![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েটি কাজ করতো বিমান বাহিনীতে। তার সুপারভাইজার তাকে ধর্ষণ করলো। মেয়েটি সুবিচার পেল না। নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগের যখন তদন্ত চলছিল তখনই সেই ধর্ষক পেল এয়ারম্যান অব দি ইয়ার খেতাব! ধর্ষণ তার সাফল্যে নতুন পালক যোগ করলো।-- অনেকেই হয়ত ভাবছেন ঘটনা বাংলাদেশের, নইলে অফ্রিকার বা তৃতীয় বিশ্বের কোনও দেশেরই হবে। যারা একটু খোঁজখবর রাখেন তারা ঠিকই জানেন- এই ঘটনা অন্যদেশের মানবাধিকার নিয়ে চিন্তায় যে দেশের ঘুম হয় না, অন্য দেশের তেলাপোকার পাখা খসে পড়লেও যারা মানবাধিকার গেল বলে ঘুম হারাম করে দেয়, সেই দেশের, খোদ যুক্তরাষ্ট্রের! দি ইনভিসবল ওয়ার ছবিটি বলছে দেশটির সামরিক বাহিনীতে কর্মরত ২০% নারী যৌন নির্যাতনের শিকার, ৮০% নির্যাতিত নারীই অভিযোগ করে না, কারণ আমেরিকার নিয়ম অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রেই নির্যাতনকারী কমান্ডাররাই যে বিচারক!!!
২| ১৭ ই মে, ২০১৪ সকাল ১০:৩২
মনপুরা হাসান বলেছেন: digital world
৩| ১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৩০
হাসান বিন নজরুল বলেছেন: আমরাও সে পথে যাচ্ছি...
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৪ সকাল ১০:২৮
বোধহীন স্বপ্ন বলেছেন: ভুতের মুখে রাম-নামের মত অবস্থা আর কি।