নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বছর হলো ; তবুও নিঃসঙ্গ বৃক্ষের মতো নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতোই একা পড়ে আছি আজও। একাই আছি এই দীর্ঘশ্বাসের মতো! তোমারও কি শুধু দীর্ঘশ্বাস,গ্রীলে বিষন্ন গোধূলী?

অবনি মণি

যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।

অবনি মণি › বিস্তারিত পোস্টঃ

বন্ধুদের প্রতিদান

০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৬



আমি আমার বন্ধুদের ভালবেসেছিলাম

বিনিময়ে ওরা দিয়েছে ফেরত শূধূ অপমান ,

দিয়েছে প্রানভরে ধিক্কার ।

তবু তারা খান্ত হয়নি

তাদের বুকে প্রজ্জলিত হচ্ছে প্রতিশুধের আগুন

এ আমার ভালবাসার প্রতিদান ,

আমার পাপের প্রায়শ্চিত্ত ।



আমি আমার বন্ধুদের ভালবেসেছিলাম

ভালবাসিনি তো করেছি যে পাপ

তাইতো পেয়েছি আমি বিনিময়,

পেয়েছি শুধ ঘ্রিনাভরা কথা,

দেখেছি তাদের রক্তাক্ত চোখ !

ওরা আমায় করেছে খত বিখত

এ আমার ভালবাসার প্রতিদান,

আমার পাপের প্রায়শ্চিত্ত ।



আমি আমার বন্ধুদের ভালবেসেছিলাম

ভালবেসেছিলাম ,ভাল জানি বলে

অত্থচ ওরা কিনা আমায় আড়চোখে দেখে !

আমাকে নিয়ে করে সমালোচোনা ,

আমার নামে মিথ্যএ কথন তোলে

কেউ কেউ আবার দূরে ঠেলে দেয় ।

এ শুধু ই আমার ভালবাসার প্রতিদান,

আমার পাপের প্রায়শ্চিত্ত ।



August 9, 2012

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.