নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বছর হলো ; তবুও নিঃসঙ্গ বৃক্ষের মতো নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতোই একা পড়ে আছি আজও। একাই আছি এই দীর্ঘশ্বাসের মতো! তোমারও কি শুধু দীর্ঘশ্বাস,গ্রীলে বিষন্ন গোধূলী?

অবনি মণি

যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।

অবনি মণি › বিস্তারিত পোস্টঃ

বই রিভিউ ______“ময়না পাখি”

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১


একেবারেই কাঁচা হাতের লেখা। এই বইটির প্রুফ রীডার আমি,তাই বইটি ছোট্ট করে রিভিউ করলাম। প্রথমবার বই রিভিউ করাতে একেবারেই গুছিয়ে লিখতে পারিনি। এজন্য এডভান্স দুঃখ প্রকাশ করছি।

(বইটির লেখকঃ এম,এ পলাশ )

ইংল্যান্ড প্রবাসী তরুণ উপন্যাসিক “এম.এ পলাশে”র জন্ম সিলেটের কানাইঘাট উপজেলার বায়মপুর গ্রামে।বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দেয়ার লক্ষ্যেই তিনি খুব ছোটবেলা থেকে শুরু করেন সাহিত্য চর্চা । আর সে লক্ষ্যেই লিখে চলেছেন একের পর ব্যতিক্রমধর্মী এবং আধুনিক উপন্যাস ।‘ময়না পাখি’ তাঁর তৃতীয় বাংলা উপন্যাস ।

লেখকের প্রকাশিত বিগত বইগুলোর তুলনায় এ বইটি অনেকাংশেই ভিন্ন । লেখার ভাষা, বাক্য বিন্যাস অনেক সহজ সাধারণ হওয়াতে সমাজের সর্ব-সাধারণের পড়ার উপযোগী হয়েছে তাঁর এই উপন্যাসটি। অত্যন্ত সাবলীলভাবে তিনি সমাজের অন্যায় অত্যাচার, অমানবিক নির্যাতনের চিত্র তুলে ধরেছেন তাঁর এই উপন্যাসে ।

ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী পর্বতমালা থেকে কয়েক কিলোমিটার দূরেই সুরমা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের একটি গ্রাম ‘রুপসীনগর’ । এই রুপসীনগরে এখনো দিন দুপুরে,প্রকাশ্যে সূর্যের আলোয় চলে দুর্নীতি , আর নিরীহ মানুষদের উপর চলে অমানবিক নির্যাতন । গ্রামের শত শত মানুষ প্রকৃত শিক্ষার আলো থেকে আজও অনেক পিছিয়ে আছে তাই আজও তারা কুসংস্কারে বিশ্বাস করে ধ্বংস করে দিচ্ছে তাদের কিংবা দেশের ভবিষ্যতের অহংকার তরুণ তরুণীদের জীবন । এখনো রুপসীনগর থানার পুলিশ কর্মকর্তারা প্রকাশ্যে দিবালোকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকার ঘুষ । ঘুষ নিয়েও ক্ষান্ত নয় তারা ; গ্রামের নিরীহ সহজ সরল মানুষগুলোর উপর চাপিয়ে দিচ্ছে অপরাধের বোঝা । আর ঘুষ দিতে দিতে এক সময় ভীটে মাটি বিক্রি করে তাদেরকে হতে হচ্ছে ফতুর ।

আজও একজনের জমি অন্যজন দখল করে নিতে গিয়ে গ্রামে ঘটে যাচ্ছে একের পর এক খুন হত্যাকাণ্ড।পরুষশাসিত সমাজে অধিকার বঞ্চিত নারীরা নির্যাতিত হচ্ছে দিনের পর দিন । আর এক শ্রেণির মানুষ তা দেখে দেখে মজা নিচ্ছে । কুসংস্কারাচ্ছন্ন ধর্মান্ধ জটিল নিয়ম কানুনের ভেতরে হারিয়ে যাচ্ছে এ সমাজ এগিয়ে যাবার সকল প্রচেষ্টা ।

সেই সমস্ত জটিলতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরই , আমরাই পারবো অনুকূলে যাবার প্রচেষ্টাকে ধরে রাখতে । দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমাদেরই এগিয়ে আসতে হবে সবার আগে। প্রতিবাদের ভাষাও এ সমাজ গঠনে যথেষ্ট পরিমানে ভূমিকা রাখবে।

তরুন এই লেখকের বাংলা উপন্যাস “ময়না পাখি” আসছে অমর একুশে গ্রন্থমেলায় আফসার ব্রাদার্স এর সৌজন্যে । পাওয়া যাবে ৬২২-৬২৪ নং স্টলে । লেখক আপনার প্রিয় বলেই নয়; পড়ুন যদি আপনি উপন্যাসের মাধ্যমে কিছু শিখতে পারেন,জানতে পারেন সেই উদ্দেশ্যে ।


মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: লেখক সম্পর্কে জানতে পেরে খুশী হলাম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

অবনি মণি বলেছেন: ধন্যবাদ !

