![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।
নারী বিদ্ধেষী হবোনা কেন ?
যখন দেখছি নিজ চোখে ;
তুমি নারী হয়ে
অন্য নারীর সংসার বিনষ্ট করছ
নারী বিদ্ধেষী হবোনা কেন ?
যখন দেখছি নিজ চোখে ;
তুমি নারী হয়ে
নারী গৃহ পরিচারিকার উপর নির্যাতন করছ ।
নারী বিদ্ধেষী হবোনা কেন ?
যখন দেখছি নিজ চোখে ;
তুমি নারী হয়ে
তোমার মতোই অন্য নারীকে
দেহ ব্যবসার কাজে লিপ্ত করছ ।
নারী বিদ্ধেষী হবোনা কেন ?
যখন দেখছি নিজ চোখে ;
তুমি নারী হয়ে
অন্য নারীকে পাচার করছ
টাকার লোভে ।
নারী বিদ্ধেষী হবোনা কেন ?
যখন দেখছি নিজ চোখে ;
তুমি নারী হয়ে
নারীর ভালো সহ্য করতে পারছনা ।
নারী বিদ্ধেষী হবোনা কেন ?
যখন দেখছি নিজ চোখে ;
তুমি নারী হয়ে
তোমার নারী বন্ধুর ক্ষতি
করে যাচ্ছ অবিরত !
(তবুও আমি একজন গর্বিত নারী কারণ আমি একজন নারী)
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২
অবনি মণি বলেছেন: দুঃখিত ! আমি এখনি দেখছি ! আরজুপানি !
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩১
আরজু পনি বলেছেন:
আরজুপানি নয়...আরজু পনি
পানি !
পনি ... আকার হবে না
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৯
রোদেলা বলেছেন: নারী বিদ্বেসী না হয়ে নারীর পাশে থেকে ভুল শুধরে দেওয়াটাই সমিচীন হবে।ভালো থাকুন।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৪
অবনি মণি বলেছেন: ধন্যবাদ আপনার পরামর্শের জন্যে ! সবসময় সেই চেষটায় আছি ! রোদেলা !
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬
অবনি মণি বলেছেন: আবারো দুঃখিত ! আরজু পনি
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: নারী বিদ্বেষী হতে পারছি না।
দুঃখিত।
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮
অবনি মণি বলেছেন: ব্যক্তিগত ভাবে অনেক আহত হয়ে এ লেখাটা ! আপনার না হওয়াটা ই শ্রেয় ! দিশেহারা রাজপুত্র !
৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৯
কলমের কালি শেষ বলেছেন: হুম । কথা সত্য তবে নারী বিদ্বেষী হওয়া ঠিক নয় কারন ভালোর উদাহরণও নেহাৎ কম নয় ।
১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩
অবনি মণি বলেছেন: আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া ! আসলে ব্যক্তিগতভাবে অনেক আহত হওয়াতে এ লেখাটা চলে আসলো ! কলমের কালি শেষ ভাইয়া !
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
অবিবাহিত ছেলে বলেছেন: নারীদের সমস্যার পিছনে নারীরাও সমানভাবে দায়ী ।
১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
অবনি মণি বলেছেন: একমত আপনার সাথে ! অবিবাহিত ছেলে !
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬
আরজু পনি বলেছেন:
----------
বিচ্ছেদেও যখন সুখ থাকে !... আপনার এই লেখায় মন্তব্য করে জবাব পাইনি ...