নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বছর হলো ; তবুও নিঃসঙ্গ বৃক্ষের মতো নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতোই একা পড়ে আছি আজও। একাই আছি এই দীর্ঘশ্বাসের মতো! তোমারও কি শুধু দীর্ঘশ্বাস,গ্রীলে বিষন্ন গোধূলী?

অবনি মণি

যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।

অবনি মণি › বিস্তারিত পোস্টঃ

\'\' অপেক্ষা\'\'

২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৪



চলো ধ্বংসের নিশানায় বিচরণ করি ;

দিন যায়,রাত্রিও কেটে যায়
প্রশান্ত বাতাস বয় সারাবেলা ;
তবু পাইনা তোমার নিঃশ্বাস !
পাইনা তৃষ্ণার এক ফোটা জল।

চলো তবে ;
নৃশংস আগুনে পুড়ি,
তছনছ হয়ে যাই।

সমস্ত দূরত্ব আর বাধার প্রাচীর ভেঙ্গে
নির্জন কোনো লেকের ধারে কিংবা
মৌন রেস্তোরায় বসে
একটু কুশল বিনিময় করি পরস্পর।

চলো সবুজ বৃক্ষের কাছে যাই ;
কিংবা নির্জন নদীর কাছে
অথবা চঞ্চল ঝর্ণার কাছে যাই
মিটাই তৃষ্ণার শীতল জলধারা।

নাহয় চলো ;
দু'চোখের নির্দয় আগুনে পোড়ে
দগ্ধ হয়ে যাই
নতুবা অনায়াসে ঝরাই ব্যথিত
বিষাদঅশ্রু।

আর অপেক্ষায় থাকি
মনুষ্যত্ব, বিবেক আর শুভ মুল্যবোধের।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪২

আয়েশা আহমদ বলেছেন: ভালোলাগা রেখে গেলাম ।

২২ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৬

অবনি মণি বলেছেন: অশেষ ধন্যবাদ।

২| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৯

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো

২২ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৭

অবনি মণি বলেছেন: ধন্যবাদ।

৩| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ওগুলো দারুণ অলস। ভীতু। দুপা এগোয় তো তিন পা পিছোয়। অপেক্ষা তাই অনন্তকালের।
কবিতায় ভালো লাগা।

২২ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৭

অবনি মণি বলেছেন: একদম ঠিক।ধন্যবাদ।

৪| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৩

সুমন কর বলেছেন: ভালো লাগল।

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৫

অবনি মণি বলেছেন: আপনাদের ভালো লাগায় বেঁচে থাকতে চাই।ধন্যবাদ।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৭

অদৃশ্য বলেছেন:


লিখাটি ভালো লেগেছে...

শুভকামনা...

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৬

অবনি মণি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.