নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বছর হলো ; তবুও নিঃসঙ্গ বৃক্ষের মতো নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতোই একা পড়ে আছি আজও। একাই আছি এই দীর্ঘশ্বাসের মতো! তোমারও কি শুধু দীর্ঘশ্বাস,গ্রীলে বিষন্ন গোধূলী?

অবনি মণি

যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।

অবনি মণি › বিস্তারিত পোস্টঃ

"অ" এর অত্যাচার থেকে মুক্তি চাই

০৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৬





অ-সুখের অসুখে অত্যাচারিত ; অশান্তি , অস্বস্থি আর অস্থিরতায় অত্যাচারিত ; অনিয়ম আর অনিদ্রায় অত্যাচারিত ; অভিযোগ আর অনুযোগের তো শেষই নেই । এই ধরনের "অ" এর বিলীন চাই । অকর্মা থেকে কর্মঠ হতে চাই ; অমর হতে চাইনা ; অমনোযোগী নয় ,যেকোন কাজে মনোযোগী হতে চাই ।



এইসব "অ" ছাড়া বাঁচতে চাই !

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:০০

অবিবাহিত ছেলে বলেছেন: অবিবাহিত থেকে বিবাহিত হতে চাই..

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

অবনি মণি বলেছেন: আমি মুক্তি পেয়েছি আপনি কি পেয়েছেন??

২| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৯

আমি স্বর্নলতা বলেছেন: বাহ! ভালইত।

অ থেকে মুক্তি মিলুক।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

অবনি মণি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ মুক্তি মিলেছে !

৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

মিজানুর রহমান এএমএস বলেছেন: মুক্তি চাইলে কি পাওয়া যায়? পেতে হলে ত্যাগ স্বীকার করতে হয়।। করেন কি?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

অবনি মণি বলেছেন: করার সর্বোত্তম প্রচেষ্টা করি !

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২০

অবিবাহিত ছেলে বলেছেন: আমারও 'অ' থেকে মুক্তি মিলেছে ।

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৪

অবনি মণি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ ! খুশি হলাম !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.