নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বছর হলো ; তবুও নিঃসঙ্গ বৃক্ষের মতো নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতোই একা পড়ে আছি আজও। একাই আছি এই দীর্ঘশ্বাসের মতো! তোমারও কি শুধু দীর্ঘশ্বাস,গ্রীলে বিষন্ন গোধূলী?

অবনি মণি

যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।

অবনি মণি › বিস্তারিত পোস্টঃ

আমি এবং আমরা

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৬


এখানে কেবলই রাত্রির স্তব্ধতা
এখানে আমরা সকলেই সহজাত
এখানে আমরা পরাজিতরা
কেবলি হাসি নাহয় কাঁদি।

এখানে আমরা উদাসীন
এখানে কতগুলি চেহারা অমলিন
এখানে কোনো বিলাসিতা নেই
তবু আয়েশ আমাদের সীমাহিন।

এখানে আলোকচ্ছটা পড়েনি কয়েকশো বছর
এখানে কেউ ব্যাকুল নয়
এখানে কারো আকুলতা নেই
তবুও এখানে আছে সুখের আস্ফালন।

এখানেও শরতে কাশফুল ফোটে
এখানেও বসন্তে কোকিল ডাকে
এখানেও হেমন্তে গোলা ভরে ওঠে কৃষকের
বর্ষায় এইখানে আমাদেরও মন কাঁদে।

এখানে কোনো হাহাকার নেই
এখানে নেই কোনো উৎকন্ঠা
এখানে আমরা সকলেই উদভ্রান্ত
কেবল আঁধারেরই আধিপত্য।

এখানে পরাজয়ের গ্লানি নেই
এখানে বিজিতদের আনাগোনা নেই
এখানে বিভীষিকার সংশয় নেই
এখানে আমরা পরাজিতরা

কেবলি হাসি,নাহয় কাঁদি!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮

মারিয়া ফেরদৌসী বলেছেন: ভালো লেগেছে।

০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭

অবনি মণি বলেছেন: অশেষ ধন্যবাদ !

২| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪

আহা রুবন বলেছেন: সত্যি আমরা হাল ছেড়ে দিয়ে বসে আছি। হাসা আর কাঁদা ছাড়া কিছু করার নেই যেন। ভাল লাগল।

০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫

অবনি মণি বলেছেন: অশেষ ধন্যবাদ !

৩| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৮

মেহেদী রবিন বলেছেন: সুন্দর কবিতা

০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭

অবনি মণি বলেছেন: অশেষ ধন্যবাদ !

৪| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:৩০

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯

অবনি মণি বলেছেন: আশীর্বাদ করুন যেন পুরোটা ভালো লাগাতে পারি। ধন্যবাদ ফর ইউর বেস্ট কমপ্লিমেন্ট !

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ২:০২

রক্তিম দিগন্ত বলেছেন:
বাহ! বেশ লিখেছেন।

০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৬

অবনি মণি বলেছেন: অশেষ ধন্যবাদ ! অনুপ্রাণিত হলাম!

৬| ০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:২১

হাবিব শুভ বলেছেন: একরকম ভাল হয়েছে

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:২০

অবনি মণি বলেছেন: দোয়া করবেন।

৭| ০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১০

শাব্দিক হিমু বলেছেন: এখানে কোনো হাহাকার নেই
এখানে নেই কোনো উৎকন্ঠা
এখানে আমরা সকলেই উদভ্রান্ত
কেবল আঁধারেরই আধিপত্য। - ভালো লাগা রেখে গেলাম।

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:২০

অবনি মণি বলেছেন: ধন্যবাদ অশেষ।আবার আসবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.