![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।
*** চাচার কোটায় খেলা তামিমই তো আজ যত রেকর্ড গড়লো। একটু খারাপ করলেই বাদ দিতে দিতে তাদের ফর্মে আসার সকল সুযোগই নষ্ট করে দেয়া হয়।আর মাতাল কিছু দর্শক তো আছেই আজ ভালো করলে মাথায় নিয়ে নাচতে থাকে যা হয় অতিভক্তি; আবার কাল খারাপ করলেই পায়ের নীচে রেখে পিষতে থাকে।প্রত্যেকটা খেলোয়াড়ই উৎসাহ পায় যতখানি তার চেয়ে ঢের বেশি গালি খায় অকথ্য ভাষায়।কোটায় খেলা তামিম তো এর থেকে বাদ পড়েনা কখনোই । সে যদি কোটায়ই খেলে যোগ্যতা ছাড়া তবে আজকের এই রেকর্ডস এর মালিক কে এতো শুনি?
♣ আজকে ইংল্যান্ডের বিরুদ্ধে তামিম আর ইমরুল ৮০ রান করে ওপেনিং জুটির নতুন রেকর্ড গড়েছে । এর আগের রেকর্ড ছিলো ৬৩ রান।সেই রেকর্ডও করেছিলো তামিম-ইমরুল জুটি ২০১০ সালে ঢাকায়।
♣ প্রথম বাংলাদেশি হিসাবে একদিনের ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছে তামিম ইকবাল।
♣ ৩ ধরনের ক্রিকেটেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তামিমেরই।
♣ ১৫৯ ম্যাচে তামিমের সংগ্রহ ৫০০৭ রান।
♣ টি-টোয়েন্টিতে ৪৯টি ম্যাচ খেলে এখন পর্যন্ত ২৫টি ছক্কার মালিক তামিম । ছক্কা ছাড়া বাউন্ডারি হাকানোর তালিকাতেও শীর্ষে সে। এই ফরম্যাটের তামিমের ব্যাট থেকে এসেছে ১২০টি বাউন্ডারি।
♣ টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ শতকের রেকর্ড এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের ।
♣ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোরটাও তামিমেরই।১০৩ রান( ওমানের সাথে)।
♣ ক্রিকেটের তিন সংস্করণে দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসও তামিমের।
♣ টেস্টে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে দেড়শ’ ও টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা এশিয়ার প্রথম ও একমাত্র ব্যাটসম্যান যে তামিম ইকবাল।
আরো আছে হয়তো। কোটায় খেলে যদি এতগুলো রেকর্ড একারই হয় তার তবেতো কোটাই ভালো।
দীর্ঘদিন ধরে অধিনায়কের কোটায় মাশরাফী আছেন বলেই তারও সফলতা কিন্তু কম নয়।প্রত্যেক জয়ের সফল অধিনায়ক তিনি।
সব মিলিয়ে বাংলাদেশের খেলা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। যদি নাই হারে তবে যারা হারলো তারাতো বাংলাদেশের থেকে বহুগুলে শক্তিশালী টিম হয়েও হেরে যায়।টানা চার পাঁচ ম্যাচ খারাপ পারফরমেন্স এর জন্য পরবর্তী ১ বছর বোধয় আর ব্যাট বলের চেহারাই দেখেনা অল্পবয়সী দুর্দান্ত খেলোয়াড়গুলি। তবুও তারা প্রত্যাশার চেয়ে ভালোই খেলে।
♥গুড লাক বাংলাদেশ♥
১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৯
অবনি মণি বলেছেন: আপনাকেও!
২| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
আমাদের দেশের ক্রিকেটের, ক্রিকেটারের উন্নতি হয়েছে তবে দর্শকদের উন্নতি হয়নি।
১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০০
অবনি মণি বলেছেন: সত্যই বলেছেন!!
৩| ১৩ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৪২
রক্তিম দিগন্ত বলেছেন:
তামিম ভাল খেললে - তামিম আমাদের গর্ব।
তামিম খারাপ খেললে - তামিম আকরামের ভাতিজা।
এইটা কমন থিউরি।
তবে, তামিম ফর্মে না থাকলেও তাকে বেশি সময় দলে রাখাটা কিছুটা দৃষ্টিকটুই। দর্শকদের কিছু তো নিচু মনের হবেই - তবে, ক্রমাগত ব্যর্থ হলে আসল ফ্যানেরাও একটু বিরক্ত হয়ই।
চাচা থাকায় একটু সুবিধা সে পাচ্ছে - সেটা কিন্তু ঠিকই।
বাট তামিমের ট্যালেন্ট তার নিজের। সে ফর্মে থাকলে তার থেকে স্টাইলিশ ব্যাটসম্যান আরেকটাও দেখা যায় না।
১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৩
অবনি মণি বলেছেন: বিরক্ত ত হবেই।তবে অকথ্য ভাষায় গালি দেয়া,রম্য রসাত্মক গল্প বানানো,ট্রল বানানো এগুলি কি তাদের উপর খারাপ প্রভাব পড়েনা? তারাও আশা হারিয়ে ফেলে।
৪| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৭
ঢে্উটিন বলেছেন: টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোরটাও তামিমেরই। ১০৩* বনাম ওমান।
১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪০
অবনি মণি বলেছেন: ধন্যবাদ।এডিট করে দিচ্ছি।
৫| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৮
রফিকুলইসলাম বলেছেন: তামিম ০ করুক আর ১০০ করুক আমরা তামিম এর ভক্ত
০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৪
অবনি মণি বলেছেন: হুম।আমি সবার ভক্ত।যারাই যখন জাতীয় দলের হয়ে খেলতে নামে।এমন ভাগ্য কি আর আমার হবে!!!
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১৫
শামচুল হক বলেছেন: ধন্যবাদ