নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বছর হলো ; তবুও নিঃসঙ্গ বৃক্ষের মতো নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতোই একা পড়ে আছি আজও। একাই আছি এই দীর্ঘশ্বাসের মতো! তোমারও কি শুধু দীর্ঘশ্বাস,গ্রীলে বিষন্ন গোধূলী?

অবনি মণি

যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।

অবনি মণি › বিস্তারিত পোস্টঃ

নিষ্প্রাণ ভালোবাসা

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০২

আমি উর্বশী নই

স্বর্গের অপ্সরী নই

আমি তো সাদাপরি নীল পরি

কিছুতো নই ।

আমি সুদর্শনা নই

অসারাধন কিছু নেই আমার

রূপে গুনে পরিপূর্ণ নই !

মেধা নেই

মননশীল নই

প্রতিভাও ক্ষীণ ।

আশা-আকাঙ্খা নেই

কিছু প্রত্যাশা হয়

কখনো মলিন

অহংকার বোধ নেই

ঘৃণা নেই ;



আছে শুধু

কিছু নির্লিপ্ত ভালোবাসা

ব্যাথা- বেদনা

বিরহ-কান্না

কয়েক ফুটা জলের আঁচড়

আছে শুধু

নিষ্প্রাণ হাহাকারভরা

বিরামহীন ভালোবেসে যাওয়া

প্রস্ফুটিত হৃদয় !







মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: "বিরামহীন ভালোবেসে যাওয়া
প্রস্ফুটিত হৃদয় !"

আর কিছুর প্রয়োজন হয় না।
কবিতায় স্বচ্ছ ভাললাগা।
শুভ কামনা

২| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮

নিলু বলেছেন: লিখে যান

৩| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪২

অবনি মণি বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র

৪| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫

অবনি মণি বলেছেন: ধন্যবাদ অনুপ্রেরণা যোগানোর জন্যে ।@ নিলু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.