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০১

পলাশমিঞা বলেছেন: বইর সফলতা কামনা করি।
ইংল্যান্ড কোন শহরে থাকেন উনি?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৮

অবনি মণি বলেছেন: উইগান শহরে ।
ধন্যবাদ ।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


উপন্যাসের উপর কিছুটা ধারণা হলো, চেস্টা করবো পড়ার।
লেখককে অভিনন্দন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৯

অবনি মণি বলেছেন: ধন্যবাদ অশেষ ভাইয়া। এটা আমার প্রথম প্রফেশনাল কাজ একজন প্রুফ রীডার হিসেবে।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২১

পলাশমিঞা বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৮

পলাশমিঞা বলেছেন: উপন্যাস সম্পাদনার জন্য আপনার আর্জি আজুরা জানতে চাই।
পড়তায় পোষলে হয়তো আপনাকে দিয়ে কিছু বই সম্পাদনা করাব।

অথবা গড়পড়তায় বলতে পারেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪২

অবনি মণি বলেছেন: আপনার ইমেইল আইডিটি দিয়ে দেন এখানে । আমি যোগাযোগ করছি।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪

পলাশমিঞা বলেছেন: [email protected]

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১১

অবনি মণি বলেছেন: ম্যাসেজ দিয়েছি।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৮

পলাশমিঞা বলেছেন: জবাব দিয়েছি বইন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৬

অবনি মণি বলেছেন: জি আইচ্ছা ভাই ।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩০

৭১৫০ বলেছেন: ভাল

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৭

অবনি মণি বলেছেন: ধন্যবাদ ।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৯

পলাশমিঞা বলেছেন: এখন সত্যি ভয়ে ভয়ে ব্লগিং করতে হবে।

এতদিন কেউ ভুলটুল ধরত না এখনতো বানান এবং ব্যাকরণ পর্যন্ত দেখতে হবে।

চিন্তার কারণ নেই, বইন আছে বিপাকে পড়লে বইনে শরণাপন্ন হব।

:)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৯

অবনি মণি বলেছেন: হাহাহা ভাইয়া,আমি ব্যাকরণে অনেক কাঁচা । বলে লাভ নাই। তবে আমার অনেক ভালো হলো । গুরুজন পেয়ে গেছি।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৪

পলাশমিঞা বলেছেন: হায় আল্লাহ!

আমি অত বোকা নয়, জলে কুমির আছে, আমি পা দেব না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩২

অবনি মণি বলেছেন: কুমিরের গুরু পা দিলেও ক্ষতি হবেনা বরং কুমিরের লাভই হবে । জল ধন্য হয়ে যাবে ।

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৪

পলাশমিঞা বলেছেন: বুঝেছি, আজ আমি বিপাকে পড়েছি। :((

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪১

অবনি মণি বলেছেন: তবে আমি কিন্তু ভালো জায়গায়ই পড়েছি।

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওনার বই এর সফলতা কামনা করছি। পাঠক মন জয় করুক এই কামনাই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪২

অবনি মণি বলেছেন: অশেষ ধন্যবাদ ।পড়ার অনুরোধ রইলো । তাহলে আমিও নিজেকে যাচাই করতে পারব ।

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৩

রাজীব হাসান শোলক বলেছেন: প্রুফ-রিডার হিসাবে আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে বলে আশা করি, সেই সাথে লেখকের সাথে আপনাকেও অভিনন্দন নতুন বই প্রকাশে!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৪

অবনি মণি বলেছেন: ধন্যবাদ । প্রথম বার বই করলাম । ম্যাগাজিন করেছি অনেক । পড়ার অনুরোধ রইলো। তাহলে আমিও নিজেকে যাচাই করতে পারব

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৫

রাজীব হাসান শোলক বলেছেন: প্রুফ-রিডার হিসাবে আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে বলে আশা করি, সেই সাথে লেখকের সাথে আপনাকেও অভিনন্দন নতুন বই প্রকাশে!

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৬

অতঃপর হৃদয় বলেছেন: পড়ার চেষ্টা করব। ধন্যবাদ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৬

অবনি মণি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২০

আমির ইশতিয়াক বলেছেন: কাঁচা হাত লেখতে লেখতেই পাকা হবে। আন্তরিক ভালো লাগা জানিয়ে গেলাম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১

অবনি মণি বলেছেন: অনেক ধন্যবাদ !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.