![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।
অ-সুখের অসুখে অত্যাচারিত ; অশান্তি , অস্বস্থি আর অস্থিরতায় অত্যাচারিত ; অনিয়ম আর অনিদ্রায় অত্যাচারিত ; অভিযোগ আর অনুযোগের তো শেষই নেই । এই ধরনের "অ" এর বিলীন চাই । অকর্মা থেকে কর্মঠ হতে চাই ; অমর হতে চাইনা ; অমনোযোগী নয় ,যেকোন কাজে মনোযোগী হতে চাই ।
এইসব "অ" ছাড়া বাঁচতে চাই !
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
অবনি মণি বলেছেন: আমি মুক্তি পেয়েছি আপনি কি পেয়েছেন??
২| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৯
আমি স্বর্নলতা বলেছেন: বাহ! ভালইত।
অ থেকে মুক্তি মিলুক।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
অবনি মণি বলেছেন: আলহামদুলিল্লাহ্ মুক্তি মিলেছে !
৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৫
মিজানুর রহমান এএমএস বলেছেন: মুক্তি চাইলে কি পাওয়া যায়? পেতে হলে ত্যাগ স্বীকার করতে হয়।। করেন কি?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
অবনি মণি বলেছেন: করার সর্বোত্তম প্রচেষ্টা করি !
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২০
অবিবাহিত ছেলে বলেছেন: আমারও 'অ' থেকে মুক্তি মিলেছে ।
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৪
অবনি মণি বলেছেন: আলহামদুলিল্লাহ্ ! খুশি হলাম !
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:০০
অবিবাহিত ছেলে বলেছেন: অবিবাহিত থেকে বিবাহিত হতে চাই..