![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।
চলো ধ্বংসের নিশানায় বিচরণ করি ;
দিন যায়,রাত্রিও কেটে যায়
প্রশান্ত বাতাস বয় সারাবেলা ;
তবু পাইনা তোমার নিঃশ্বাস !
পাইনা তৃষ্ণার এক ফোটা জল।
চলো তবে ;
নৃশংস আগুনে পুড়ি,
তছনছ হয়ে যাই।
সমস্ত দূরত্ব আর বাধার প্রাচীর ভেঙ্গে
নির্জন কোনো লেকের ধারে কিংবা
মৌন রেস্তোরায় বসে
একটু কুশল বিনিময় করি পরস্পর।
চলো সবুজ বৃক্ষের কাছে যাই ;
কিংবা নির্জন নদীর কাছে
অথবা চঞ্চল ঝর্ণার কাছে যাই
মিটাই তৃষ্ণার শীতল জলধারা।
নাহয় চলো ;
দু'চোখের নির্দয় আগুনে পোড়ে
দগ্ধ হয়ে যাই
নতুবা অনায়াসে ঝরাই ব্যথিত
বিষাদঅশ্রু।
আর অপেক্ষায় থাকি
মনুষ্যত্ব, বিবেক আর শুভ মুল্যবোধের।
২২ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৬
অবনি মণি বলেছেন: অশেষ ধন্যবাদ।
২| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৯
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো
২২ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৭
অবনি মণি বলেছেন: ধন্যবাদ।
৩| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ওগুলো দারুণ অলস। ভীতু। দুপা এগোয় তো তিন পা পিছোয়। অপেক্ষা তাই অনন্তকালের।
কবিতায় ভালো লাগা।
২২ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৭
অবনি মণি বলেছেন: একদম ঠিক।ধন্যবাদ।
৪| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৩
সুমন কর বলেছেন: ভালো লাগল।
২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৫
অবনি মণি বলেছেন: আপনাদের ভালো লাগায় বেঁচে থাকতে চাই।ধন্যবাদ।
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৭
অদৃশ্য বলেছেন:
লিখাটি ভালো লেগেছে...
শুভকামনা...
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৬
অবনি মণি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪২
আয়েশা আহমদ বলেছেন: ভালোলাগা রেখে গেলাম ।