নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বছর হলো ; তবুও নিঃসঙ্গ বৃক্ষের মতো নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতোই একা পড়ে আছি আজও। একাই আছি এই দীর্ঘশ্বাসের মতো! তোমারও কি শুধু দীর্ঘশ্বাস,গ্রীলে বিষন্ন গোধূলী?

অবনি মণি

যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।

অবনি মণি › বিস্তারিত পোস্টঃ

আমার বন্ধুরা . . . . . . . .

০৬ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৬





আমার বন্ধুরা আমার খুব কাছাকাছি থেকে আমার অনেক উপকার করে এসেছে ।আমি তাদের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করছি এবং করে যাব আগামী দিনগুলোও ।তারা আমার জীবনের অনেক দূর্বলতার কথা জেনে আমি না চাইতেই আমার পাশে এসে দাড়িয়েছে ,না চাইতেই তারা যেকোন কাজে সাহায্য করতে এগিয়ে এসেছে ,না চাইতেই দুনিয়া সম্পর্কে অবগত করার চেষ্টা করেছে । শুধু আর্থিক সহযোগীতা ছাড়া সবধরনের সহযোগীতা করে আসছে দীর্ঘদিন থেকে ।আর্থিক সহযোগীতার প্রয়োজন পড়েনি তাই নেয়াও হয়নি হয়তো ।চাইলে ও কখনো না করতো না এ আমার বিশ্বাস ছিল ।



যাই হোক ; আমিও স্বার্থপরের মতো শুধু নিয়েছি ই কিন্তু এতো এতো উপকারের বিনিময়ে দেয়ার মতো কিছুই ছিলনা আমার কাছে আর আজও নেই ।



নিঃসন্দেহে বলতে পারি ঐসব বন্ধুরাই ছিল আমার জীবনের সেরা নিঃস্বার্থ বন্ধু ।



এদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি । কিভাবে নিজের আত্মসন্মান বজায় রেখে জীবন কে উপভোগ করতে হয় ,কিভাবে অপ্রত্যাশিত কিছু ঘটনাকে সহজভাবে নিতে হয় ! জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনাকেই ইতিবাচক দৃষ্টিতে দেখা ওদের কাছ থেকেই শিখেছি আমি ।আমার নেতিবাচক দিকগুলো পরিহার করাতে ওরাই আমায় সাহায্য করেছে ।জীবনকে ভালোবাসতে শিখিয়েছে ,মানুষকে ভালোবাসতে শিখিয়েছে । আরো অনেক কিছু , অনেক .....অনেক........অনেক কিছু !!



এদের ই দু'একজন আবার হয়তো আমার কাছে কিছু পাওয়ার প্রত্যাশি ছিল ।যেমন ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ,উপকারের বিনিময়ে উপকার ,সহযোগীতার বিনিময়ে সহযোগীতা । এতো উপকারের বিনিময়ে আমি কী-ই-বা দিতে পারি ; তাই কৃতঙ্গতা প্রকাশ করা ছাড়া আমার কিছু করার নেই ।



যাদের গল্প বলে শেষ করতে পারিনা ,আমার দৈনন্দিন কাজের মাঝে যাদেরকে প্রতিমুহুর্তে উদাহরণ হিসেবে দাড় করাই ,কোন নেতিবাচক ভাবনা ভাবতে গিয়েও ওদের কথা মনে করেই ইতিবাচক ভাবি তারাই যখন বলে আমি অকৃতঙ্গ ,আমি স্বার্থপর ,আমি তাদেরকে বিনিময়ে কি দিয়েছি !তারা যখন সব উপকারের খোটা দিতে সামান্য দ্বিধাবোধ করেনি তখনি তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করেছি ।কারণ আমি জানি তাদের ঋণ আমার রক্ত দিয়েও শোধ করতে পারবোনা ,তাই চেষ্টা করেছি এড়িয়ে চলার ।কিন্তু তাও এরা হতে দেয়নি ।ওরা চায়নি যে ওদের পরিত্যাগ করে আমি একা হয়ে যাই ।



ওরা হয়তো জানতোনা আমি ওদের নিয়ে কতো গর্ববোধ করি ।আমি ওদেরই দেখানো পথে হাটার চেষ্টা করি ।কারো সমালোচনা করা ওরা কোনদিনও পছন্দ করতো না ।চরম শত্রুর সাথেও সদা হাস্যোজ্জ্বল ভাবে কথা বলতো যা আমার মধ্যে ছিলনা ।ওরাই আমায় অনুপ্রেরণা যোগাতো এসব কাজে ।



আমি জানি আমি একেবারেই নিরপরাধ ছিলামনা ,আমিও মানুষ ,আমারো ভূল থাকতে পারে কিংবা ছিলই তার জন্যে বোধ হয় আমি ক্ষমা চেয়েও নিয়েছিলাম ।যাদের কে আমি পরিত্যাগ করার প্রচেষ্টায় ব্যস্ত ,এড়িয়ে যাওয়ার জন্যে সর্বদা দূরে দূরে থাকার চেষ্টা নিয়ে ব্যস্ত । এদের ই একজন তাদেরকে ছেড়ে দেবার অনুরোধ করলে তাদেরকে আমার আর কি বলার আছে !!



না ; এইসব নিঃস্বার্থ বন্ধুদের প্রতি আমার কোন ক্ষোভ নেই ,অভিমান নেই ,অভিযোগ নেই ,নেই কোন অনুযোগও ।তবে আশা করবো সবার কাছে যে কোন বন্ধুর এমন উপকার করোনা যে উপকারের বিনিময়ে কিছু দিতে না পেরে তোমাদের সেই বন্ধুটি আজ আমার মতো মর্মাহত ।



তোমাদের ঋণ কোনদিন শোধিতেনা পারলেও আশা করি মনে রাখতে পারবো বাকী জীবন ।আর শেষ আরো একটা উপকার চাইবো তোমাদের কাছে "পারলে ক্ষমা করো "।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২১

মকসুদ মনি বলেছেন: বন্ধুত্বে অভিমান থাকে, কখনো কিছুটা অভিযোগও থাকে। তবে "ধ্যৎত্তেরি বাদদেতো সব"---- এই একটি শব্দের হাঁসিতেই হয়ে যায় সব সমাধান।-----
না হলে আর বন্ধু কিসের!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

অবনি মণি বলেছেন: হুম !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.