![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।
কই থেকে তোর আবির্ভাব
কই যে চলে যাস !
কই থাকে তোর ভালোবাসা
কই আছে নির্যাস !
কই থাকে তোর ভাবনাগুলি
কই যে চলে যায় !
কই থেকে তুই দেখলি আমায়
কই তোর চোখ চায় !
কই থাকে তোর নিরব ভাষা
কই থাকে পাগলামি!
কই থেকে তুই শিখলি এসব
কই প্রেমের মাতলামি !
২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৩
অবনি মণি বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ !
২| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: অনুকাব্য ভালো লেগেছে।
৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৫
অবনি মণি বলেছেন: অশেষ ধন্যবাদ ভালো লাগার জন্যে !
৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৫
এস.এম ইমন বলেছেন: মন্দ নয়..
৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৬
অবনি মণি বলেছেন: যাক ! তবুও ধন্যবাদ !
৪| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৩
কলমের কালি শেষ বলেছেন: এতো কই এর উত্তর সে কিভাবে দিবে !!
ভাল লেগেছে ।
৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৭
অবনি মণি বলেছেন: তাই তো ! ভাবিনি তো !
ধন্যবাদ ভালো লাগার জন্য !
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৭
সোহেল আহমেদ পরান বলেছেন: প্রেমে পড়ে কমবেশি
মাতাল সবাই হয়
প্রেমের নাম পাগলামি
তাই অনেকে কয়।
সুন্দর লিখেছেন