![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।
আর কতো পথ হেটে যেতে হবে বুঝিনা ;
হাটতে হাটতে এ পথের শেষ কোথায় পাবো ?
ভাবনাগুলো যে বিস্তৃত হতে পারছেনা এতোটুকু !
পারছেনা নতুনের সাথে জড়াতেও ;
পথে তো কোন কাঁটা চোখে পড়েনা !
তবে কি চোখগুলি আমার অন্ধ ?
নাকি এ বসুধা?
আমার বিক্ষিপ্ত ভাবনাগুলো কেন এমন হলো ?
অহর্নিশ ছুটে চলা জয়ের বাসনায়
আমার সমস্ত দেহের নিরলস ঝাপাঝাপি ......
তবু কেন আমি এতো নির্বিকার ?
এই নিরবিচ্ছন্ন কষ্ট গুলো কেন বার বার
মূর্ছনা দিয়ে যায় এ মনে ?
_________ ১১/০২/২০০৮
©somewhere in net ltd.