![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।
মনে শুধু আগুন আছে
ফাগুন কেন আসেনা ?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৪
অবনি মণি বলেছেন: প্রকৃতিতে এসেছে বটে !
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৫
মকসুদ মনি বলেছেন: খুলে দেখো দখিনা জানালা--------সেখানে অপেক্ষায় ফাগুনের প্রজাপতি পথিক
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮
শাহরীয়ার সুজন বলেছেন: আসবেতো বাট একটু সুযোগ দিতে হবে। মনের দোয়ার বন্ধ থাকলে ফাগুন আসবে কী করে?
প্রকৃতিতে কিন্তু ফাগুন চলে এসেছে।