নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলি, কিছু কথা!

মুনিরেভ সুপ্রকাশ

খুঁজে ফিরি অর্থপূর্ণ জীবন!

মুনিরেভ সুপ্রকাশ › বিস্তারিত পোস্টঃ

হরতাল বন্ধের সহজ উপায়

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

বাংলাদেশ থেকে হরতাল বন্ধ করার একটা উপায় আছে। খুব সহজ, এবং বিফলে মূল্য ফেরত টাইপের উপায়। আপাতত সাম্প্রতিক হরতাল বন্ধের একটা তড়িৎ উপায় বাতলে দেওয়া যাক।



এক্ষেত্রে উদ্যোগটা নিতে হবে বৃটিশ কাউন্সিলকে। বৃটিশ কাউন্সিল ইচ্ছে করলে হরতাল ঠেকাতে পারে! প্রতিষ্ঠানটি বলবে: ডিসেম্বরের মধ্যে কোনও হরতাল হলে এ লেভেল ও লেভেলের সকল পরীক্ষা এক বছরের জন্য বন্ধ থাকবে। বিদেশে যাওয়ার ডিগ্রি প্রদান এক বছর বন্ধ থাকবে। নেতারা আর যাই করুক, আমার মনে হয় না নিজেদের আদরের ছেলেমেয়েদের জীবন থেকে এক বছর নষ্ট হতে দেবে! ওরা তো আর সরকারি প্রাইমারি আর হাইস্কুলের সাধারণ জনতার পোলাপান না! ঐ দিকে যে বাড়িগাড়ি সব পড়ে আছে, সেগুলো দেখাশুনা করার জন্যও তো তাড়াতাড়ি যেতে হবে!!

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

মনোজ কুমার বলেছেন: ভাই ঠিক কথা বলেছেন।

২| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

আরিফা হক বলেছেন: ওদের সব ছেলেমেয়ে তো দেশেরই বাইরে...!!!

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: এখনও অনেকেই বাকি আছে যে!

৩| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: বুদ্ধিটা কম খারাপ না ;)

৪| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

সমকালের গান বলেছেন: সহমত।

৫| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

এম আর ইকবাল বলেছেন:
সুযোগ আছে কলকাতায় গিয়ে পরীক্ষা দেওয়ার ।
বৃটিশ কাউন্সিল শুধু পরীক্ষার ব্যবস্হপনা করতে পারে ।
শিক্ষা ব্যবস্হপনা অন্যজনের ।

যারা নেতা নেত্রী, তাদের ছেলে মেয়েরা নাতি নাতনীরা
এদেশে পড়ে না ।


৬| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

আমি ইহতিব বলেছেন: ভালো বুদ্ধি। এসব হরতালে কার কি উপকার হয় কে জানে?

৭| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

হাসান মাহবুব বলেছেন: ভালো বুদ্ধি তো!

৮| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

নিজাম বলেছেন: বুদ্ধিটা মন্দ না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.