![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।
"স্বপ্ন আমরা অনেকেই দেখি ---- কিন্তু অন্যের চোখে স্বপ্ন জাগিয়ে তোলার কাজটা করতে পারি ক'জন ? ক'জন পারি নিজের ভালো থাকার সাথে নিঃস্বার্থ জড়িয়ে নিতে অন্যের দুঃখ কিংবা আনন্দ !
আজ আমার জীবনের সাথে যোগ হয়েছে অনেক প্রাপ্তির পালক ! কিন্তু পাওয়া না পাওয়ার হিসেব ভাবায়না আমাকে আমি কেবল জানি সামনে অনেক পথ , হেটে যেতে হবে সবাইকে সাথে নিয়ে ।"
আমি জানি আমার অপেক্ষা একদিন শেষ হবে আমি সেদিন প্রাণ খুলে হাসতে পারবো , কাঁদতে পারবো ! ওদের হাসি যে আমাকে হাসায় ওদের কান্না যে আমাকে কাঁদায় ! ওরা যে আমার হাতের দিকে চেয়ে বসে আছে । প্রতিদিন ওরা একটা ফোন কলের অপেক্ষায় থাকে ! জানিনা ওরা আমার কথায় ভরসা পায় কিনা তবু আমি চেষ্টার ত্রুটি করিনা । বিলাসী জীবন যাপন কোনোদিন ই করিনি আমি ,আমার মন যে চায়নি সেটা ! বন্ধুদের সাথে তাল মেলানোর চেষ্টা করিনি কখনো কারণ আমি জানি সেরকম কিছু করতে গেলে আমি যে ঐ হাসিগুলো দেখতে পাবনা কোনোদিন । দুচোখ ভরা স্বপ্ন ওদের ! আমি কি পারবো পূরণ করতে ! জানিনা তবু হাঁটছি এক অজানা পথে ......
ওরা হল কেউ বিধবা ,কেউ এতিম আবার কেউবা দুঃস্থ । সহায় সম্বলহীন কিছু মানুষ যাদের নিয়ে আমার অনেক স্বপ্ন ! যাদের একটা প্রানবন্ত হাসি আমার জীবনকে সার্থক করে তোলে ! আমি হাসি আবার আমিই কাঁদি !
(প্রথম চার লাইন সুমন্ত আসলাম এর একটা বই থেকে নেয়া । নিজের সাথে মিলে গেলো তাই লিখে ফেললাম)
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬
অবনি মণি বলেছেন: আপনাদের শুভকামনাই আমার এগিয়ে চলার হাতিয়ার । ধন্যবাদ ।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৩
সুফিয়া বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭
অবনি মণি বলেছেন: ধন্যবাদ আপনাকেও
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৬
নিলু বলেছেন: লিখে যান
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯
অবনি মণি বলেছেন: ধন্যবাদ
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: জীবন হলো হেঁটে চলা এক সুদীর্ঘ পথ।
সুখ আর দুঃখের মিশেল।
কিন্তু সমস্যা হয় কখন জানেন -
যখন ফিরে দেখি কেউ নেই। নিঃসঙ্গ আমি।
একাকী জীবন অনেক কষ্টের।
শুভ কামনা রইল যেন আপনার চলার পথে ভালো লাগা কিছু মুহূর্ত থাকে আর কিছু স্বপ্ন যাকে জড়িয়ে থাকবে প্রিয় কিছু মানুষ।
৫| ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৪৯
অবনি মণি বলেছেন: ধন্যবাদ অনেক।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
আধখানা চাঁদ বলেছেন: ভাল স্বপ্ন সাধারণত অপূর্ণ থাকে না। আর্থিকভাবে স্বচ্ছল অনেক মানুষ এমন ভাল স্বপ্ন দেখেন না, দেখতে চান ও না।
স্বপ্ন দেখুন, ধারণ করুন, বাস্তবে পরিণত করুন। নিরন্তর শুভকামনা।