নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বছর হলো ; তবুও নিঃসঙ্গ বৃক্ষের মতো নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতোই একা পড়ে আছি আজও। একাই আছি এই দীর্ঘশ্বাসের মতো! তোমারও কি শুধু দীর্ঘশ্বাস,গ্রীলে বিষন্ন গোধূলী?

অবনি মণি

যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।

অবনি মণি › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ,তুমি আর আমি !

১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৭


একটা গল্প বলি ;
বৃষ্টির আর তোমার!
স্কুল ছুটি হয় তখন আমার
সিংহদ্বারে দাঁড়িয়ে তুমি আর বৃষ্টি
তুমিতো ভিজে সেই একাকার!!
তারপর হাতখানি রেখে হাতে
বৃষ্টির অঝোর ধারায় হেটে
চলেছো তুমি আমার সাথে
তারপর?

তারপর তুমি আর আমি
পথে জলের রেখা এঁকে
ছুটি বাড়ির পথ ধরে
আমি আমার নীড়ে
আর তুমিও তোমার!
এইটুকু ছিল তুমিও যখন আমায় ভালোবাসতে!!

আরো কিছু গল্প ছিল শুনো;
স্কুল শেষে ছিল প্রাইভেট
বিখ্যাত সেই ইংরেজী স্যারের বাসভবনে
যাওয়াটা ঠিক পড়ছেনা মনে
ফিরে আসতাম আমি রিক্সা করে
আর তুমি পায়ে হেটে....

যতবার ডেকেছি আসো আমার সাথে
ঠিক ততবারই তুমি লজ্জায় লাল হয়ে যেতে।
এইটুকু ছিল
যখন আমি তোমাকে বেসেছি অনেক ভালো ;

তারপরের একটা গল্প আছে বলি;
সেই আবার বৃষ্টি তুমি আর আমি
পার্কের বেঞ্চিতে বসে
হাতে রেখে হাত
ভিজেছিলাম সবকিছু ভুলে!
তারপর?

তারপর ঘরে ফিরি ভিজে কাক হয়ে
তুমি তোমার ঘরে আর আমি আমার!

আরো কিছু গল্প ছিল শুনো ;
তুমি যখন আমার ঘরে আসতে
ছোট্ট একটা চিরকুট রেখে যেতে
সেই চিরকুটে থাকতো কি জানো?
দুই চারটে শব্দ আর
সাথে একটা মেয়ের ছবি আঁকতে
নয়তো আঁকতে একটা ডিমের ছবি।
বুঝিয়ে যেতে শুধু কতোটা ভালোবাসতে!

আরো কিছু গল্প আছে বলি;
ঝড়ের রাতে সেলফোন তুমি আর আমি
এপাশে বক বক করেই যাচ্ছি
হঠাৎ অপরপাশের নীরবতা খেয়াল করি,
তুমি নাই, লাইন বিচ্ছিন্ন ;
মেঘের ভয়ঙ্কর গর্জন
তুমি খুব ভয় পেতে ;
শুনামাত্রই লাইন কেটে দিয়ে তুমি উধাও
এদিকে আমিতো হেসে কুটিকুটি।

আরো অনেক গল্প আছে এমন
মুখোমুখি হলে নাহয় বলবো কোনোদিন
যদি তোমার সময় আসে কখনো
তুমি আবার বাসো ভালো আমায়,
আবার বৃষ্টি ভালোবাসো।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৪

তিসান বলেছেন: হঠাৎ অপরপাশের নীরবতা খেয়াল করি,
তুমি নাই, লাইন বিচ্ছিন্ন ;
মেঘের ভয়ঙ্কর গর্জন
তুমি খুব ভয় পেতে ;
শুনামাত্রই লাইন কেটে দিয়ে তুমি উধাও
এদিকে আমিতো হেসে কুটিকুটি।
বাহ! অসাধারণ.।.।.।.।.।। শুভ কামনা আপু।

১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১২

অবনি মণি বলেছেন: অশেষ ধন্যবাদ!!

২| ১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫০

সায়মন শাহ বলেছেন: বাহ বেশ রোম্যান্টিক, চালিয়ে যান আপু শুভ কামনা রইল ... :)

১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৭

অবনি মণি বলেছেন: অনেক ধন্যবাদ!!

৩| ১১ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০১

ভ্রমরের ডানা বলেছেন:
মিষ্টি কবিতা। প্লাস +

১১ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

অবনি মণি বলেছেন: ধন্যবাদ।অনুপ্রাণিত হলাম।

৪| ১২ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:২৪

রক্তিম দিগন্ত বলেছেন:
কবিতায় কবিতায় মিষ্টি গল্প।
বেশ লাগলো। +

১২ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

অবনি মণি বলেছেন: অশেষ ধন্যবাদ।অনুপ্রেরণাগুলি হয়তো মিষ্টতা বাড়াবে।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৭

রফিকুলইসলাম বলেছেন: আজকে বৃষ্টিতে বিজে
মনে পড়ে গেছে সব কথা
দুষ্টামি ভালোবাসা
ফেলে আসা চেনা চেনা ব্যথা।

মুখে ছিল চেনা সেই গান
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হত বলত?

সেই দিন বৃষ্টিতে বিকেলে
ভিজে চিলাম আমি
আর সাথে চিলে তুমি
ছিলনা সাথে কোন ছাতা
পাশাপাশি হেটেছিলাম রাস্তায়
ভিজে গেছে জুতু, জামা মাথা।

ছিলোনা রাস্তায় গাড়িঘোড়া
দোকানপাট সব বন্ধ
শুধু তোমার আমার হৃদয়ে
ভালোবাসার সোঁদা গন্ধ।

আজ পারিবারীক শত ব্যম্ততা
পুরানো সব সৃতির পাতা
আজকে বৃষ্টিতে বিজে
মনে পড়ে গেছে সব কথা
রবি রাবুর ভালোবাসা
ফেলে আসা দিন গুলুর কথা।

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

অবনি মণি বলেছেন: ধন্যবাদ সুন্দরভাবে মন্তব্য করার জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.