নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বছর হলো ; তবুও নিঃসঙ্গ বৃক্ষের মতো নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতোই একা পড়ে আছি আজও। একাই আছি এই দীর্ঘশ্বাসের মতো! তোমারও কি শুধু দীর্ঘশ্বাস,গ্রীলে বিষন্ন গোধূলী?

অবনি মণি

যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।

অবনি মণি › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট একটা ভালোবাসা/এই তো শুধু চায় গো সবাই.....তবে

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

ভালোবাসা ব্যপারটা আপেক্ষিক। তাই একে বুঝতে হলে অনুভূতির প্রয়োজন হয়। তাছাড়া ভালোবাসা ঘিরে নানা ধরনের ব্যাপার উঠে আসতে পারে।সত্যিকারের ভালোবাসা অন্তর দিয়ে অনুভব করতে হয়। ক্ষেত্রবিশেষে এটি একেক সময় একেক রূপ নিতে পারে। অনুভূতি ফুরিয়ে গেলে এটিও কমে আসতে পারে।

এই কাঙ্খিত ভালোবাসা একটা মানুষের ভেতরের মানুষকে জাগাতে বা তার ভেতরে সৃষ্টি হতে যতোটা সময় নেয় ; ধ্বংস হতে তার একশতভাগেরও এক ভাগ সময় নেয়না। তোমার আচরণ বা তার যেকোনো আচরণ এই ভালোবাসা ধ্বংস হয়ে যাবার কারণ হয়ে উঠতে পারে। একটা দুইটা বাজে অযাচিত আচরণ সহ্য করতে করতে একটা সময় অনুভূতির প্রখরতা কমে আসে। বলা হয়ে থাকে যে তুমি বদলে যাচ্ছ/বদলে গিয়েছ কিন্তু কেনো কি কারণ এই পরিবর্তনের ; তা কেউই খোঁজে দেখতে রাজিনা।

তাই যেকোনো সম্পর্ক অনেক প্রতিকূলতা অতিক্রম করে সৃষ্টি হলেও এভাবেই ছোট্ট একটা আচরণের কারণে যে বিতৃষ্ণার জন্ম নেয় তা হয়তো সারাজীবনের বিষাদের কারণ হয়ে দাঁড়ায়।সম্পর্কটা ওখানেই শেষ হয়। RIP.

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৫

হাবিব বলেছেন: হম ঠিকইই কইছেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

অবনি মণি বলেছেন: হুম।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৬

মেহেদী রবিন বলেছেন: হয়ত

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

অবনি মণি বলেছেন: আসলেই ; হয়ত।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

নেক্সাস বলেছেন: RIP ভালবাসা

০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

অবনি মণি বলেছেন: হুম !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.