![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।
মাঝে মাঝে ইচ্ছে হয়
তোমাকে একটা নির্ঘুম রাত উপহার দিতে,
ইচ্ছে হয় তোমাকে নিয়ে দেখা
স্বপ্নগুলো সাজাতে পরতে পরতে।
ইচ্ছে হয়
গাংচিল হয়ে আকাশ ভেসে বেড়াতে।
জানো, খুব ইচ্ছে হয়
স্বপ্ন ভেলায় ডুব দিয়ে বহূ দূর পাড়ি দিতে ;
ইচ্ছে হয়
কল্পনাতে রং ছোঁয়াতে
ইচ্ছে হয় কষ্টগুলোকে বিলীন করে দিতে
ইচ্ছে হয়
নির্জনতাকে আপন করে নিতে!
ইচ্ছে হয়
পূর্ণিমারাত গুলো তোমার সাথে কাটাতে
খুব ইচ্ছে...
২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৪
অবনি মণি বলেছেন: ধন্যবাদ
২| ২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৫
আমি সৈকত বলছি বলেছেন: ইচ্ছের কবিতা ভালো লাগলো।
মানুষের ইচ্ছে গুলোর কোন শেষ নাই,
রোজ অজস্র জন্ম হয় আর মৃত্যু হয়
শুভ কামনা রইলো।
২৬ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১২
অবনি মণি বলেছেন: অনেক ধন্যবাদ আমাকে উৎসাহ যোগানোর জন্যে !
৩| ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪০
তুষার কাব্য বলেছেন: ইচ্ছেগুলো স্বাধীন হয়ে ঘুরে বেড়াক, উড়ে বেড়াক ।
২৬ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১০
অবনি মণি বলেছেন: ধন্যবাদ ! তাই যেন হয় !
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩০
সমুদ্র_বাংলা বলেছেন: কিংবা ইচ্ছে হয়
একগুচ্ছ কদম হাতে ভিজতে তোমার সাথে !!
বাহ ! ভাল লাগল