নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বছর হলো ; তবুও নিঃসঙ্গ বৃক্ষের মতো নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতোই একা পড়ে আছি আজও। একাই আছি এই দীর্ঘশ্বাসের মতো! তোমারও কি শুধু দীর্ঘশ্বাস,গ্রীলে বিষন্ন গোধূলী?

অবনি মণি

যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।

অবনি মণি › বিস্তারিত পোস্টঃ

লবিং বনাম যোগ্যতা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫





একটা সময় লবিং এ বিশ্বাসী ছিলাম। মামা চাচা থাকলেই নাকি এ দেশে চাকরি নিশ্চিত ; সরকারীর পাশাপাশি বেসরকারি চাকরিরও চাহিদা কম নয় আমাদের দেশে।

পড়াশুনা চলাকালীন সময়ে অনেকেই বড় বড় কথা শুনাতো; তুমি বের হো,বের হলেই অমুক জায়গায় সুযোগ করে দেব,তমুক জায়গায় তো আমি বললেই তোমার জব নিশ্চিত। কিন্তু পাশ করে বের হবার ঠিক আগে থেকে যখন মাঝে মাঝে রিমাইন্ড করে দিচ্ছিলাম তখন তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে পলাতক। এমন জঘন্য মানুষদের চেহারা যেন দেখতে না হয়।

আমার ঘরেই সরকারি প্রাইমারি থেকে বি,সি,এস ক্যাডার, কারো জন্যে কোথাও কোনো লবিং করতে হয়নি। তারপর ও মনে হতো সবাই সবকিছুতে যোগ্য নাও হতে পারে। মনে হত, ইস! কেউ যদি বলে দিত তবে হয়ত জবটা হয়ে যেত।

কিন্তু না; সব জায়গায় লবিং হয়না কিংবা যে বা যারা আপনাকে কথা দিয়েছে লবিং করে দেবে তারা আপনার জন্যে ০% কাজ করেছে।আসলে আপনার যোগ্যতাই বল্ , হোক সেটা এডুকেশনাল ;হোক সেটা অভিজ্ঞিতার।

গ্রাজুয়েশন শেষ করেই প্রথম যে জবে ইন্টার্ভিউ দিয়েছিলাম সেই জবটা হয়েছিল,দ্বিতীয়টাও হয়েছে,তৃতীয়টাও হয়েছে।যখন যেখানে পরীক্ষা দিতে গেছি দেখি সবাই খুব এক্সপার্ট,চিন্তা করতাম আমাকে কোম্পানি কেন নিবে!! কিন্তু না ঘটনা ঘটে উলটো।

অতএব যারা এখনো হাহাকার করছেন সরকারি /বেসরকারি চাকরির জন্যে তারা হতাশ না হয়ে বরং নিজের প্রতি বিশ্বাস রাখুন।

আপনিই জিতবেন।

জিততে জিততে আমারও নিজের প্রতি অনেক বিশ্বাস জন্মে গেছে যা আগে ছিলনা।

আলটিমেট কথা হলো যোগ্যতাই বল্।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬

করুণাধারা বলেছেন: মোটিভেশনাল পোস্ট। ভাল লিখেছেন। আশাকরি এই পোস্ট পড়ে অনেকেই ভাগ্য বা অন্যের সহায়তার প্রতীক্ষা না করে নিজের চেষ্টায় সাফল্য আনার জন্য উৎসাহী হবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০২

অবনি মণি বলেছেন: ধন্যবাদ অশেষ।আমি নিজেই নিজেকে মুটিভেট করি এখন।আমিই পারব; আমাকে পারতেই হবে।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: একদম সত্রি কথা। মোটিভেশনাল পোস্ট।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৪

অবনি মণি বলেছেন: ধন্যবাদ অশেষ।আমি আজ নিজের দ্বারা নিজে মুটিভেটেড।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৭

কালীদাস বলেছেন: পোস্টটা অনেক ক্ষেত্রেই সত্যি। সেই সাথে ক্যারিয়ার চয়েসে আমাদের ইয়াং জেনারেশনের আরও খোলামেলা এবং বাস্তববাদী হওয়া উচিত। খালি বিসিএস আর সরকারী চাকরীই করতে হবে: এরকম চিন্তাভাবনা বছর কে বছর বেকার বাড়িয়েছে। নিজের যোগ্যতা/মেধা অনুসারে ফিল্ড চুজ করা উচিত।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৩

অবনি মণি বলেছেন: আমি এখন এতেই বিশ্বাসী!!

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: সরকারের ইচ্ছের বাইরে কেউ,ই যেতে পারবে না ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৪

অবনি মণি বলেছেন: সেটাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.