ্ছে জীবন । প্রত্যেকটি মানুষের জেদই হেচ্ছে তার অধপতনের মুল কারন । keep cool your mind and Enlightened on your target. Then Success become your own hand
ধন্যবাদ ভাল থাকবেন

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৫

অবনি মণি বলেছেন: অত্যন্ত দুঃখিত যে আমি তখন মন্তব্যের রিপ্লাই কিভাবে দেয় জানতাম না।রিপ্লাই দিয়েছিলাম তবে সেটা রিপ্লাই না হয়ে মন্তব্য হয়ে গিয়েছিল!"

২| ০৭ ই মে, ২০১৪ রাত ১১:৩০

অবনি মণি বলেছেন: thanks for inspiration

৩| ০৮ ই মে, ২০১৪ রাত ১১:৩১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার দুনিয়া এবং আখিরাতে সফলতা কামনা করছি...

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৫

অবনি মণি বলেছেন: অত্যন্ত দুঃখিত যে আমি তখন মন্তব্যের রিপ্লাই কিভাবে দেয় জানতাম না।রিপ্লাই দিয়েছিলাম তবে সেটা রিপ্লাই না হয়ে মন্তব্য হয়ে গিয়েছিল!"

৪| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৭

অবনি মণি বলেছেন: ধন্যবাদ আপনাকে জনাব জহিরুল ইসলাম

৫| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৯

খায়রুল আহসান বলেছেন: কথা অল্প বলেছেন, তবে বেশ মূল্যবান। কথাগুলো হতাশাগ্রস্তদের জন্য প্রেরণার বাণী।
আমার একটা কবিতায় আপনার মন্তব্য পেয়ে আপনার প্রথম লেখাটা পড়তে এখানে চলে এলাম। সুন্দর লিখেছেন। + +
এটা আপনার প্রথম পোস্ট, তাই বিলম্বে হলেও সুস্বাগতম এবং শুভকামনা জানিয়ে গেলাম।

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৩

অবনি মণি বলেছেন: অনেক ধন্যবাদ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.