![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।
আহা কি আনন্দ আকাশে বাতাসে
আহা কি খুশি যে লাগিছে মনেতে
আহা প্রাণের মানুষের ই টানে
চলেছি পথেরও পানে!
কতদিন দেখিনি যাহাদের
দেখা মিলিবে আজ তাহাদের
জড়াবো বুকের ভেতর যে
ভাঙ্গবে শোকের ঐ পাথর যে!
আহা এত সুখেরও ওপারে
একা থাকি যে কি করে!
হাতছানি দিয়ে যায় আমারে
তবুও যেতে হয় সব ছেড়ে!
আহা ভালোবাসায় কেন এতো সুখ
কেন যে ভূলা যায়না একটিও মুখ
এমন যদি হতো থাকতোনা কোনো দুখ
আসতোনা নেমে বুকে কোনো শোক!
আহা কি আনন্দ আকাশে বাতাসে
আহা কি খুশি যে লাগিছে মনেতে।
©somewhere in net ltd.