নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বছর হলো ; তবুও নিঃসঙ্গ বৃক্ষের মতো নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতোই একা পড়ে আছি আজও। একাই আছি এই দীর্ঘশ্বাসের মতো! তোমারও কি শুধু দীর্ঘশ্বাস,গ্রীলে বিষন্ন গোধূলী?

অবনি মণি

যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।

অবনি মণি › বিস্তারিত পোস্টঃ

এটা গল্প হলেও পারতো ............

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৩৩


বছর দুয়েক আগে সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল হিমেল রহমান এর সাথে । ফেবুর যেকোনো একটা পেজ এ দেখে তিনি নক করেছিলেন কেবলি কৌতূহল থেকে ।যাই হোক ; তার ইচ্ছে ছিল অপরিচিত হিসেবে কিছুদিন পক পক করবেন তারপর পগার পার । কিন্তু সে যাত্রায় তিনি ব্যর্থ হলেন । মাত্র তিনদিন পর তাঁকে চিনে নিলাম । নাম শুনা অদেখা এক মানুষ, বাড়ি ও খুব কাছাকাছি ,তাঁর পরিবারের প্রত্যেকটা মানুষ আমার জানাশুনার ভেতরে ই ।

যাইহোক ; ভালো ভাবে চিনে নেবার পর আমার ও কথা বাড়তে থাকলো তাঁর সাথে । সম্পর্কের গভীরতা বাড়তে বাড়তে অতঃপর সেটা গড়াল মুঠো ফোন অবধি ।শুরু হল প্রেমালাপ ,কিছু রোমান্স ভাগাভাগি ; আর চাঁদনী রাতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা । ঝুম বৃষ্টিতে এক সাথে ভেজার কতো পরিকল্পনা ; বৃষ্টির মুহূর্তে কমপক্ষে একটা টেক্সট মেসেজে করা মিস হতোনা তাঁর !

তিনি ছিলেন প্রবাসে তাই ইচ্ছে করলেও হঠাৎ দেখা করার কোন পরিকল্পনা ছিলোনা । দেশে এসে কিভাবে কোথায় দেখা হবে এসবের আশা তিনি ই দিতেন যদিও জানতাম যে সেটা কোন প্রেম ছিলোনা স্থায়িত্ব লাভের মত ! কেবল ছিল তাঁর দেয়া মিথ্যে কিছু আশা । তাই সে আশা কখনো লালন করা হয়নি বুকের ভেতর ।

অতঃপর মাত্র তিন মাসের মাথায় শুরু হয়ে গেল ভাঙ্গন মেলা এবং পরিশেষে সকল আকুতি অন্ধকারে ফেলে রেখে তৃষিত বুভুক্ষু আত্মায় তীব্র শ্বাসকষ্ট নিয়ে দিনযাপন অথবা অতৃপ্ত অপূর্ণ অবসাদগ্রস্হ হৃদয়ে গভীর বিষন্নতায় নীরব নির্জন রাতে একাকী নিঃসঙ্গ জেগে থাকা ।

দুবছর অতিবাহিত হবার পর হঠাৎ সংবাদ পেলাম তিনি ফিরে এসেছেন তাঁর প্রিয় মাটি ও মানুষের কাছে । ভেবেছিলাম কখনো তাঁর সামনে দণ্ডায়মান হবোনা তবু মন সে বাঁধা মানলনা তাই যখন শুনলাম আমার চোখের সামনে তিনি তাঁর নতুন কর্মজীবন শুরু করেছেন তখন মাত্র কয়েক মিনিটেই তাঁকে সারপ্রাইজ দেয়ার দুষ্টুমি বুদ্ধি মাথায় চাপল আর মুহুরতেই তাঁর বাস্তবায়ন ঘটালাম । আমি জানিনা তিনি কতটা বিস্মিত হয়েছেন তবে বিব্রত হয়েছেন এটা নিশ্চিত ।

আমার দুঃস্বপ্নের নায়ক হিমেল রহমান যদি ভুলক্রমে এ লেখাটা পড়ে থাকেন তবে যাবার বেলায় তাঁর উদ্দেশ্যে দুটি কথা বলে যাই ;

হিমেল , তোমার সৃষ্ট পটভূমিতে সামঞ্জস্য বিধান করতে গিয়ে অবশেষে একটা অপরিচ্ছন্ন ডোবায় নামতে পারতাম । তোমার-ই বিরচিত প্রেক্ষাপট আমাকে বাধ্য করেছিল তোমার প্রতি কাঁদা ছুঁড়তে কিন্তু আমি সে থেকে বিরত ছিলাম । আমি-তো কেবল তোমার পুষ্প সুলভ মালতী সৌরভের মাধুর্য চেয়েছি-তবে কেন আমায় এমন বিষকাঁটায় রক্তাক্ত করলে ? - না ,অভিযোগ নয় । আর কোনরূপ প্রতিহিংসাও হৃদয়ের গহীনে পুষে রাখতে চাইনা -তাই তোমাকে আরেকবার সুযোগ দিচ্ছি - তোমার অনুভূতিশীল অন্তরাত্মা দিয়ে এ বিদগ্ধ অন্তর উপলব্ধি করো । প্লিজ বাটখারা আর দাঁড়িপাল্লায় আর নয় ! এ মনের ওজন যে ঐ মণের থেকেও অনেক ভারী ।

আজ আমি আলোহীন পৃথিবি ভালোবেসে জেগে থাকি রাত্রির গুহায় । নিরন্তর আঁধারের হাতছানি আজ আমার একমাত্র গন্তব্য । নিরবচ্ছিন্ন অন্ধকারের তিমিরে নিজেকে বিলিয়ে দেওয়ার লক্ষ্যে-ই কেবল এখন আমার ক্ষয়িষ্ণু জীবন বহমান ।

-------অপ্রত্যাশিত রিমঝিম ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৮

এহসান সাবির বলেছেন: হিমেল, রিমঝিম আপনাকে কিছু লিখেছে...

উনি ভালোই লিখেছেন....

২| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৩

অদৃশ্য বলেছেন: ভালো লেগেছে লিখাটি...

শুভকামনা...

৩| ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০০

অবনি মণি বলেছেন: ধন্যবাদ

৪| ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০০

অবনি মণি বলেছেন: হাহাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.