নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বছর হলো ; তবুও নিঃসঙ্গ বৃক্ষের মতো নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতোই একা পড়ে আছি আজও। একাই আছি এই দীর্ঘশ্বাসের মতো! তোমারও কি শুধু দীর্ঘশ্বাস,গ্রীলে বিষন্ন গোধূলী?

অবনি মণি

যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।

অবনি মণি › বিস্তারিত পোস্টঃ

একটা হেমন্ত ও শীত চাই

০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২১


আমি আর কোনো গ্রীষ্ম চাইনা ;
খরা শেষের বৃষ্টিও চাইনা ,
কালবৈশাখী ঝড় চাইনা,
জৈষ্ঠের রোদ ঝলসানো
সোনাঝরা দিন চাইনা।

আমি আর কোনো বর্ষা চাইনা;
ঘরদোর, প্লাবিত হয়ে যাক
হাস-মুরগি, গরু-মহিষ
ভাসিয়ে নিয়ে যাক
তা আর চাইনা,
বর্ষার প্রবল বর্ষণে
নির্জনে ভালোবাসার সাধ জাগেনা,
চিত্তচাঞ্চল্য বেড়ে উঠেনা।
আষাঢ়ের রিমঝিম বৃষ্টির
ছন্দও আর শুনতে চাইনা।
সারা রাত ধরে শ্রাবণের ধারে
আর ভিজাবোনা সকল সাজ।

আমি আর কোনো শরৎ চাইনা;
শরতের কাশফুল আমার জন্যে
ফুটেনি কোনোদিন
আর শরতের শিশির শুভ্র
শাপলা দেখে অবাক হতে চাইনা।
বেদনাঘন আশ্বিনী জ্যোৎস্নাময়
রাতও আমি আর চাইনা।

আমি একটা হেমন্ত চাই
মাঠে মাঠে নবান্নের উৎসব দেখতে চাই,
সেই সাথে ঘাস ও ধান গাছের ডগায়
জমতে শুরু করা
শিশিরের বিন্দু দেখতে চাই।
কৃষকের মুখে এক অনাবিল
সুখের হাসি দেখতে চাই।
ঘরে ঘরে সোনালী ফসল তোলার
মহা-আয়োজন দেখতে চাই ।

কার্তিকের রাতে ঝরতে থাকা
হিম হিম কুয়াশা আর
বাতাসে শীতের স্পর্শ পেতে চাই।
মাঠে-মাঠে ফসল কাটার ধুম,
ধানের আঁটি কাঁধে নিয়ে কৃষকের
পথচলার চিরায়ত দৃশ্য দেখতে চাই।
কুয়াশার আঁচল সরিয়ে ভোরে ওঠা
কোমল রোদ পোহাতে চাই।

আমি একটা শীতকাল চাই
কুয়াশাচ্ছন্ন শীতের সকালে
কৃষকের লাঙ্গল-জোয়াল কাঁধে নিয়ে
মাঠে চলে যাওয়া দেখতে চাই।
সকাল বেলার মিষ্টি রোদে বসে
ছেলেবেলার মতো ছোটবড় সবার
সাথে রোদ পোহাতে চাই,
সন্ধ্যায় শুকনো পাতা আর খড়
পুড়িয়ে আগুন পোহাতে চাই।
নদীর পারের বালুচরে ফুলকপি,
মুলা, লাউ, পাতাকপি, ধনেপাতা,
শালগম, গাজর, টমেটো,
মাষকলাই এসবের বাগানে ঘুরে
আসতে চাই।
বাগান থেকে নিজ হাতে শসা
কুড়িয়ে খেতে চাই।
ফসল কাটার পরে খালি ঐ মাঠে
গোল্লাছুট,ব্যাডমিন্টন খেলতে চাই,
মা-খালদের হাতে বানানো ধোঁয়া ওঠা
গরম ভাপাপিঠা খেতে চাই
আমি সত্যিই এমন একটা
হেমন্ত আর শীত চাই।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
চাইনা আবার চাই !!

চাওয়াগুলো সুন্দর !

খুব সুন্দর লিখেছেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৯

অবনি মণি বলেছেন: নিয়মিত উৎসাহ দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। চাওয়াগুলো ছোট বেলা অনেক করতাম।কিন্তু এখন আর হয়ে উঠেনা। ভীষণ মিস করছি ছোটবেলার হেমন্ত আর শীতকাল কে।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২

ধ্রুবক আলো বলেছেন: আমিও এসব কিছু যা আজ হারিয়ে যাচ্ছে;

খুব সুন্দর হইছে কবিতা খানি; অভিনন্দন
++++

০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২

অবনি মণি বলেছেন: নিয়মিত উৎসাহ দেবার জন্য অসংখ্য ধন্যবাদ।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩

ধ্রুবক আলো বলেছেন: আমিও এসব কিছু চাই যা আজ হারিয়ে যাচ্ছে;

খুব সুন্দর হইছে কবিতা খানি; অভিনন্দন
++++

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রতিউত্তর জন্য ধন্যবাদ।

আমিও আপনার মত হেমন্ত আর শীতকাল কে খুব মিস করি।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮

অবনি মণি বলেছেন: ধন্যবাদ মিসিংগুলি ভাগ করে নেয়ার জন্য১

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩২

আমার শৈশব বলেছেন: শৈশব.. এ আমার শৈশব!
হারিয়ে যায় ওভিমানে ...
হারিয়ে যায় সময়ের টানে...
কেউ তবুও ফিরে পেতে চায়...
কেউ তবুও আশায় দু হাত বাড়ায়...

___ অনেকেরই মনের কথা খুলে বলার জন্য ধন্যবাদ ।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৯

অবনি মণি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৫

আহমেদ জী এস বলেছেন: অবনি মণি ,



খুব সুন্দর ইচ্ছে ।

হেমন্ত আর শীত যখন চেয়েছেন তখন আপনার জন্যে এই লিংক - চারিদিকে নুয়ে প’ড়ে ফলেছে ফসল ......

শীত তুমি কি, বড় জানতে ইচ্ছে করে .......

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১১

অবনি মণি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.