নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বছর হলো ; তবুও নিঃসঙ্গ বৃক্ষের মতো নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতোই একা পড়ে আছি আজও। একাই আছি এই দীর্ঘশ্বাসের মতো! তোমারও কি শুধু দীর্ঘশ্বাস,গ্রীলে বিষন্ন গোধূলী?

অবনি মণি

যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।

অবনি মণি › বিস্তারিত পোস্টঃ

নারী বিদ্ধেষী

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫

নারী বিদ্ধেষী হবোনা কেন ?

যখন দেখছি নিজ চোখে ;

তুমি নারী হয়ে

অন্য নারীর সংসার বিনষ্ট করছ



নারী বিদ্ধেষী হবোনা কেন ?

যখন দেখছি নিজ চোখে ;

তুমি নারী হয়ে

নারী গৃহ পরিচারিকার উপর নির্যাতন করছ ।



নারী বিদ্ধেষী হবোনা কেন ?

যখন দেখছি নিজ চোখে ;

তুমি নারী হয়ে

তোমার মতোই অন্য নারীকে

দেহ ব্যবসার কাজে লিপ্ত করছ ।



নারী বিদ্ধেষী হবোনা কেন ?

যখন দেখছি নিজ চোখে ;

তুমি নারী হয়ে

অন্য নারীকে পাচার করছ

টাকার লোভে ।



নারী বিদ্ধেষী হবোনা কেন ?

যখন দেখছি নিজ চোখে ;

তুমি নারী হয়ে

নারীর ভালো সহ্য করতে পারছনা ।



নারী বিদ্ধেষী হবোনা কেন ?

যখন দেখছি নিজ চোখে ;

তুমি নারী হয়ে

তোমার নারী বন্ধুর ক্ষতি

করে যাচ্ছ অবিরত !



(তবুও আমি একজন গর্বিত নারী কারণ আমি একজন নারী)

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬

আরজু পনি বলেছেন:

----------
বিচ্ছেদেও যখন সুখ থাকে !... আপনার এই লেখায় মন্তব্য করে জবাব পাইনি ...

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২

অবনি মণি বলেছেন: দুঃখিত ! আমি এখনি দেখছি ! আরজুপানি !

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩১

আরজু পনি বলেছেন:

আরজুপানি নয়...আরজু পনি

পানি ! :(

পনি ... আকার হবে না :(

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৯

রোদেলা বলেছেন: নারী বিদ্বেসী না হয়ে নারীর পাশে থেকে ভুল শুধরে দেওয়াটাই সমিচীন হবে।ভালো থাকুন।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৪

অবনি মণি বলেছেন: ধন্যবাদ আপনার পরামর্শের জন্যে ! সবসময় সেই চেষটায় আছি ! রোদেলা !

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬

অবনি মণি বলেছেন: আবারো দুঃখিত ! আরজু পনি

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: নারী বিদ্বেষী হতে পারছি না।
দুঃখিত।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮

অবনি মণি বলেছেন: ব্যক্তিগত ভাবে অনেক আহত হয়ে এ লেখাটা ! আপনার না হওয়াটা ই শ্রেয় ! দিশেহারা রাজপুত্র !

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৯

কলমের কালি শেষ বলেছেন: হুম । কথা সত্য তবে নারী বিদ্বেষী হওয়া ঠিক নয় কারন ভালোর উদাহরণও নেহাৎ কম নয় ।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩

অবনি মণি বলেছেন: আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া ! আসলে ব্যক্তিগতভাবে অনেক আহত হওয়াতে এ লেখাটা চলে আসলো ! কলমের কালি শেষ ভাইয়া !

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

অবিবাহিত ছেলে বলেছেন: নারীদের সমস্যার পিছনে নারীরাও সমানভাবে দায়ী ।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

অবনি মণি বলেছেন: একমত আপনার সাথে ! অবিবাহিত ছেলে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.